হোয়াইট হ্যাট এসইও - অফ পেজ অপটিমাইজেশনের খুব বড়সড় কাজ ফোরাম পোষ্ট বা ফোরাম পোষ্ট রিপ্লাই। গতকালকের পোষ্টে দেখানো হয়েছে বা বলা হয়েছে ডিটেইলস : ফোরাম প্রোফাইল ব্যাকলিংক। এখন আপনি যদি খুব সন্দর করে ফোরাম প্রোফাইল ব্যাকলিংক বা সিগনেচার তৈরী করে থাকেন তাহলে আপনি ফোরামে রেজিষ্ট্রেশন করার কারনে বা ফোরামের মেম্বার হবার কারনে নতুন পোষ্ট দিতে পারবেন। নতুন পোষ্ট দেবার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে: ৯০% রিয়েল ফোরাম পোষ্টিং এর ভেতরে লিংক এড করতে দেয় না। কারন সারা বিশ্বে ইন্টারনেটের ওয়েবসাইটের যে ডাটাবেজ সেখানে স্পাম রেকর্ড হতে পারে। সেজন্য প্রথমেই কাউকে নতুন পোস্টের সাথে লিংক এড করতে দেয়া হয় না। ফোরামের এডমিন সেটা অফ করে রাখে। আপনি যখন ফোরামে পোষ্ট দিবেন তখন বাম দিকে আপনার ইউজার নাম টা দেখাবে। আর ইউজার নেমের সাথে যদি আপনার ফোরাম প্রোফাইলের ব্যাকলিংক করা থাকে তাহলে যে কেউ যারা ফোরামের কোয়ালিটি ইউজার তারা আপনার ইউজারনেমে ক্লিক করে সেটার ভেতরে ডুকে আপনার প্রোফাইল পেজের ভেতরে ঢুকে আপনার ডিটেইলস দেখে নিতে পারবে। আর পোষ্টিং এর জন্য আপনাকে অতি অবশ্যই ১৫০/৩০০/৫০০ শব্দের ভেতরে পোষ্টিং তৈরী করে নিতে হবে। রুলস : ১৫০ কি ওয়ার্ডে র মধ্যে একজন মানুষ একটি কি ওয়ার্ড একবারই ব্যবহার করতে পারবে। নীচের ছবিতে ক্লিক করে দেখেন- পৃথিবীর সেরা এফিলিয়েট মার্কেটারদের ফোরাম. সেখানে আপনি ফ্রিতে রেজিষ্ট্রেশন করতে পারবেন। আর আপনার কাছে যদি এমন কোন প্রোডাক্ট থাকে যা আপনি প্রমোট করতে চাইতাছেন বা আপনার কাছে যদি এমন কোন এফিলিয়েট প্রোডাক্ট থাকে তাহলে সেটা এইখানে প্রমোট করতে পারবেন। যারা এই পৃথিবীতে এফিলিয়েট মার্কেটিং এ এক্সপার্ট হতে চান বা সফল হতে চান তাদের জন্য খুব আদর্শ ফোরাম। এখান থেকে যে কোনো এফিলিয়েশন নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। যতোজন মেম্বার আছে ফোরামে প্রত্যেকের নিজস্ব এফিলিয়েশন প্রোগ্রাম আছে। যার এফিলিয়েশন প্রোগ্রাম আপনার ভালো লাগবে আপনি তারটা নিয়েই কাজ করতে পারবেন। এফিলিয়েশন এমন এক পদ্বতি যা ঘুমাইয়া থাকলেও আপনার একাউন্টে ডলার এড করবে।
কিভাবে একটি ফোরাম পোষ্ট তৈরী করবেন - কি ওয়ার্ড হাইপার লিংক করবেন- ইমেজ এড করবেন- ভিডিও এড করবেন তা নীচের ছবিগুলো দেখলে আপনি ক্রমান্বয়ে বুঝতে পারবেন।
- আপনি যে ফোরামে পোষ্টিং দিচ্ছেন সেটার পেজ র্যাংক কতো?
- আপনি যে ফোরামে পোষ্টিং দিতাছেন সেটা আপনার কন্টেন্ট এর সাথে কতোটুকু রিলেটেড?
- আপনি বৈধ বা অবৈধ কোন প্রোডাক্ট প্রমোশন করতাছেন কিনা?
- আপনার ফোরামে রেজিস্ট্রেশনের বয়স কতো? আপনি যদি মাত্রই রেজিস্ট্রেশন করে সাথে সাথেই কপি পেষ্ট শুরু করা দেন তাহলে আপনার প্রোফাইলের ক্ষতি হতে পারে। আপনাকে ব্যানড করে দিতে পারে।
- একাধারে ২০ টি ফোরামে অরিজিনাল সকল ইনফরমেশন দ্বারা রেজিস্ট্রেশন করার পরে যদি আপনি আবার নতুন করে এককটা ফোরামে পোষ্ট করা শুরু করেন তাহলেও আপনাকে ডিলেট করে দেয়া হতে পারে। আপনাকে অতি অবশ্যই ফোরামে একজন রিয়েল ইউজার হিসাবে আপনার উপস্থিতি টা থাকতে হবে।
- ফোরামে পোষ্টিং দেবার আগে আপনাকে অতি অবশ্যই রিলেটেড ক্যাটাগরি কিনা তা দেখতে হবে।
- ফোরামে পোষ্টিং দেবার আগে ফোরামে টি এ, ডি এ বা পি এ র্যাংকে পরীক্ষা করে দেখতে হবে।
- আপনার লেখাটা ১০০% ইউনিক কিনা? আপনার লেখা যদি ইউনিক না হয় তাহলে আপনাকে ফোরাম এডমিন স্পাম রেকর্ড করতে পারে বা ব্যানড করে দিতে পারে।
- ফোরামে ম্যাক্সিমাম চেষ্টা করবেন - ১৫০ শব্দের মধ্যে আপনার পোষ্টিং টা কমপ্লিট করতে।
- ফোরামের টাইটেল যেনো সর্ব্বোচ্চ ৫০ শব্দের মধ্যে হয়।
- যদি আপনাকে ২০-২৫ টা ফোরাম পোষ্টিং করতে হয় তাহলে আপনাকে ২০ টা টাইটেল এবং ২০ টা ডেসক্রিপশন আলাদা আলাদা ভাবে লিখে পোষ্টিং করতে হবে।
- একসাথে অনেকগুলো পোষ্টিং লিখে রেডী করতে গেলে অতি অবশ্যই প্রতিটা পোষ্টিং যেনো কি ওয়ার্ড রিসার্চ বেজড হয় সেটা খেয়াল করতে হবে।
- প্রতিটা টাইটেলের প্রথম দিকে একটা কি ওয়ার্ড রাখতে হবে।
- পোষ্টিং এর সাথে মিনিমাম ৫ টা কি ওয়ার্ড (ট্যাগ) এড করতে হবে। সেগুলো আগে থেকে রিসার্চ করতে হবে।
- যতো বেশী পরিমান পারলে প্রত্যেকটা পোষ্টিং এর সাথে ১টা করে আলাদা ইমেজে এড করতে হবে।
- যে প্রোডাক্ট টা প্রমোট করবেন সেই প্রোডাক্টের পেজ টা যেনো পাবলিক থাকে।
- ফোরামের কোন ক্লায়েন্ট/বায়ার যেনো আপনার উপরে কোনভাবে বিরক্ত না হয়।
- ফোরাম থেকে অনেক ডলার উপার্জন হয় সো ফোরামে একটিভ থাকার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে।
- ফোরাম পোষ্ট অফ পেজ অপটিমাইজেশনের খুব গুরুত্বপূর্ন একটি বিষয়।
- ফোরাম পোষ্টের মাধ্যমে আপনি আপনার প্রোফাইলের পপুলারিটি করতে পারবেন।
- আপনি আপনার পন্য কে সারা বিশ্ব ব্যাপী পপুলার করতে পারবেন।
- আপনি আপনার পন্যের পোষ্টিং এ আপনার পন্যের লিংক ব্যবহার করে আপনার পন্যের সেলস বাড়াতে পারবেন।
- আপনার পন্যের হোয়াইট হ্যাট এসইও র্যাংক বাড়াতে পারবেন।
- আপনার পন্যের ইমেজ এসইও করে সেটার ও র্যাংক বাড়াতে পারবেন।
- আপনার নিজস্ব কি ওয়ার্ড কে র্যাংক করতে পারবেন।
- একদম একুরেটলি যদি আপনি হোয়াইট হ্যাট এসইও এর সব নিয়ম পালন করে ফোরাম পোষ্ট করেন তাহলে আপনার ওয়েবসাইট বা কি ওয়ার্ড র্যাংক ধীরে ধরে বাড়বে।
- সার্চ ইন্জিনের রেজাল্ট পেজে আপনার ওয়েবসাইটের পজিশন বাড়বে। ধীরে ধীরে উপরের দিকে আসবে।
- সবসময় সব ফোরামে সমস্ত পোষ্টিং এর যদি আপনি সেই ৫ টি কি ওয়ার্ডস (ট্যাগ) ব্যবহার করেন তাহলে সেই কি ওয়ার্ড গুলোর উপর ভিত্তি করে আপনার ফোরাম পোষ্টিং টা বিশ্বের যে কোন দেশের যে কোন সার্চ ইন্জিনের রেজাল্ট পেজে প্রদর্শিত হতে পারে। সেখান থেকে আপনার সেলস বা লিডস যোগ হতে পারে।
- আপনার ওয়েবসাইটের পেজ র্যাংক, টি এ বা ডি এ বাড়তে পারে।
- আপনার ওয়েবসাইট অনেক পপুলার হতে পারে।
- আপনার ওয়েবসাইটের ট্রাফিক বা ভিজিটর ক্রমান্বয়ে বেড়ে সেটার ভ্যালূ বা প্রাইজ দিনে দিনে বাড়তে পারে।
No comments:
Post a Comment
Thanks for your comment. After review it will be publish on our website.
#masudbcl