কয়েকদিন আগে আমি একা একা বসে ভাবতেছিলাম যে- বাংলাদেশে একটা ভালো ফ্রি ল্যান্সার দের ফোরাম দরেকার । তারপরে দেখলাম একজন আমাকে ইমেইল সেন্ড করেছে একটা ফোরামে জয়েন করার জন্য। ফোরাম টা দেখে খুবই ভালো লাগলো- কারন এইটাতে অনেক এসইও করার অপশন আছে। আমার কাছে ভালো লেগেছে এবং আমি রেজিষ্ট্রেশন করে েএকটা পোষ্টিং ও দিয়েছি। কিছু এসইও বা যে কোন প্রশ্নের উত্তর ও দেয়া যায়।
এখানে ভিডিওতে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন যে- কিভাবে ওয়েবসাইটটাতে জয়েন করা যায় এবং আরো কিভাবে আপানর প্রোফাইলকে সাজাবেন এবং কিভাবে আর্টিকেল তৈরী করবেন বা পোষ্ট করবেন। এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো- যারা আছে তোরা কোয়ালিটি ইউজার। আপনি এখানে যে কোন বিষয়ে ডিটেইলস পোষ্টিং করতে পারেন যা দেখে অনেকেই উপকৃত হবেন। যারা একদম নির্দ্বিধায় আপনার কাছ থেকে উপকার পাবে এবং ফ্রি ল্যান্সিং শিখতে পারবে যার জন্য তাকে কোন টাকা খরচ করতে হবে না। উপরে েযইমেজ আছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি ওয়েভসাইটে ঢুকে যাবেন।
No comments:
Post a Comment
Thanks for your comment. After review it will be publish on our website.
#masudbcl