অনেকেই ঘরে বসে আছে এখন। হাতে বিস্তর সময়। বয়স ও ১৮ পার হয়ে গেছে। তাদের জন্য এখন একটা পারফেক্ট সুযোগ এনআইডি কার্ডের ফরম টা ফিল আপ করে ফেলা। এনআইড কার্ড ছাড়া এখণ আর তেমন কোন কাজ হয় না। বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে চাকুরী- বাকুরী, পাসপোর্ট তৈরী করা,
ব্যাংকে টাকা জমা দেয়া, যে কোন ধরনের নাগরিক ফ্যাসিলিটিজ নিতে গেলে আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের অধিকারী হতে হবে। নয়তো আপনি অনেক ঝামেলায় পড়ে যাইতে পারেন। এক ধরনের মানুষ ছাড়া বাকি সবাইকেই জাতীয় পরিচয়পত্র দেয়া হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামুল্যে। আমাদের ময়মনসিংহ শহরের প্রত্যেকের স্মার্ট কার্ড আছে। বিয়ে শাদী করতে গেলেও এখণ আপনাকে এনআইড কার্ড থাকতে হবে। কয়েকদিন আগে প্রখ্যাত ফ্যাশণ মডেল লাক্স চ্যানেল আই সুপারষ্টার মুমতাহেনা টয়া এবং তার বর শাওনের বিয়ের ইউটিউব ভিডিওতে দেখা গেছে ভ্যাপারটা- কাজী সাহেব স্মার্ট কার্ড থেকে কাবিনানামাতে এনআইডি কার্ড নাম্বার তুলতাছে- ব্যাপারটা প্রশংসনীয়। এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি মাঝে মাঝে - সারা দেশে সমস্ত শপিং মলগুলোতে কোন সিকিউরিটি গার্ড নাই- আপনি আপনার ফিংগারপ্রিন্ট ব্যবহার করে শপিং মলে ঢুকেছেন এবং সারা দেশের দরকারি অনেক জায়গাতে আপনি ফিংগারপ্রিন্ট ব্যবহার করে ঢুকেছেন- তারপরে অটোমেটিক রোবট ক্যামরো বা সিসিটিভি আপনাকে সব সময় রেকর্ড করতাছে।
এখন জাতীয় নির্বাচন কমিশন সচিবালয় এ বছর ২ মার্চ শেষ হওয়া ভোটারের এনআইডি কার্ড নাম্বার, অনলআনের কপি সহ আরো বিভিন্ন সুবিধা নিতে পারেন যা আপনি যদি একজন নতুন বা বিগেনার ফ্রি ল্যান্সার হতে চেষ্টা করেন তাহলে আপনাকে অনেক সহায়তা করবে। আপনি আপনার অনলাইনের আবেদনের কপি দিয়ে বিভিন্ন মার্কেটপ্লেসে ভেরিফায়েড হতে পারবেন কারন নতুন করে ৭০ লাখ ভোটার বাংলাদেশের জাতীয় ডাটাবেজে আছে এবং তা বিভিন্ন ওয়েবসাইটের ভেরিফিকেশনের ক্ষেত্রে সহজ কাজ দেবে।
পুরো সংবাদ এবং তার ডিটইলসটা আপনি এখানে পাবেন:
No comments:
Post a Comment
Thanks for your comment. After review it will be publish on our website.
#masudbcl