Translate

Tuesday, April 28, 2020

ময়মনসিংহ এলাকার কিছু লোকাল ভাষা?

হে এইনো গেছে কেইলাইগ্গা?- সে এখানে গেছে কেনো।
হেরে কইন যে হে েজানি এইহানে আর না আহে?- তারে বলবেন যে যেনো এখানে না আসে।
হের এইনো আওন লাগে কেল্লাগ্গা? -তার এখানে আসতে হয় কেনো?
হে কেডা? -সে কে?
হে কোনহান থেকে আইছে এইনো? -সে কোথা থেকে এখানে এসেছে।
এইডা কি হের জমি? -এইটা কি তার জমি।
হেরে কইয়েন হে যেনো এইহানো আর না আহে?- তারে বলবেন সে যেনো এখানে আর না আসে।
হের কি কাম এইনো?- এখানে তার কি কাম।
হে কিয়ের লাইগ্যা আইছেএইনো?- সে কিসের জন্য এসছে এখানে।
হের কল্লাডা কাইটালবাম?- তার গলাটা কাইটা ফালাইবো।
হেরে যেনো আর না দেহি?- তারে যেনো আর না দেখি।
হের বাড়ি কেই?- তার বাড়ি কই।
হে কেডা এইহানো?- সে কে এখানে?
হেরে কইন যে হে যেনো এইহানে আর না থাকে? - তার বলবেন সে যেনো এইখানে আর না থাকে।
হেরে কইন এইনথন যাইবার গার লাইগ্গা?- তারে বলবেন সে যেনো এখান থেকে চলে যায়।
হের লােইগ্যা আর ভালা লাগে না?- তার জন্য আর ভালো লাগে না।
হেরা তো ময়মনসিংহের ভাষা কয় দেখলাম? - তারা তো ময়মনসিংহের ভাষা বলে দেখলাম।

ময়মনসিংহের ভাষা এতোই জটিল যে আপনি ভালেঅ করে না শুনলে বা আপনি দীর্ঘদিন এইখানে বসবাস না করলে কিছু বুঝবেন না।

No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl