আমি ইন্টারনেটে কাজ করতে বসে অনকে ধরনের লোকের সাথে পরিচিয় হয়। সকলেই ফ্রি ল্যান্সার এবং আউটসোর্সিং এর প্রতি একটা তীব্র আগ্রহ ধরে থাকে। সকলেরই মনের ইচ্ছা থাকে ইন্টারনেট তেকে ভালো এাউন্টের ডলার/ইউরো/পাউন্ড উপার্জন করার। কিন্তু যে সকল বেসিক ব্যাপারগুলো অনুপস্থিত দেখি: সেগুলো ই বলতাছি:
১) ব্রাউজিং: কেউ কেউ আইসা বলে যে- আমি ব্রাউজ করতে পারি না। তখন হতভম্ব হয়ে যাইতে হয় যে একজন মানুষ ইন্টারনেট ব্যবহার করতাছে অথচ ব্রাউজ করতে পারে না। ব্রাউজ বা ব্রাউজার এর মেইন ব্যাপারটাই হইতাছে ইন্টারনেট ভিজিট করা, ওয়েবসাইট ভিজিট করা। যে কোন বন্ধুর যদি ওয়েবসাইট এড্রেস থাকে আর যদি বলে দোস্তা আমার ওয়েভসাইট টা একটু ভিীজট কর আর আপনি যদি সারাদিন বসে বসে ভাবেন যে কিভাবে ব্রাউজ করতে হয় তাহলে কতোটুকু লজ্জার বা শরমের কথা। সে জন্য আপনি দেখবেন আপনার মোবাইল/ট্যাব/ ল্যাপটপ বা ডেস্কটপে কি কি ব্রাউজার দেয়া আছে অটোমেটিক। যেমন দেয়া আছে- গগুল ক্রোম, ফায়ার ফক্স, অপেরা বা অপেরা মিনি বা সাফারি বা আরো নাম জানা বা না জানা ব্রাউজার। যেস সকল ব্রাউজারে আপনি যে কোন ওয়েবসাইট এড্রস লিখে ভিীজট করতে পারবেন। যদি আপনি ব্রাউজারে ওয়েবসাইট না দেখতে পারেন তাহলে আপনি ইন্টারনেটের অনেক কিছু মিস করবেন। ব্রাউজারে ওয়েবসাইট এড্রেস লেকার জন্য মিনিমাম আপনি domain name + dot extension এই দুইটা লিখতে হবে। যেমন দেখেন এই ব্লগের উপরে লেখো আছে- masudbcl.xyz. সেখানে আপনি আপনার ব্রাউজারে এই ডোমেইন নেম এবং এক্সটেনশন লিখবেন- তাহলেই আপনার ওয়েবসাইট চলে আসবে। আপনার মোবাইলে যতো সফটওয়্যার দেয়া আছে তা যদি আপনি গাটাগাটি করে দেখণ তাহলে আপনার মোবাইল বা কম্পিউটার কখনো নষ্ট হবে না। যে কোন ওয়েবসাইট আপনি দেখবেন বা শুনবেন তা আপনি প্রথমেই নিজে ব্রাউজ করে দেখবেন। মোবাইলে সবসশয় ইন্টারনেট ব্যবহার করলে আপনি দেখে নিবেন যে কোনটা আপনার বেশী ভালো লাগে- যে ব্রাউজার টা বেশী ভালো লাগে সেটাই আপনি ডাউনলোড করে নেবেন বা ওপেন করে ভিজিট করবেন।
২) সার্চিং: আপনি ইন্টারনেটে কাজ করতে বসে কোথাও কোন কিছু বুঝতে পারলেন না। ইন্টারনেটে যেটা নিয়ম সেটা হইতাছে- আপনি প্রথমেই যে সার্চ ইন্জিন আছে সেখানে সার্চ দিবেন। যে রকম আছে-
http://www.google.com
http://www.yahoo.com
http://www.live.com
আপনার যে সার্চ পেজ আছে সেটাতে কিছূ লিখে সার্চ করবেন। প্রথমেই আপনাকে এই দুইটা কাজ করতে হবে যে কোন সময়ে ইন্টারনেটে। আর আপনি যদি সার্চ করে ইন্টারনেটে কিছু না লিখেন তাহলে বা ব্রাউজ না করেন তাহলে জ্ঞানের চাহিদা পূরন হবে না। আপনাকে অতি অবশ্যই একজন ভালো সার্চার হতে হবে এবং ভালো ব্রাউজার হতে হবে।
No comments:
Post a Comment
Thanks for your comment. After review it will be publish on our website.
#masudbcl