বিশ্বে অনেক ধরনের মার্কেটপ্লেস আছে। মার্কেটপ্লেস শব্দ টা অনেকভাবে ব্যবহৃত হয়। আপনি যদি লোকাল এলাকাতে স্থানীয় ভাবে কোন কিছু কেনাবেচা করেন তাহলে সেটাকে মার্কেটপ্লেস বলা হয়। আবার অনেক খানে আছে - অনলাইনে কেনাবেচা করা হয়- টোকেও মার্কেটপ্লেস বলা হয়। ।ামরা যারা অনলাইন থেকে ডলার উপার্জন করি তারা মার্কেটপ্লেস বলতে এক ধরনের ওয়েভসাইট কে বোঝায় যেখানে যারা বায়ার তারা কাজ দেয় এবং যারা ওয়ার্কার তারা কাজ করে। মার্কেটপ্লেস বলতে মূলত কেনাবেচাকেই বোঝানো হয়। যদি সেটা মার্কেটে হয় সেটাকে মার্কেটপ্লেস বলে আর যদি সেটা অনলাইনে হয় তবে সেটাকে অনলা্ইন মার্কেটপ্লেস বলা হয়।
মার্কেটপ্লেস থেকে আপনি যে ডলার টা উপার্জন করেন সেটাকে মার্কেটপ্লেস মানি বলে। এই মানিটা বায়ার বা ক্লায়েন্ট মার্কেটপ্লেসের জন্য নির্ধারিত উপায়ে যোগ করে। যেমন ক্রেডিট কার্ড, বা পেপাল বা পাইওনিয়ার বা অন্য কোন ইমেইল মানি লেণাদেনা সিষ্টেমে।
আপনি যদি মার্কেটপ্লেসের একজন বায়ার হয়ে থাকেন তাহলে আপনি আপনার কাজের জন্য প্রয়োজনে আউটসোর্সিং করতাছেন। আর আপনি যদি কাউকে হায়ার করে তাকেন তখন তাকে ফ্রি ল্যান্সার বলা হয়। ফ্রি ল্যান্সার রা অনলাইন মার্কেটপ্লেসে নিজের মেধা, অভিজ্ঞতা শেয়ার করে থাকে। তার জন্য ক্লায়েন্ট বা বায়ার তোকে পেমেন্ট করে থাকে। যখন কোন ক্লায়েন্ট মার্কেটপ্লেসে কোন সেলারের বা ফ্রি ল্যান্সারের কাজে খুশী হয়ে তাকে পেমেন্ট করে তখন তাকে মার্কেটপ্লেসে উপার্জন বলে। যেহেতু মার্কেটপ্লেসে বৈধ উপায়ে ডলার উত্তোলন করা হয়ে থাকে এবং তা মার্কেটপ্লেসে মালিকরে % শেষে ফ্রি ল্যান্সারের হাতে এস জমা হয় তখন তাকে আমরা উপার্জন বলে থাকি। সাধারনত বলা যায়- যে যতো ভালো কাজ জানে সে ততো ভালো উপার্জন করতে পারে।
মার্কেটপ্লেসে জমে থাকা অর্থ আপনি যখন আপনার ব্যাংক বা ওয়ালেটে নিয়ে আসবেন উইথড্র প্রসেসে তখন সেটাকে আপনার রিয়েল বা ক্যাশ মানি বলা হবে।
No comments:
Post a Comment
Thanks for your comment. After review it will be publish on our website.
#masudbcl