Translate

Friday, May 8, 2020

Daily Motion- পৃথিবীতে আরো একটি ভালো ভিডিও নেটওয়ার্ক

Daily Motion কে যতোদিন ধরে চিনি বা দেখি- দেখেছি অনেক স্মার্ট, সুন্দর বা বিখ্যাত লোকজন Daily Motion ব্যবহার করে। তারা সাধারনত ইউটিউব কে এভয়েড করে চলে । Daily Motion এর নিজস্ব মনিটাইজেশন সিষ্টেম আছে এবং জানা মোতাবেক ভালোই সেই মনিটাইজেশন সিষ্টেম। তাই আমার মতে বাংলাদেশে যারা ইউটিউব মনিটাইজেশন করতে যাইয়া ধরা খাইছেন তারা Daily Motion ব্যভহার করে দেখতে পারেন। যদি আপনার কন্টেন্ট ভালো হয় তাহলে আপনি সাফল্য পাইতেও  পারেন। আমাদের দেশের ইউটিউবার দেরকে দেখলাম অনলি ক্যামেরার সামনে প্যাচাল পারে- নিজেদেরকে মটিভেশনাল স্পিকার বলে চালিয়ে দিতে চায়। কিন্তু বাস্তবে ইউটিউবে মটিভেশনাল স্পিকার মেথড টা তেমন কাজের না। মানুষজন প্যাচাল দেখতে চায় না। প্যাচাল দেখার জন্য মানুষজন সেমিনারে যাতায়াত করে কিংবা প্রকাশ্য দিবালেঅকে যে কোন কানে প্যাচাল ষ্টার্ট করে দেয়। ইউটিউবে মূলত কোন কাজ দেখানোর জন্য যদি কোন ভিডিও এড করা হয় সেটা কাজে দেয় সকলের। যেমন ধরেন আপনার কোন টপিকস এ কথা বলতে ইচ্চা করতাছে ইউটিউব ভিীডওতে - তাহলে আপনি ম্যাক্সিমাম ৩০% টাইম নিতে পারেন নিজেকে দেখানোর জন্য বা ক্যামেররা সামনে দাড়িয়ে কথা বলতে। ক্যামেরার সমানে দাড়িয়ে কথা বললেই যে আপনি ডলার উপার্জন করতে পারবেন ব্যাপারটা সেরকম না। সেদিন এক ষ্টেটমেন্ট দেখলাম- ৩ মিলিয়ন ভিউজ এর জন্য আপনার উপার্জন দেখাইতাছে- ১.৯৫ ডলার। এইসব ক্ষেত্রে উপার্জন বাড়ানোর জন্য অনকে ধরনের টেকনিক অবলম্বন করতে হয়। আর সম্প্রতি তো বাংলাদেশ থেকে এ্ডসেন্স কানেক্টিভিটি ই প্রায় বন্ধ করে দিছে। দেশ পরিবর্তন করে এড দেখানো গেলেও একসময় সেটা সরকারের গোচরে আসবে এবং ব্যাপারটা একটা ঝামেলায় গড়াবে। সেই হিসাবে আগে থেকেই Daily Motion বা অন্য যেসকল ভিডিও নেটওয়ার্ক আছে ।


এখানে দেয়া আছে Daily Motion ওয়েবসাইটের হোম পেজ। ফিচারড ভিডিও গুলো এখানে দেখানো হয় সবসময়। 



আপনি যদি সেফ মনে করেন তাহলে এখঅন থেকে আপনি গুগল ডট কম বা ফেসবুক ডট কমের মাধ্যমে লগইন করতে পারেন। 



আর যদি আপনি লগ ইন করতে সেফ মনে না করেন তাহলে আপনি এখান থেকে সাইন আপ করতে পারেন। 
                                       

এখানে আপনি অনেক ধরনের ফিচার দেখতে পারবেন উপরে - সেগুলোতে ক্লিক করলে আপনি ক্যাটাগরি ওয়াইজ অনেক ভিডিও দেখতে পারবেন। 



আপনার যদি কোন ভিডিও বা পোফাইর ভালো লাগে তাহলে আপনি তাকে ফলো করে দেখতে পারেন। 


এডটু প্লেলিষ্টের মাধ্যমে  আপনি  Daily Motion অনেক ভিডিও এড করতে পারবেন। আপনি Daily Motion এ যে ভিডিও গুলো দেখতাছেন সেগুলোকে আপনি প্লেরিষ্ট করে সাজাইয়া  রাখতে পারেন যাতে আপনার পরবর্তীতে প্রয়োজনে আপনি সাজাইয়া রাখতে পারেন।



ভিডিও শেয়ার অপশন আছে যা দিয়ে আপনি টুইটার বা ফেসবুকে ভিডিও শেয়ার করতে পারবেন।

 

ওয়াচ লেটার অপশনের মাধ্যমে আপনি পরে আরো ভিডিও দেখতে পারেন। 


আপনি চাইলে যে কোন ভিডিও লাইক ও করতে পারেন।

ব্যবহার করে দেখতে পারেন ডেইল মোটন

No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl