Translate

Thursday, July 30, 2020

আইএসের হামলার শঙ্কায় সতর্ক পুলিশ: বড় কিছু করার সক্ষমতা নেই- বলছে CTU.



করোনা পরিস্থিতিতে একান্ত প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়া বা বাহিরে না যাওয়াটা বড় সড় ক্ষতি এড়ানো সম্ভব- বাংলাদেশ পুলিশের সার্বক্ষনিক সতর্ক অবস্থা আশা করি আমাদেরকে যে কোন ধরনের বিপদের হাত থেকে বাচাবে। সমস্ত দেশের জেলা সদরেও ভালো সতকর্তা নেয়া প্রয়োজন। তাছাড়া যে সকল জায়গাগুলোতে গ্যাদারিং হতে পারে বা এই মুহুর্তে হইতাছে সে সকল জায়গা গুলো এভয়েড করা প্রয়োজন। করোনার কারনে ঈদে কেনাকাাট না করলে ভালো হয়। ঘরে থাকুন, সেইফে থাকুন। বাংলাদেশ মুসলিম দেশ- এইখানে ইসলামী চরমপন্থীরা আহামরি তেমন কোন ক্ষতি করতে পারবে না যদি আমরা সবাই সতর্ক থাকি। এইবারে ঈদের জামাতেও ঘরে থেকে পড়ার জন্য বা পুরিশ পাহারাতে স্বল্প আকারে মসজিদে পড়ার ব্যাপারে সতর্ক থাকা উচিত। শপিং মল গুলো এড়াইয়া চলা উচিত। কেনাকাটা পড়েও করা যাবে কিন্তু জীবনের সেফটি থাকা উচিত। যে কোন কানে ভীড় না করাটাই ভালো কারন যারা জংগী দেশ িবিরোধী তারা কয়েখজন কে একসাথে পেলেও আক্রমন করে তাদের সুবিধা আদায় করে নেবার চেষ্টা করবে। আফগানিস্তানের দিকে তাকালে দেখা যাবে তাদের হামালা গুলো ভয়ংকর টাইপের ই হয়। 


No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl