এমবেড কোড মানে এমন একটা কোড যা আপনি যে কোন ওয়েব কোড প্লেসে ব্যবহার করতে পারেন। একদম বেসিক এইচটিএমএল জানা না থাকলেও আপনি এইটা ব্যবহার করতে পারবেন। সাধারনত ব্লগ, ফোরাম, ওয়েবসাইট এই সব প্লেসে ব্যবহার করা যায় এমবেড কোড। ব্যানার, লোগো, অডিও, ভিডিও এগুলোর এমডেব কোড দেয়া থাকে অনেক ওয়েবসাইটে যা থেকে কোড সংগ্রহ করে আপনি যে কোন ওয়েবসাইট বা ব্লগে পেষ্টে করলে সেটা শো করবে। এ্খানে নীচে ইমেজ আকারে দেখানো হবে যে কি করে আপনি একটা ইউটিউব ভিডিও কে এমবেড করতে পারবেন।
প্রথমে ইউটিউব এ আসেন । লগইন না করলেও প্রবলেম নাই। মনে করেন আপনার কোন ভিডিও আছে এবং আপনি সেটা শেযার করবেন বা আপনার কোন ভিডিও ভালো লেগেছে এবং সেটা আপ নি শেয়ার করবেন। তো সেটা প্রথমে ইউটিউব ঘেটে ঘেটে বের করেন।
আর আপনি যদি লগইন অবস্থায় কোড বের করতে চান তাহলে এইভাবে আপনার চ্যানেলটা দেখে নিন যে আপনি লগইন করা আছেন কিনা?
লগইন করা না থাকলেও আপনি আপনার ভিডিও সার্চ দিয়ে খুজে বের করে দেখতে পারেন।
অথবা উপরে কোন লিংক থেকে থাকলে ও কোড কালেকশন করতে পারেন।
তারপরে শেয়ার অপশনে ক্লিক করতে হবে যা প্রত্যেক ভিডিও এর নীচে আছে। তারপর অন্যন্য শেয়ার অপশনের আগে প্রথমে ই লেখা দেখবেন এমবেড লেখা আছে।
এমবেড এর আগে পরে গ্রেটার দ্যান এবং লেজার দ্যান চিহ্ন দেয়া থাকবে। সেখানে ক্লিক করলে কোড পাওয়া যাবে।
তারপরে এই কোড টা যদি পেষ্ট করে দেন তাহলেই আপনার ভিডিওটা শো করবে। যেমন দেখেন এই ভিডিও টা এখানে আমি এমবেড করবো। প্রথমে উপরে বাম দিকে দেখেন - এইচটিএমএল। সেখানে ক্লিক করলে েএকটা এইচটিএমল কোডিং অপশন আসবে সেখানে এমবেড কোড টা পেষ্ট করতে হবে।
No comments:
Post a Comment
Thanks for your comment. After review it will be publish on our website.
#masudbcl