Translate

Tuesday, November 19, 2019

একজন ছোট ভাই যে ফ্রি ল্যান্সার হতে চায় তার সাথে দেখা করা এবং আলোচনা করা।

ফ্রি ল্যান্সার বাংলাদেশ ফেসবুক গ্রুপ একজন মডারেটর হবার কারনে প্রায়শই অনেকের সাথে অনলাইনে কথা হয়। ভালো ও লাগে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হইতে। আমাদের ময়মনসিংহ সদরের একজন ছোট ভাই এর সাথে আজকে দেখা হলো। অনেকেই আছে দেখা হলে খুব ইনসপায়ার হয়।যদি ও আমি খুব বড় মাপের ফ্রি ল্যান্সার না- তারপরে ও যখন নতুন কেউ আসে বা কারো সাথে পরিচিত হই তখন আমার ভালো লাতে এবং আমি তাকে কিছু ইন্সট্রাকশন দেই যেন সে ভালো মাপের বা বড় মাপের ফ্রি ল্যান্সার হইতে পারে।ছবিতে ক্লিক করলেই আপনি সরাসরি আমাদের গ্রুপ এর পেজে চলে আসবেন। আমাদের গ্রুপের মেম্বার সংখ্যা রিসেন্টলি এক লাখ ছাড়ালো।

 Freelancer Bangladesh facebook Group


তো আজকে এক ছোট ভাই এর সাথে দেখা হলো - সে নতুন ফ্রি ল্যান্সার হবে চেষ্টা করতাছে। তো  তাকে কিছু খাবারের অনুরোধ করলাম। সে কিছূই খাবে না। কোন ভাবেই তাকে কিছু খাওয়ানো যাইতাছে না । শেষে সামনে গরুর দুধের চা পাইলাম তাই তাকে খাওয়ালাম। সে একদম নতুন। এবং আর্থিক অবস্থা তেমন ভালো না। আমি আমার ব্যাক্তিগত কাজে বাসা থেকে বের হয়েছিলাম। তো সেই  ফাকে তার জন্য সময় বের করা এবং কথা বলা। সে ময়মনসিংহ পলিটেকনিক ইনষ্টিটিউটে ১ম বর্ষের ছাত্র। 

যে মোটিভেশন গুলো আমি দেবার চেষ্টা করলাম- তার সার সংক্ষেপ এরকম-

১.  অনলাইনে  কারো কাছ থেকে টাকা দিয়ে কাজ না শিখে প্রথমে নিজে নিজে ইউটিউবের  ভিডিও দেখে দেখে কাজ শিখা। সবকিছুেই দেয়া আছে ইউটিউবে - বাকি গুলো বুদ্ধি করে শিখে নেওয়া।

২. যে কোন ওয়াই ফাই লোকেশন থেকে ইউটিউবের ভিডিও গুলো ডাউনলোড করে নেয়া এবং মোবাইলে অবসর সময়ে বসে বসে দেখা। এর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার লেখার নীচে দেয়া থাকবে।

৩. বাসাতে টাকার জন্য প্রেশার না দেয়া। খুব বেশী প্রয়োজন হইলে অল্প টাকার মধ্যে ১০-১২ হাজার টাকার মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে নেয়া। 

৪. পড়াশোনার ক্ষতি না করে ফ্রি ল্যান্সিং এর জন্য চেষ্টা করে যাওয়া।
৫. আস্তে ধীরে আগানো - বুঝে শুনে আগানো। 
৬. যেখানে আটকে যাবে সেখানে ফ্রি ল্যান্সারদের বড় ভাইদের সাহায্য নেয়া। 

প্রায় ১ ঘন্টা তারা সাথে মোটিভেশনাল কথঅ বলে তাকে ইন্সপায়ার করে তারপরে নিজের কাজের দিকে আগালাম। সে খুব খূশী হইছে দেখলাম। ।ভালো লাগলো আমার ও। 

কাজের জন্য সারাদিন ঘরে বসে থেকে অনেক সময় বোর লাগে। এই ধরনের আরো আড্ডা মে বি আমাকে ও ইন্সপায়ার করবে। তাকে বললাম ২০০৩ সাল থেকে আমি ওডেস্ক এর সাথে জড়িত- আর ২০১১ সাল তেকে আমি প্ররো দমে ফ্রি ল্রান্সার। কিন্তু আমি তেমন কিছু করত েপারি নাই বা জমাতে পারি নাই কারন আমার খরচের স্বভাব। যা পাই তাই খরচ করে ফেলাই। 

আরো বললাম ফ্রি ল্রান্সার তারাই যারা দেশে বসে থেকে নিজের মেধা বুদ্ধি খরচ করে ফরেন থেকে রেমিটেন্স আনে এবং বাংলাদেশ সরকারের উপকারে লাগে - তাদেরকে আমাদের দেশে ফ্রি ল্যান্সার বলা হয়। মানুসেল ঘর বাড়ি থেকে টাকা চাওয়া বা মানুসেল কাছ থেকে জোড়পূর্বক বা বলপূর্বক বা কৌশলে টাকা আদায় করার নাম ফ্রি ল্যান্সিং না। 

তারো কিছু উপদেশ পাইলাম ফ্রি ল্যান্সারদের জন্য- বললো- সারারাত না জাগতে। বললাম আমি সারারাত জাগি না। সকালে ১০-১৫ মিনিট হাটাহাটি করার জন্য । বললাম চেষ্টা করবো। 

2 comments:

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl