Translate

Thursday, October 1, 2020

masudbcl.com ডোমেইন ফেরত পাওয়া। ডোমেইন রিডাইরেক্ট। এড অন ডোমেইন।

 সাধারনত রিডাইরেক্ট মানে হইতাছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার ইনষ্ট্রাকশন পাওয়া। যেমন: আপনি যদি আমার  masudbcl.com ডোমেইন টা লিখেন তাহলে আপনি masudbcl.xyz এ চলে যাবেন। আবার যদি masudbcl.blogspot.com লিখেন তাহলেও আপনি masudbcl.xyz এ চলে যাবেন বা সেটা ব্রাউজারে দেখতে পারবেন। এইভাবে একটি ডোমেইন লেখার পরে যদি আরেকটি ডোমেইনে আপনি কনভার্ট হোন সে ব্যাপারটাকে ডোমেইন রিডাইরেক্ট বলে। এই ডোমেইন রিডাইরেক্ট ব্যাপারটা আপনাকে ডোমেইন রেজিষ্ট্রেশন ওয়েব সাইট থেকে করতে হবে। নেইম চিপ ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করা থাকলে আপনি আপনার ওয়েবসাইট কে সহজেই রিডাইরেক্ট করতে পারবেন। প্রথমে ডোমেইন কেনার পরে আপনি আপনার ডোমেইন ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসবেন। তারপরে আপনি আপনার ডোমেইনের পাশে থাকা ম্যানেজে ক্লিক করবেন। তারপরে আপনি ডোমেইন রিডাইরেক্ট অপশন পাবেন। সেখানে আপনার যতোগুলো প্রটোকল নেয়া আছে ততোগুলো প্রটোকলকেই আপনি আপনার স্পেফিফিক ডোমেইনে রিডাইরেক্ট করে রাখতে পারবেন। নেইমচিপে ডোমেইনরে মালিকানাও পরিবর্তন করা যায়। একজন একটা ডোমেইনের মালিক হলে আরেকজন সেই ডোমেইনটার মালিকানা চাইলে তাকে মালিকানা পরিবর্তন করে দেয়া যাবে কিন্তু তার জন্য অপর সাইডে আরো একজন যে নির্দিষ্ট ডোমেইনের মালিকানা চাবে তাকে ও নেইমচিপের একাউন্টের মালিক হতে হবে। যদি দুই পক্ষের ই নেইমচিপের একাউন্ট থাকে তাহলে ডোমেইনের মালিকানা পরিবর্তন করতে পারবে।   






এড অন ডোমেইন: এড অন ডোমেইন একটি ফুললি ফাংশনাল ডোমেইন যা আপনার নিয়ন্ত্রন প্যানেল থেকে তৈরী করো যেতে পারে। এড অন ডোমেইনটি একটি নতুন ওয়েবসাইট যা আপনার একাউন্টে একটি নতুন ফোল্ডার তৈরী করে হোষ্ট করতে পারবেন যেখানে আপনি একটা নিয়ন্ত্রন প্যানেল থেকে আপনি কয়েকটা ডোমেইন হোষ্ট করতে পারবেন। এড অন ডোমেইন, সাব ডোমেইন এবং পার্ক ডোমেইন এই ৩ টার বিষয়ে ডিটেইলস জানতে পারেন এইখানে ক্লিক করে। 
  


No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl