Translate

Tuesday, July 7, 2020

এসএমএম প্যানেল কি এবং কিভাবে ব্যবহার করা হয়?



সোশাল মিডিয়া প্যানেলের মাধ্যমে আপনি প্রতিদিন ১ বিলিয়ন ইউটিউব ভিউজ নিতে পারবেন। যার দাম পড়বে অনলি ১ ডলার/ ১০০০ ভিউজ। হাজার হাজার সোশাল মিডিয়া প্যানেলে সার্ভিস আপনি কিনতে পারবেন আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে এবং আপনি সারা বিশ্বে সোশাল মিডিয়া মার্কেটের ব্যবসা করতে পারবেন। ওপেন সোর্স নেটওয়ার্কে প্রত্যেকটা সোশাল মিডিয়া প্লাটফর্মের এপিআই সেকসানের মাধ্যমে এই ব্যবসাটা পরিচালনা করে সোশাল মিডিয়া প্লাটফর্ম বা এপিআই প্রোগ্রামাররা। এইটা একটা স্বীকৃত ব্যবসা । আপনি যদি এসইও শিখে ফেলেন তাহলে তো আর এসইও প্রোগ্রামারদের দরকার লাগবে না। তেমনি সোশাল  মিডিয়া প্যানেলে কাজ পরিচালনা করা ফ্রি ল্যান্সার এবং মার্কেটপ্লেস ওয়ার্কারদের কাজ সেজন্য আমাদের দেশে  এই টেকনিকটা গোপন থাকে বা পরিচালনা করা হয় না। প্রতিনিয়ত নতুন নতুন প্যানেলের সন্ধান দেয়া আছে যে লিংকে- সেটা এইখানে দেয়া হয়েছে। নীচের ভিডিও গুলো যদি দেখেন তাহলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন যে- কিভাবে বিভিন্ন ধরনের সোশাল মিডিয়া প্যানেলের মাধ্যমে বিভিন্ন সোশাল মিডিয়া তে লাইক বা ফলোয়ার বা সাবস্ক্রাইভার এবং ইউটিউব ভিউজ এড করা হয় বা একইদিনে কোটি কোটি ভিউজ এড করা হয়। আপনি শুধুমাত্র ইউটিউব ষ্টুডিও গুগল এ্যাপ এনালাইসিস করে মাঝে মাঝে দেখতে পারবেন যে কোথা থেকে ভিউজ এড হইতাছে। তবে যেহেতু এপিআই ইউটিউব ডেভেলপারদের প্রোগ্রাম সেহেতু সেটা নাও দেখা যাইতে পারে গুগল ইউটিউব ষ্টুডিও এ্যাপে।

No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl