Translate

Thursday, April 30, 2020

Covid 19 Corona Virus related products. Buy from Amazon.
















 

   


   

 




 

   

   

   


 

শক্তিমান অভিনেতা ইরফান খান।

বাংলাদেশের হুমায়ুন ফরিদীর অভিনয় যে রকম ভালো লাগতো সেরকম ভালো লাগে ইরফান খানের অভিনয়। যতোগুলো দেখেছি উনার শক্তিশালী অভিনয় খুবই মনে রাখার মতো। আমি অল্প কয়েকটা মুভি দেখেছি- তারপরেও নীচে উনার মুভি লিষ্টের একটা তালিকা দিতাছি যা আপনি এমাজন প্রাইম ভিডিও সেকসান তেকে ডাউনলোড করে বা কিনে দেখতে পারেন। 

শাহবাগের গনজাগরন। তালিকাগ্রস্থ রাজাকারের ফাসি চাই।

শাহবাগের গনজাগরন বাংলাদেশের প্রত্যেকটা রাজাকারের অস্তিত্ত্ব একদম ঘুরাইয়া দিছে। ১৯৭১ সাল থেকে রাজাকারের যে ক্ষমতা গড়ে তুলেছিলো স্বাধীন বাংলাদেশের সমাজ ব্যবস্থায়- সে ক্ষমতা একবার ভাংগা হয়েছিলো ১৯৯০ এর গন জাগরনে। তারপরেও রাজাকার কে ফাসির কাষ্টে ঝুলানো যায় নাই। ২০১৩ সালের গনজাগরনের সেই ক্ষমতা একেবারে পুরোপুরি ভেংগে দেয়া হয়েছে। রাজাকারেরা বুঝতে পেরেছে তারা একটা ভুল দেশে বসবাস করতাছে- এই দেশটাকে তারা মন থেকে ভালোবাসে না। তারা ভালোবেসে দুরবর্তী অন্য আরেক দেশকে। যাদের সাথে আমার কৃষ্টি-ঐতিহ্য- কালচার- সংস্কৃতি কোন কিছুরই মিল নাই। যাদের সাথে আমাদের সীমান্তের ও কোন মিল নাই। যাদের সাথে আমাদের চেহারা ঐতিহ্যের ও কোন মিল নাই। তারা বসবাস করে মুরভুমিতে- আমরা বসবাস করি সুবজে। তারা বসবাস করে অন্য এক ভাষাতে- আর আমরা বসবাস করি বাংলা ভাষাতে। 

যদি তারা মানুষ হতো তাহলে নিশ্চয়ই ২৫ মে মার্চের কালো বা ভয়াল রাতে একসাথে এতো মানুসের প্রান নিতো না। তারা শয়তানের বংশধর- ডেভিল জেনারেশন। শয়তানের মতো বাংলার মা বোনের ইজ্জত লুন্টন করেছে ৭১ এ। তাদেরকে শেষ করার জন্য কমিটি করতে হয়েছে ৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটি। বলতে গেলে তাদের জন্য প্রান দিয়ে গেছে শহীদ জননী জাহানার ইমাম। তাদেরকে আজো পুরোপুরি বাংলা তেকে শেষ করা যায় নাই। ফেব্রুয়ারী মাসে প্রকাশিত স্বাধীনতা যুদ্বের বিরোধিতাকারী ১১০০০ রাজাকারের তালিকা এখন অনেকেরই হাতের মুঠোতে। এই তালিকা ধরে যদি তাদেরকে শেষ না করা যায় তাহলে বাঙালী প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে না। একদম ১০০% দালাল রাজাকার মুক্ত স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশে যদি একজন জয় বাংলা পন্থী মুক্তিযোদ্বা বিসে থেকে নি;শ্বাস নিতে পারে তাহলে সকল মুক্তিযোদ্বাদের সম্মান জানানো যাবে। সব রাজাকার মৃত্যুর ১ মিনিট আগেও যদি তাকে গলা চেপে ধরে মারা যায় সেটা হবে বাঙালীর বিজয়। সো অবিলম্বে তালিকাগ্রস্থ রাজাকার দের ফাসি কার্যকর করে মুক্ত স্বাধীন বাংলা দেখার সৌভাগ্য যেনো তরুন প্রজন্ম পায় সে ভাবেই কাজ করা উচিত। তালিকায় নতুন করে কোন রাজাকারের নাম এড করা হবে না। যদি অভিযোগ থাকে তাহলে কিছু নাম আদালতের গোচরে আনা হতে পারে।  

শাহবাগ গনজাগরনের সব স্লোগান সত্যি বলে প্রমানিত হবে। শাহবাগ গনজাগরনের সময়কালীন সব স্বপ্ন বাস্তবে রুপ নিবে এইটা গনজাগরন পন্থী সকল মানুষেরই চাওয়া। যারা গনজাগরনের অংশগ্রহন করেছে তাদের যে স্বপ্ন- সে লক্ষ্যে গড়ে তোলা হয়েছে অনকেগুলো রাজনৈতিক দল। আছে জাতীয় গনসংহতি আন্দোলন বা এনডিএম এর মতো তরুন প্রজন্ম ভিত্তিক রাজনৈতকি দল। এ ধরনের তরুন পজন্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলেঅকে বেজমেন্ট করে সামনে আগািইয়া গেলে বাংলাদেশের পরিবর্তন অবশ্যম্ভাবী। আমি মনে করি ১৯৯০ এর গনজাগরনের প্রেক্ষাপটে-- এইটা সমস্ত ধরনের পূর্ববর্তী রাজনৈতিক দরেল ব্যর্থতা যে আজো তালিকাগ্রস্থ ১১০০০ রাজাকারের অনেকেই জীবিত - যাদের ফাসির আদেশের অপেক্ষায় আছে সারা বাংলাদেশ। আর এইটা শাহবাগ গনজাগরনের সবচেয়ে বড় পাওয়ার যে তারা নির্বিঘ্নে বসবাস করতে থাকা রাজাকারকে ধরে ফাসি দিয়ে দিছে- ইভেণ একসময়কার শিল্পমন্ত্রী যার দ্বারা বাংলাদেশের পতাকা সবচেয়ে বেশী অপমান হইছে বা একসময়কার তুখোড় রাজনৈতিক নেতা- সা.কা কেও ফারি মঞ্চে যাইতে হয়েছে। বাঙালী সবই বুজে- বাঙালী  জন্মগ্রহন করে ফিডার খায় নাই। 

শাহবাগ গনজাগরনের অংশগ্রহনরত সেনাদেরকেই একসময় দেশ রক্ষা করতে হবে- সংসদ কাপাতে হবে কারন তাদের মনে জমে থাকা সব দাবী এখনো পুরন হয় নাই বা তাদের বুকে জমে তাকা সব স্বপ্ন সফলতার মুখ দেখে নাই। তাদের দাবী অনুযায়ী এখন প্রায়শই রাজাকারের ফাসি হইতাছে আর পৃথিবীতে জমে থাকা সব মৃত মুকিতেযাদ্বারা দিনে দিনে জীবিত হয়ে মুক্ত ভাবে ঘোরাফেরা করতাছে যা দেখলে জীবিত মুক্তিযোদ্দারা খুশিতে লাফিয়ে উঠে। 

তরুন প্রজন্মের সরকার বলতে গতানুগতিক রাজনৈতিক দলের সরকারকে বোঝানো হয় নাই- তরুন প্রজন্মের সরকার বলতে  শাহবাগ গনজাগরনের অংশগ্রহনরত তরুনদের সরকার ব্যবস্থঅকে বোঝানো হয়েছে। আমার নিজের কোন দিন এদেশে এমপি বা মন্ত্রী হবার কোন ইচ্ছা নাই কিন্তু আমি শাহবাগ গনজাগরনের তরুন প্রজন্মের দ্বারা গঠিত সরকার ব্যবস্থাকে দেখতে চাই। 


Wednesday, April 29, 2020

ইউটিউব ভিউজ ৫০০০০। আজকে পাইলাম গ্রেটিংস।



ইউটিউব ভিউজ ৫০০০০ হবার কারনে আমাকে আজকে কনগ্রাচুলেটস করলো বিডকিউ। আপনার যদি কোন চ্যানেল থাকে এবং আপনি যদি বিডকিউ ব্যবহার করেন তাহলে বিডকিউ বিভিন্ন সময়ে আপনাকে উইশ করবে যেনো ্আপনি বেশী করে ইউটিউব মনিটাইজ করেন বা ব্যভহার করেন। বাংলাদেশের সবাই মনে করে- একমাত্র ইউটিউব মনিটাইজেশনের মাধ্যমেই বুঝি উপার্জন করা যায়। কিন্তু ব্যাপারটা সত্য না। ইউটিউব মনিটাইজেশন ছাড়াও আরো অনেক অনেক ধরনের উপায় আছে যা দিয়ে আপনি সঠিক ভাবে উপার্জন করতে পারবেন। যেমন ধরেন এফিলিয়েট মার্কেটিং।



আমার চ্যানেলটা এখন পর্যন্ত একটা এফিলিয়েট চ্যানেল বা এফিলিয়েট মার্কেটিং চ্যানেল। এফিলিয়েট মার্কেটিং বলতে আমরা বুঝি আপনি বিশ্বের যে কোন এফিলিয়েট মার্কেটিং প্রোডাক্ট কে সিলেক্ট করবেন তারপরে সেটা কে িনয়ে আপনি ইউটিউব ভিডিও মেক করবেন। এক্ষেত্রে বাংলাদেশের মানুষের প্রথম পছন্দ এমাজন এফিলিয়েট মার্কে টিং। আপনি যে কোন একটি ব্লগ মেক করে সেখানে কিচু অর্গানিক ট্রাফিক মেক করে এমাজনের এফিলেয়েশন নিয়ে আপনি ইউটিউব ভিডিও তৈরী করতে পারবেন এবং সেখানে  আপনি এফিলিয়েট লিংক সেট করে দিলে এবং সঠিক কি ওয়ার্ড চয়েজ করে দিলে সেটি আপনার ভিডিও তে প্রচুর পরিমানে ভিউয়ার আনবে এবং আপনি সহজেই্এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। এখানে ব্লগস্পট তৈরী কার একদম ফ্রি, এমাজনের এফিলিয়েশন নেয়া একদম ফ্রি এবং একই সাথে ইউটিউব চ্যানেল তৈরী করা একদমই ফ্রি। সো আপনি একদম বিনামুল্যে ইউটিউবে এফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন। 

তৈরী করেন ফ্রি ব্লগস্পট। ব্লগার ডট কম  যে কোন একটা বিষয় নিয়ে লেখালেখি করবেন এবং কিছুদিন পরে আপনি এমাজন এফিলিয়েট মার্কেটিং এর জন্য আবেদন করবেন আপনার ব্লগস্পট ব্যবহার করে। যদি কোথাও আটকে যান তাহলে স্কাইপে তে কন্ট্রাক্ট করবেন: skype: masudbcl.



এখানে আমার চ্যানেল ভিউজ এর ডিটেিইলস। আমি মাত্র কিচুদিন আগে থেকে কাজ শুরু করেছি এবং এখান থেকে আমি আমার ওয়েবসাইটে ভিজিটর ট্রান্সফার কির যারা আমার মার্কেটপ্লেস এফিলিয়েট ষ্টোরে প্রবেশ করে এবং সাইন আপ করে কাজ করে এবং উপার্জন করে অথবা প্রোডাক্ট কেনা বেচা করে।  টোটাল ৫০০০০ ভিউজ এর জন্য আমাকে আজকে কনগ্রাচুলেটস জানায় বিডকিউ এবং নীচে ইমেজে আমার টোটাল ভিউজ ডিটেইলস দেয়া আছে। 



ইউটিউব থেকে ৭/১০ টি উপায়ে উপার্জন করা যায় যার ডিটেইলস নিয়ে পরে আরেকদিন আলোচনা করবো এবং কিভাবে আপনি ব্লগস্পট ব্যবহার এমাজন এফিলিয়েট প্রোগ্রামিং এর জন্য আবেদন করবেন এবং সেই এফিলিয়েট প্রোগ্রামিং প্রোডাক্ট কে কিভাবে ইউটিউবে ভিডিও আকারে ছাড়বেন এবং কিভাবে অর্গানিক ভিজিটর তৈরী করে প্রোডাক্ট সেল করবেন তা আরো একদিন আলোচনা করবো। সে জণ্য আপনাকে ব্লগের সাথে কানেক্টেড তাকতে হবে বা আমার ইউটিউব চ্যানেলে সাবস করে তাকলে আপডেট পাবেন। 

ফ্রি রেজিষ্ট্রেশন করুন মাইক্রোসফট এড নেটওয়ার্কে।

নীচের যে কোন ইমেজে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি সরাসরি মাইক্রোসফট এড নেটওয়ার্কের ওয়েবসাইটে ঢুকে যাবেন। মাইক্রোসফট এড নেটওয়ার্ক এ আপনি ফ্রি রেজিষ্ট্রেশন করতে পারবেন যদি আপনার আন্তর্জাতিক মানের ক্রেডিট কার্ড থাকে। তাছাড়া বাংলাদেশেও ফ্রি ল্যান্সারদের জন্য ঈষ্টার্ন ব্যাংকের এবং ব্যাংক এশিয়ার আন্তর্জাতিক মানের ডুয়াল কারেন্সী ক্রেডিট কার্ড  আছে যা ব্যবহার করে আপনি সহজেই গুগল এডওয়ার্ডস বা মাইক্রোসফট এড নেটওয়ার্কে জয়েন করতে পারবেন এবং মাঝে মাঝে তাদের কাছ থেকে ফ্রি বোনাস ও পাইতে পারেন। কিছুদিন আগে আমি ১০০ ডলার বোনাস পাইলাম এবং সেটাকে এপ্লাই করে এখন দৈনিক আমার ওয়েভসাইটে ট্রাফিক বা ভিজিটর আনতাছি যা একদমই ১০০% লিগ্যাল। এখানে উল্লেখ থাকে যে ভ্যাট ট্যাক্স কারনে  আপনি ৯২ ডলার পর্যন্ত খরচ করলে ভালো করবেন। তার বেশী গেলে আপনাকে এক্সট্রা চার্জ
দিতে হবে। 





এইটা মাইক্রোসফট রিলেটেড সকল  সার্চ ইন্জিনে দেখাবে।


প্রতিদিন বা প্রতি মুহুর্তে আপনি  ষ্ট্রাটাস ধেখতে পারবেন, কি ওয়ার্ডও পরিবর্তন করতে পারবনে। 

মাইক্রোসফট এড নেটওয়ার্ক এক্সপার্ট টিম আপনাকে প্রতিমুহুর্তে ইমেইল আপডেট ও পাঠাবে।


যে সকল ইমেইল দেখে দেখে আপনার ওয়েবসাইটের ভিজিটর বা সেলস লিডও বাড়াতে পারবেন। 



যদি কোথাও বুঝতে না পারেন তাহলে যে কোন সময়ে কন্ট্রাক্ট করতে পারেন তাদরে লাইভ কেয়ার কাষ্টমার কেয়ার সেকসানে বা আমাকেও স্কাইপে কল করতে পারেন। skype: masudbcl

IMTalk .Create 1800 Domain Backlink. Automatic Back Link. Domain Back link.





#increasepagerank
#pagerank
#increasedomainauthority
#domainauthority
#increasepageauthority
#pageauthority
#keyword
#keywordrank

Tuesday, April 28, 2020

ইন্ডিয়ান কাগুজি হাই ব্রিড। হাই ফ্লায়ার।



বিগত ১৪/১৫ মাসে আমার হাতে আসা সবগুলো কবুতর এবং তাদের বংশধরদের সাথে আমার মহব্বত এর ভিডিও এইখানে দেয়া হলো। কবুতর গুলো আমার বন্ধুর মতো। সারাদিনে ২ ঘন্টা সময় কাঠে আমার তাদের সাথে। একবার দুপুরে তাদেরকে খাবার দেই- আরেকবার রাতে কিছুক্ষন ক্লিয়ার করে দেই। আমি সবসময় খাবার দিয়ে রাখি। আমার কাছে হবার পরেও এরা ৪ মাস বয়সী ২ জোড়া আমাকে ছেড়ে চলে গেছে। এখণ পর্যন্ত ১৩ টা কবুতর গিফট করেছি। ৪টা উড়ে চলে গেছে। ১ টা বাচ্চা রানীক্ষেতে মারা গেছে। এখন আছে ১৪ টা। সামনে আরো গিফট করবো ৫ জোড়া। ৩ জোড়াকে এখন রেডী করতাছি গিফট করার জন্য। এইগুলো সবই হাইব্রিড।  ব্রিডিং করে তাই খাচাতে রেখে পালি। একটু বয়স হইলে ২ মাস হইলে গিফট করে দেই। কবুতরের গলার ভয়েসটা পরিবর্তন হবার পরে আমি গিফট করে দেই। শুনেছি সাদা কবুতরের নাকি অনেক দাম। সরকারি বিভিন্ন অনুষ্টানে পায়রা উড়ানো হয় সাদা রংয়ের। ইচ্ছা আছে বাংলাদেশের সরকার পরিবর্তন হইলে- জয় বাংলা তরুন প্রজন্ম বা গনজাগরনের সরকার তৈরী হইলে আমার কবুতর গুলো যাদেরকে গিফট করেছি তাদেরকে বলবো তারা যেনো গনজাগরনের সরকার কে দেয় নিয়মিত সরকারি বিভিন্ন অনুষ্টানে উড়ানোর জন্য। আমি যাদেরকে কবুতর গিফট কেরছি তাদের সকেলকেই বলে  দিছি কেউ যেনো কবুতরকে জবাই না করে। 

ময়মনসিংহ এলাকার কিছু লোকাল ভাষা?

হে এইনো গেছে কেইলাইগ্গা?- সে এখানে গেছে কেনো।
হেরে কইন যে হে েজানি এইহানে আর না আহে?- তারে বলবেন যে যেনো এখানে না আসে।
হের এইনো আওন লাগে কেল্লাগ্গা? -তার এখানে আসতে হয় কেনো?
হে কেডা? -সে কে?
হে কোনহান থেকে আইছে এইনো? -সে কোথা থেকে এখানে এসেছে।
এইডা কি হের জমি? -এইটা কি তার জমি।
হেরে কইয়েন হে যেনো এইহানো আর না আহে?- তারে বলবেন সে যেনো এখানে আর না আসে।
হের কি কাম এইনো?- এখানে তার কি কাম।
হে কিয়ের লাইগ্যা আইছেএইনো?- সে কিসের জন্য এসছে এখানে।
হের কল্লাডা কাইটালবাম?- তার গলাটা কাইটা ফালাইবো।
হেরে যেনো আর না দেহি?- তারে যেনো আর না দেখি।
হের বাড়ি কেই?- তার বাড়ি কই।
হে কেডা এইহানো?- সে কে এখানে?
হেরে কইন যে হে যেনো এইহানে আর না থাকে? - তার বলবেন সে যেনো এইখানে আর না থাকে।
হেরে কইন এইনথন যাইবার গার লাইগ্গা?- তারে বলবেন সে যেনো এখান থেকে চলে যায়।
হের লােইগ্যা আর ভালা লাগে না?- তার জন্য আর ভালো লাগে না।
হেরা তো ময়মনসিংহের ভাষা কয় দেখলাম? - তারা তো ময়মনসিংহের ভাষা বলে দেখলাম।

ময়মনসিংহের ভাষা এতোই জটিল যে আপনি ভালেঅ করে না শুনলে বা আপনি দীর্ঘদিন এইখানে বসবাস না করলে কিছু বুঝবেন না।

সহকারী ডট কম। নতুন একটা ওয়েবসাইট।


ওযেবসাইট টা ভিজিট করে ভালো লেগেছে। এখঅন েআপনি সহজেই রেজিষ্ট্রেশন করে যে কোন প্রয়োজনে পোষ্ট করতে পারবেন। এখানে ২ ধরনের মানুষ ই কাজ করতে পারে। যারা এমপ্লয়ার তারা এবং যারা ওয়ার্কার তারাও । আপনার যদি কোন কাজে লাগে তাহলে আপনি জয়েন করতে পারবেন কাজ খোজার জন্য। আবার যদি আপনি কোন কাজ মেটানোর জণ্য পোষ্টিং করেন তাহলে আপসি সেটাও পাবেন সহজে। এন্ড্রয়েড এ্যাপ ও আছে- চাইলে ডাউনলোড করে নিতে পারো। 

রোজার মধ্যে ৭০ লাখ ভোটারের ডাটা কালেকশণ সহজ হইতাছে এখন।



অনেকেই ঘরে বসে আছে এখন। হাতে বিস্তর সময়। বয়স ও ১৮ পার হয়ে গেছে। তাদের জন্য  এখন একটা পারফেক্ট সুযোগ এনআইডি কার্ডের ফরম টা ফিল আপ করে ফেলা। এনআইড কার্ড ছাড়া এখণ আর তেমন কোন কাজ হয় না। বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে চাকুরী- বাকুরী, পাসপোর্ট তৈরী করা,
ব্যাংকে টাকা জমা দেয়া, যে কোন ধরনের নাগরিক ফ্যাসিলিটিজ নিতে গেলে আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের অধিকারী হতে হবে। নয়তো আপনি অনেক ঝামেলায় পড়ে যাইতে পারেন। এক ধরনের মানুষ ছাড়া বাকি সবাইকেই জাতীয় পরিচয়পত্র দেয়া হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামুল্যে। আমাদের ময়মনসিংহ শহরের প্রত্যেকের স্মার্ট কার্ড আছে। বিয়ে শাদী করতে গেলেও এখণ আপনাকে এনআইড কার্ড থাকতে হবে। কয়েকদিন আগে প্রখ্যাত ফ্যাশণ মডেল লাক্স চ্যানেল আই সুপারষ্টার মুমতাহেনা টয়া এবং তার বর শাওনের বিয়ের ইউটিউব ভিডিওতে দেখা গেছে ভ্যাপারটা- কাজী সাহেব স্মার্ট কার্ড থেকে কাবিনানামাতে এনআইডি কার্ড নাম্বার তুলতাছে- ব্যাপারটা প্রশংসনীয়। এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি মাঝে মাঝে - সারা দেশে সমস্ত শপিং মলগুলোতে কোন সিকিউরিটি গার্ড নাই- আপনি আপনার ফিংগারপ্রিন্ট ব্যবহার করে শপিং মলে ঢুকেছেন এবং সারা দেশের দরকারি অনেক জায়গাতে আপনি ফিংগারপ্রিন্ট ব্যবহার করে ঢুকেছেন- তারপরে অটোমেটিক রোবট ক্যামরো বা সিসিটিভি আপনাকে সব সময় রেকর্ড  করতাছে।

এখন জাতীয় নির্বাচন কমিশন সচিবালয় এ বছর ২ মার্চ শেষ হওয়া ভোটারের এনআইডি কার্ড নাম্বার, অনলআনের কপি সহ আরো বিভিন্ন সুবিধা নিতে পারেন যা আপনি যদি একজন নতুন বা বিগেনার ফ্রি ল্যান্সার হতে চেষ্টা করেন তাহলে আপনাকে অনেক সহায়তা করবে। আপনি আপনার অনলাইনের আবেদনের কপি দিয়ে বিভিন্ন মার্কেটপ্লেসে ভেরিফায়েড হতে পারবেন কারন নতুন করে ৭০ লাখ ভোটার বাংলাদেশের জাতীয় ডাটাবেজে আছে এবং তা বিভিন্ন ওয়েবসাইটের ভেরিফিকেশনের ক্ষেত্রে সহজ কাজ দেবে। 

পুরো সংবাদ এবং তার ডিটইলসটা আপনি এখানে পাবেন: 

Keywordtool io. Google, Bing, Youtube, Instagram, Twitter Keyword resear...

Monday, April 27, 2020

আপনার কাজের জন্য ওয়ার্ডপ্রেস থিম কিনুন থিমফরেষ্ট থেকে।

থিমফরেষ্ট মানেই হইতাছে থিমের কালেকশন। যারা ওয়েবসাইট ডিজাইনার বা যারা নতুন নতুন টেমপ্লেট খুজে সবসময় বা যারা নতুন নতুন থিম কিনে ওয়ার্ডপ্রেস ডিজাইন করে থাকেন তাদের কাছে ইভান্টো মার্কেটপ্লেস খুব জনপ্রিয় একটি নাম। আমি ওকয়েকদিন আগে একটি  থিম কিনালাম আমার ক্লায়েন্ট কে দিয়ে এবং সেটা এখন ডিজাইনিং এর কাজও চলতাছে। সো আপনার যদি মনে চায় আপনিও এখান তেকে থিম কিনে আপনি ডিজাইন করতে পারেন আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। 


Code. Video. Audio. Graphics. Photos. 3D Files. WordPress. Hosting. HTML. Marketing. CMS. eCommerce. Muse. UI Design. Plugin.  Logo Maker.

আপনার পারসোনাল কোন থিম থাকলে সেটা আপনি ইভান্টো মার্কেটপ্লেসে সেল ও করতে পারবেন। 
আপনার প্রয়োজনে যে সকল ওয়ার্ডপ্রেস থিম লাগবে তা ্আপনি এইখান থেকে কিনতে পারেন। 



Saturday, April 25, 2020

আপনি যদি একদম বিগিনার লেভেল এর ফ্রি ল্যান্সার হয়ে থাকেন তাহলে পুরোটা পড়বেন।

SEOClerks


একদম নতুন ফ্রি ল্যান্সার জগতেভ ভাবছেন কি করবেন? কোন কুল কিনারা বা হদিস পাইতাছেন না। কেউই আপনাকে টাকা ছাড়া সাহায্য করতাছে না। তাহলে আপনার দরকার একদম ফ্রি লেভেল এর রিসোর্স ব্যভহার করা। উপরে যে ভিীডও টা দেখতাছেন সেটা কোন পেইড ভিডিও কোর্স না। একদম ই ফ্রি এবং এই ীবডিওতে যে প্লেলিষ্ট আছে সেটা দেখলে আপনি একটা মার্কেটপ্লেসের ব্যাপারে এ টু ডেজ জানতে পারবেন। শতকরা ১০% ফ্রি ল্যান্সার আছে এখন যারা আপনাকে কোন ধরনের কোর্স  ফি ছাড়া বিনা মূল্যে সাহায্য করবে আর যার ফরে আপনি একেবারে নি”শর্ত ভাবে কাজ শুরু করতে পারবেন। শুধু ডিভাইস লাইক মোবাইল, প্যাড বা ল্যাপটপ বা কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের যে খরচ সেটা দিয়েই আপনি এখানে কাজ শুরু করে ডলার উপার্জন করতে পারবেন।



পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে এবং তারপরে আপনার যদি কোস প্রশ্ন থাকে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি আমার সাধ্যমতো ফ্রি আপনাকে সাহায্য করবো। 

এখানে রেজিষ্ট্রেশন করতে কি কোন টাকা বা ডলার লাগে? 
এই মার্কেটপ্লেসে রেজিষ্ট্রেশন করতে কোন টাকা বা ডলার লাগে না। আপনি একদম ফ্রি বা বিনামুল্যে রেজিষ্ট্রেশন করে আপনার পন্য বা প্রোডাক্ট বা সার্ভিস লিষ্টিং করতে পারেন। 

এখানে রেজিষ্ট্রেশন করে ভেরিফিকেশন করতে েকি কি লাগে? 
কোন ধরনের ভেরিফিকেশন করা ছাড়াই আপনি এখান থেকে উপার্জন শুরু করতে পারবেন এবং ডলার ও উইথড্র করতে পারবেন।অণ্যান্য মার্কেটেপ্লেসের মতো এখানে হাজারো ধরনের ভেরিফিকেশনের মাধ্যমে আপনাকে একাউন্ট ভেরিফিকেশন  করেই কাজ করতে হবে সেরকম না- এখানে আপনি একাউন্ট ভেরিফিকেশন ছাড়াও কাজ করতে পারবেন। তবে আপনি যদি আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশণ করে তাকেন তাহলে আপনি যে কোন ধরনের কুপন বা অন্যান্য ফ্যাসিলিটিজ বা প্রমোশনাল কোড থেকে বঞ্চিত হবেন। আর যদি এড্রেস ভেরিফিকেশন করে থাকেন- তাহলে আপনার প্রোফাইলে দেখাবে আপনি এড্রেস ভেরিফায়েড।



কি কি পেমেন্ট মেথড আছে এই মার্কেটপ্লেসে?
আপনি যে যে মেথডে এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবেন তা তা হইতাছে-
  • বিটকয়েন/ইথারিয়াম/লাইটকয়েন
  • পেপাল
  • ক্রেডিট কার্ডস
আর যে যে মেথডে এখান তেকে ডলার উইথড্র করতে পারবেন- 
আমাদের দেশের বাংলোদেশ ব্যাংকের সাথে এই মার্কেটপ্লেসের কোন সরাসরি যোগাযোগ নাই(কোন ধরনের সুইফট ট্রানজেকশন নাই)  । অন্যান্য মার্কেটপ্লেস থেকে আপনি সরাসরি উইথড্র করতে পারবেন বাংলাদেশ ভ্যাংকের প্রািইভেট ভ্যাংকগুলোতে, বিকাশ বা রকেটের মাধ্যমে। কিন্তু আমাদের দেশে ডলার হ্যাকার বা রিজার্ভ চুরি হবার কারনে আপনি যদি সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে লেনাদেনা করে থাকেন তাহলে আপনি সামাজিক বাবে লাঞ্চিত হবেন। কারন সাধঅরন মানুষ সহজেই আপনাকে সন্দেহ করে বসবে। কিন্তু এখাণে আপনি পেইওনিযার বা পেল্যুশন এর মাৈধ্যমে উইথড্র করার কারনে  আপনাকে কেউ সন্দেহ করবে না কারন আপনি আমেরিকান ব্যাংক পাইওনিয়ারের সাহায্য নিতাছেন। আর পেল্যুশন এই মার্কেটপ্লেসের মাধ্যমে আপনি সরাসর িআপনার উপার্জন বাংলাদেশ ব্যাংকের প্রাইভেট ব্যাংকগুলোতে নিয়ে আসতে পারবেন।


কি কি সুবিধা আছে এই মার্কেটপ্লেসে:
  • এখানে একাধারে আপনি প্রেডাক্ট সেল করতে পারবেন (ফিভারের মতোন)
  • এখানে আপনি নতুন জবের জন ্যআবেদন করতে পারবেন (আপওয়ার্ক, ফ্রি ল্যান্সারের মতোন)
  • এখানে আপনি ট্রেড সেকশানের সাহায্য নিয়ে কাজ করতে পারবেন
  • এখানে আপনি বিশ্বের সেরা সরো সব ফ্রি ল্যান্সার দের সাহায্য পাবেন।
  • বিটকয়েনের মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারবেন
  • একবার রেজিষ্ট্রেশন করে ৮টি মার্কেটপ্লেসের সুবিদা পাইতে পারেন।
  • আনলিমিটেড সার্ভিস লিষ্টিং করতে পারেন - কোন লিমিটেশন নাই।
  • মার্কেটপ্লেসের ভেতরে েএকজন আরকেজনকে ফলো করতে পারবেন।
  • যে কাউকে কাষ্টম অর্ডার মেক করতে পারবেন।
  • এফিলিঢেট মার্কেটিং এর সুবিধা পাবেন। 
ইউটিউব ভিডিওটি দেখলে আপনার অল ক্লিয়ার হয়ে যাবে। মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক , শেযার, সাবস্ক্রাইভ করবেন। 

ফেসবুক: masudbcl
স্কাইপে: masudbcl
ইউটিউব:  masudbcl
ফোন: ০১৭৯৮৮৪২১৭০
SEOClerks

Sunday, April 12, 2020

SES . Search Engine Submission. Pingmylinks com.





#searchenginesubmission
#searchenginemarketing
#socialpingsubmission
#websitesubmission
#siteping
#pingyourwebsite