ইউটিউব ভিউজ ৫০০০০ হবার কারনে আমাকে আজকে কনগ্রাচুলেটস করলো বিডকিউ। আপনার যদি কোন চ্যানেল থাকে এবং আপনি যদি বিডকিউ ব্যবহার করেন তাহলে বিডকিউ বিভিন্ন সময়ে আপনাকে উইশ করবে যেনো ্আপনি বেশী করে ইউটিউব মনিটাইজ করেন বা ব্যভহার করেন। বাংলাদেশের সবাই মনে করে- একমাত্র ইউটিউব মনিটাইজেশনের মাধ্যমেই বুঝি উপার্জন করা যায়। কিন্তু ব্যাপারটা সত্য না। ইউটিউব মনিটাইজেশন ছাড়াও আরো অনেক অনেক ধরনের উপায় আছে যা দিয়ে আপনি সঠিক ভাবে উপার্জন করতে পারবেন। যেমন ধরেন এফিলিয়েট মার্কেটিং।
আমার চ্যানেলটা এখন পর্যন্ত একটা এফিলিয়েট চ্যানেল বা এফিলিয়েট মার্কেটিং চ্যানেল। এফিলিয়েট মার্কেটিং বলতে আমরা বুঝি আপনি বিশ্বের যে কোন এফিলিয়েট মার্কেটিং প্রোডাক্ট কে সিলেক্ট করবেন তারপরে সেটা কে িনয়ে আপনি ইউটিউব ভিডিও মেক করবেন। এক্ষেত্রে বাংলাদেশের মানুষের প্রথম পছন্দ এমাজন এফিলিয়েট মার্কে টিং। আপনি যে কোন একটি ব্লগ মেক করে সেখানে কিচু অর্গানিক ট্রাফিক মেক করে এমাজনের এফিলেয়েশন নিয়ে আপনি ইউটিউব ভিডিও তৈরী করতে পারবেন এবং সেখানে আপনি এফিলিয়েট লিংক সেট করে দিলে এবং সঠিক কি ওয়ার্ড চয়েজ করে দিলে সেটি আপনার ভিডিও তে প্রচুর পরিমানে ভিউয়ার আনবে এবং আপনি সহজেই্এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। এখানে ব্লগস্পট তৈরী কার একদম ফ্রি, এমাজনের এফিলিয়েশন নেয়া একদম ফ্রি এবং একই সাথে ইউটিউব চ্যানেল তৈরী করা একদমই ফ্রি। সো আপনি একদম বিনামুল্যে ইউটিউবে এফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন।
তৈরী করেন ফ্রি ব্লগস্পট। ব্লগার ডট কম যে কোন একটা বিষয় নিয়ে লেখালেখি করবেন এবং কিছুদিন পরে আপনি এমাজন এফিলিয়েট মার্কেটিং এর জন্য আবেদন করবেন আপনার ব্লগস্পট ব্যবহার করে। যদি কোথাও আটকে যান তাহলে স্কাইপে তে কন্ট্রাক্ট করবেন: skype: masudbcl.
এখানে আমার চ্যানেল ভিউজ এর ডিটেিইলস। আমি মাত্র কিচুদিন আগে থেকে কাজ শুরু করেছি এবং এখান থেকে আমি আমার ওয়েবসাইটে ভিজিটর ট্রান্সফার কির যারা আমার মার্কেটপ্লেস এফিলিয়েট ষ্টোরে প্রবেশ করে এবং সাইন আপ করে কাজ করে এবং উপার্জন করে অথবা প্রোডাক্ট কেনা বেচা করে। টোটাল ৫০০০০ ভিউজ এর জন্য আমাকে আজকে কনগ্রাচুলেটস জানায় বিডকিউ এবং নীচে ইমেজে আমার টোটাল ভিউজ ডিটেইলস দেয়া আছে।
ইউটিউব থেকে ৭/১০ টি উপায়ে উপার্জন করা যায় যার ডিটেইলস নিয়ে পরে আরেকদিন আলোচনা করবো এবং কিভাবে আপনি ব্লগস্পট ব্যবহার এমাজন এফিলিয়েট প্রোগ্রামিং এর জন্য আবেদন করবেন এবং সেই এফিলিয়েট প্রোগ্রামিং প্রোডাক্ট কে কিভাবে ইউটিউবে ভিডিও আকারে ছাড়বেন এবং কিভাবে অর্গানিক ভিজিটর তৈরী করে প্রোডাক্ট সেল করবেন তা আরো একদিন আলোচনা করবো। সে জণ্য আপনাকে ব্লগের সাথে কানেক্টেড তাকতে হবে বা আমার ইউটিউব চ্যানেলে সাবস করে তাকলে আপডেট পাবেন।
No comments:
Post a Comment
Thanks for your comment. After review it will be publish on our website.
#masudbcl