Translate

Tuesday, June 2, 2020

এনাডেভ। যদি আপনার কন্টেন্ট থাকে আর মনিটাইজেশন করতে চান। গুগল মনিটাইজেশন এর টুকিটাকি।

এখনকার দিনে অনেকের জন্যই ব্লগ বা ওয়েবসাইটে মনিটাইজেশন পাওয়া একটু কঠিন হয়ে গেছে। এখন আর গুগল এডসেন্সে আবেদন করলেই সাথে সাথে মনিটাইজেশন পাওয়া যায় না। কিন্তু অনেকেই লেখালেখি করে থাকে মনিটাইজেশন পাবার জন্য বা কন্টেন্ট মনিটাইজেশন করে উপার্জন করার জন্য। প্রত্যেক মানুষের ভেতরেই আবেগ আছে আর মানুষ খুব সহজে আবগে প্রবন হয়ে উঠে। প্রত্যেক মানুষের মাঝেই কিছু না কিছু সাহিত্য কাজ করে থাকে। অনেক মানুষই লিখতে অনেক পছন্দ করে থাকে। প্রত্যেক মানুষের মাঝেই কিছু না কিছু সাহিত্য থাকে। জীবনে একটা কবিতা বা দু লাইন রচনা করে নাই্  এরকম মানুষ পৃথিবতে পাবেন না। কিন্ত আপনার মনের ভেতর থেকে আসা  যে লেখা সে লেখাকে বাংলার সাহিত্যাংগন মূল্যায়ন না করলেও  ইন্টারনেট সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করে থাকে- আর এই ধরনের প্রোগ্রামকে বলা হয় কন্টেন্ট মনিটাইজেশন। আমার ব্লগের আশে পাশে বা লেখার মাঝে গুগল ডট কম যে এড দেখায় বা পন্য শো করে বা প্রদর্শন করে তাকেই এখানে কন্টেন্ট মটিাইজেশন বলা হইতাছে। কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে বাংলাদেশে অনেকেই ভালো উপার্জন করতাছে। আমার খুব শখ কন্টেন্ট মনিটাইজেশন করা এবং ইদানীং চেষ্টা করে যাইতাছি গুগলে এডসেন্সের মাধ্যমে। আশা করি সামনে পেমেন্ট তুলতে পারবো। 

এ ধরনের অনেক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম আছে সারা বিশ্বে। তার মধ্যে ইদানীংকালে একটা প্রোগ্রাম আমার কাছে অনেক সহজ লাগলো। কিন্তু অথেনটিকেশন যাচাই করে নেয়া ভালো। আমি কন্টেন্ট মনিটাইজেশন কাজটা শেখার জন্য এই প্রোগ্রামটা রেফার করতাছি। কারন আমি নিজে এখান থেকে পেমেন্ট তুলি নাই। সো আমি কাউকে সিরিয়াসলি ব্যবহার করতে বলি না- কিন্তু আপনি কাজটা শিখে রাখতে পারেন। এই ওয়েবসাইটে আবেদন করে আনি একজন কন্টেন্ট মনিটাইজেশণ হতে পারেন। খুব সহজেই একটা ব্লগস্পট ওপেন করে আপনি সেটা লেখা শুরু করতে পারেন। একসময় সেটা আপনার পরিচিত মহলে পপুলার হয়ে উঠলেে আপনি ভালো ভিজিটর পাবেন আর যারা ভালো ভিজিটর আনতে পারবে তাদের ওয়েবসাইট ততো দ্রুত কন্টেন্ট মনিটাইজ হবে। 



আপনার মনে প্রশ্ন আসতে পারে যে- এতে যারা কন্টেন্ট মনিটাইজার কোম্পানী তাদের কি লাভ? আসলে যারা কন্টেন্ট কে মনিটাইজ করে তাদেরকে মনিটাইজার কোম্পানী বলে আর যারা কন্টেন্ট মনিটাইজেশন দেয় তাদের কন্টেন্ট মনিটাইজার কোম্পানী বলে। মনে করেন - আপনার ব্লগে প্রচুর পরিমান লেখা আসে এবং ভিজিটর ও আসে। একসময় সেটা কোয়ালিটি ভিজিটর এর কারনে যে কোন কন্টেন্ট মনিটাইজেশন কোম্পানীর কাছে এপ্রুবাল নিয়ে আসা সহজ হবে। তখন কন্টেন্ট মনিটাইজশেন কোম্পানী আপনার আবেদন এপ্রুরভাল করবে কারন আপনার কাছে ভিজিটর আছে। আর যারা কোয়ালিটি ভিজিটর তারা বেসিক্যালি খুব পরিস্কার ভিজিটর, সোশাল মিডিয়া প্রেজেন্স ভালো, গুগল ডট কম সার্চ ইন্জিন  থেকে এসেছে বা যে কোন সার্চ ইন্জিন থেকে এসেছে এবং আপনার ব্লগ ভিজিট করে গেছে। এখন যদি আপনার ভিজিটর থাকে সারা বিশ্ব থেকে- তখন গুগল ডট কম আপনার ব্লগ টাকে মূল্যায়ণ করবে অণ্য রকম ভাবে এবং এমন ধরনের পন্য বা প্রোডাক্ট শেষ করবে যাতে আপনার ব্লগরে ভিজিটর রা সেই পন্য টা কিনতে উৎসাহিত হয় বা সেই পন্যের ওয়েবসাইট টা দেখতে উৎসাহিত হয়। যখন একজন ভিজিটর একটা পন্য বা এড এর বিজ্ঞাপন দেখায় সেটাকে ইমপ্রেশন বলে। আগে দেখেছি এরকম ১০০০ ইমপ্রেশনের জন্য যে কোন কোম্পানী বা গুগল ডট কম ৩ ডলার করে দিতো। এখন যদি আপনার ব্লগে দিনে ১০০০ ভিজিটর থাকে এবং তাদের মধ্যে ১০০ জনও আপনার এড টা ভিজিট করে সেটাকে কন্টেন্ট ক্লিক করে। এই কন্টেন্টে ক্লিক করে যখন কেউ মিনিমাম ১০০ সেকেন্ট ভিজিট করে থকন গুগল ডট কম সেই কন্টেন্ট মনিটাইজারের নামে একটা এমাউন্ট করাদ্দ করে। সেটা হতে পারে কিছু সেন্টস বা কিছূ ডলার। এরকম কিছু কিছু সেন্টস আর ডলার মিলে যখন আপনার একাউন্টে ভালো ডলার জমা হয় তখন সেটা আপনি ব্যাংকে তুলে নিতে পারবেন। তাহলে ইমপ্রেশন এর পরে আসতাছে ক্লিক। আর ক্লিক করে যখন আপনার ব্লগ বা ওয়েভসাইটের ভিজিটর পণ্য প্রদর্শন কারী এড দেখে থাকবে সেটাকে বলা হইতাছে ভিজিটর। সো আপনার ব্লগের কন্টেন্টের মাঝে থাকা এড বা পাশে থাকা এড এ যতো বেশী ক্লিক পড়বে ততো আপনার একাউন্টে উপার্জন হবে। যে কোন মাসে আপনার উপার্জন যদি ১০০ ডলার ছাড়িয়ে যায় তাহলে আপনার ব্যাংকে ডলার টা আইসা জমা হবে তার আগে আপনাকে গুগল এডসেন্সে আবেদন করে আপনার ব্লগের জণ্য এপরুভাল নিতে হবে এবং আপনার ব্যাংক একা্উন্টও  এড করতে হবে।



তাহলে দেখেন গুগলের কন্টেন্ট মনিটাইজার হওয়া টা কতো সহজ। একদম ফ্রি তে একটা ব্লগ ওপেন করবেন। (http://www.blogger.com) তারপরে আপনি আনপার লেখা শুরু করবেন। এভাবে লিখতে লিখতে আপনি একসময় ভালো পপুলার হয়ে উঠবে। 


এই চিত্রে দেখবেন আপনি গুগল এর মিনটাইজেশন এর জন্য আবেদন করতে পারবেন আর্নিং অপশন থেকে। 

   

No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl