ক্লায়েন্টের ওয়েবসাইটে একটা বড় সড় কাজ করে দিতে হয়েছে বিগত ২৪ ঘন্টাতে। ভাবলাম কিভাবে শেয়ার করা যায় সবার সাথে? তাই রেগুলার ব্লগ লেখার কথা মাথাতে আসলো- ভাবলাম এক্সপেরিয়েন্স টা শেয়ার করি। কাজটা ছিলো - এমপ্লয়মেন্ট ফর্ম তৈরী। ওয়েবসাইটে যারা সাইট ভিীজট করবে তাার অনলাইনে ক্লায়েন্টের কাছে জবের জন্য আবেদন করবে। আমি অনেক আগে প্রোগাগ্রামিং শিখেছিলাম। ঘাটতে ঘাটতে অনকে কিছু চোখে ভাসতেছিলো। মনে মনে পুরাতন দিনের সমঋতিচারন করতেছিলাম প্রোগ্রামিং এবং আউটসোর্সিং রিলেটেড। অনেকের কাছেই ব্যাপারটা একেবারে পানির মতোই সহজ। আমি সচরাচর হোয়াইট হ্যাট এসইও নিয়ে কাজ করি । এডিশনালি সোশাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করি।ওয়ার্ডপ্রেস বেজড ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর কাজ শিখা আছে। আগে অনকে ওয়েভসাইট ডিজাইনিং এর কাজ করেছি। আর এখণ সেগুলেঅ ঝালাই করতাছি। এই এতো বছর পরে ওয়ার্ডপ্রেস ডিজাইনের কাজ করতে যাইয়া যা বুঝতে পারলাম WP Builder আগে যেমন সুন্দর ছিলো এখনো তেমন সুন্দর আছে যা ব্যবহার করে ইডিলি ওয়োর্ড প্রেস ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা যায় অনেকেই আবার দেখলাম নাল থিম ব্যবহার করে বা লাইসেন্স ছাড়া থিম ব্যবহার করে যেখানে হ্যাকারদের হ্যাকিং একেবারে সহজ হয়ে যায়। আবার অনেকেই ক্রাকড থিম ব্যবহার করে সেখানেও হ্যাকারা ইজিলি ঘুরে বেড়ায়। আপনি যখনি কোন ক্লায়েন্টের ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর কাজ করবেন আপনাকে অতি অবশ্যই ক্লায়েন্ট সিকিউরিটি এর ব্যাপারটা মাথাতে রাখতে হবে। যেনো কোন হ্যাকার আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হ্যাক না করতে পারে। যাই হোক এমপ্লয়মেন্ট ফরম বানাতে যাইয়া যে যে প্লাগইন গুলারে চেষ্টা করলাম তারমধ্যে রয়েছে -
সবগুলোর ভেতরে সবার শেষে Visual Form Builder দিয়ে কাজ করাতে ক্লায়েন্টের ডিমান্ড ফিলআপ হলো। ক্লায়েন্ট চাইতেছিলো এমন একটা সেট আপ যেখানে ক্লায়েন্টের ওয়েবসাইটে যে কেউ জব এপ্লিকেশন ফরম ফিলাপ করবে সে ফরম টা সম্পূর্ন করার পরে সেও একটা নোটিফিকেশন পাবে এবং ওয়েবসাইটের যে মালিক সেও একটা নোটিফিকেশন পাবে। আমার ইচ্ছা ছিলো ফ্রি একটা প্লাগইন ব্যবহার করে সমস্যাটার সমাধান করা। প্রথমে একটা ফরম মেক করে দিছি - We Forms দিয়ে ফরমটা মেক করার পরে যখন নতুন কেউ আইসা ফরম ফিলাপ করতাছে তখন আর ক্লায়েন্ট কোন নোটিফিকেশন পাইতেছিলো না। এপ্লাই অনলাইন দিয়েও চেষ্টা করলাম কিন্তু নোটিফিকেশন পাইতেছিলো না। ফলে আরো সার্চ করার প্রয়োজন পড়লো। ফাইনালি পাইয়া গেলাম ভিজ্যুয়াল ফরম বিল্ডার। অনেকক্ষন সময় নিয়ে যত্ন করে পুরো ফরম টা ফিলাম করে একটা টেক্সট ফরম পুরন করলাম এবং সেটা ইমেইল ইনবক্সে আসলো এবং বুঝলাম যে কাজটা সম্পূর্ন হয়েছে। ক্লায়েন্ট কেও আপডেট দিলাম। তো ফাইনালি ২৪ ঘন্টার ভেতরেই কাজটা করে ফেলাইতে পারলাম আর ভাবলাম যে একমনে চেষ্টা কররে এখনো কাজ করা সম্ভব।
No comments:
Post a Comment
Thanks for your comment. After review it will be publish on our website.
#masudbcl