Translate

Wednesday, May 20, 2020

ফ্রি ল্যান্সার বাংলাদেশ ফেসবুক গ্রুপ



ফ্রি ল্যান্সার বাংলাদেশ একটা ফেসবুক গ্রুপ যার সাথে আমি গতবছর জুন থেকে জড়িত আছি মডারেটর এবং পেজ এডমিন হিসাবে। আমি যখন গ্রুপে জয়েণ করি তখন গ্রুপের মেম্বার সংখ্যা হয় - ৫০০০০ এর মতোন। এখন এই মুহুর্তে গ্রুপের মেম্বার সংখ্যা ১৬১৪০০। সারা দেশে থেকে প্রতিদিন অসংখ্য নিকুয়েষ্ট আসে গ্রুপে জয়েণ করার জন্য। আমরা ও সাদরে রিকুয়েষ্ট একেস্প্ট করি বা করে থাকি। তবে অবশ্যই বৈধ এবং ভালো ব্যবহারকারী হইতে হইবে। কয়েকটা মার্কেটপ্লেসের সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা হয়ে থাকে। যদি নতুন কেউ জয়েণ করে থাকে তারপরে নিয়মিত চোখ বুলায় তাহলে সে অনেক েঅনেক টেকনিক জানতে পারবে যা সে লাখ টাকা খরচ করেও  জানতে পারবে না কারন এখানে বসে একস্পার্ট রা একসাথে কাজ করে। নিজেদের মধ্যে কোন সমস্যা হলে স্ক্রিনশট শেয়ারের মাধ্যমে জেনে নেয়। 

এখানে ফ্রি জয়েণ করার পরে আপনাকে প্রথমেই যে ব্যাপারটাতে সাবধান থাকতে হবে তা হইতাছেে আপনার কাছে কেউ যদি ম্যাসেজ করে কেউ যদি কোর্স করার কথা বলে বা লোভণীয় কিছূ বলে টাকা দাবী করে বা চায় সেটা আপনাকে অতি অবশ্যই এভয়েড করতে হবে। যদি আপনি এভয়েড না করেন তাহলে ধরা খাবার চান্স থাকবে প্রায় ৯০%। সো এই ব্যাপারটা মনে রাখতে হবে। 

এখানে জয়েণ করার পরে আপনার যদি কোথাও কোন পেইড কোর্স করার ইচ্ছা থাকে- তাহলে আপনি নিজস্ব সিদ্বান্তে করে থাকবেন। কারন আমার কোথাও কোন খানে কোর্স করার জণ্য রেফার করি না। আমরা বলে থাকি যে- আপনি ইউটিউব ঘাটাঘাটি করে বিনামূল্যে এবং ফ্রি যতোটা রিসোর্স  পান ততোটাই ব্যভহার করবেন। প্রয়োজনে আপনি আপনার সম্পূর্ন মেধা ব্যবহার করে ইউটিউব েঅন্যাণ্য ভাষার রিসোর্স  ব্যবহার করবেন। ইংরেজী আপনার ভেতরে আছে আর একটু চেষ্টা করলে সেটা বের হয়ে আসবে। আর আপনি যদি ইংরেজেী তে সারা বিশ্বে অবস্থিত ইউটিউব টিউটোরিয়াল  বা ট্রেনিং গুলেঅ দেখেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। 

No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl