MOZ Toolbar- যারা এক্সপার্ট তাদের জন্য খুব পপুলার এবং ফেভারিট একটা টুলবার। এই মাসের প্রথম থেকে গুগল এডসেন্স রিলেটেড টুলবার সারা বিশ্ব থেকে তুলে নেয়া হয়েছে। এই MOZ Toolbar এর মাধ্যমে আপনি যে কোন ওয়েবসাইটের PA= Page Authority and DA= Domain Authority জানতে পারবেন। যা আপনার হোয়াইট হ্যাট এসইও তে টেকনিক তৈরী করতে বা পলিসি তৈরী করতে সাহায্য করবে। নীচের ভিডিওতে আপনি দেখতে পারবেন যে কিভাবে MOZ Toolbar খুজে বের করে গুগল ক্রোম এক্সটেনশণ এড করতে হয় বা কিভাবে সেটা ইনষ্টল করতে হয়। তারপরে আপনি ওয়ান ক্লিক মেথডে সবসময় MOZ Toolbar এর মাধ্যমে যে কোন ওয়েবসােইটের অনেক ডিটেইলস দেখতে পারবেন। এছাড়াও আপনি পারবেন যে কি করে এইটার আপগ্রেড ভারসন ব্যবহার করতে হয়।
#pageauthority
#domainauthority
#Toolbar
#chromeextension
#MOZToolbar
#installamoztoolbar
#downloadmoztoolbar
No comments:
Post a Comment
Thanks for your comment. After review it will be publish on our website.
#masudbcl