এ বছর ফ্রি ল্যান্সার/আউটসোর্সিং/মার্কেটপ্লেস/ইন্টারনেট ব্যাংক জগতে অনেক বড় সড় একটি খবর বা চমক হয়েছে: ক্রিপ্টোকারেন্সী এর সাথে পেপালের সম্পর্ক। বিটকয়েণ পৃথিবীতে অনকে বড় সড় একটি ব্যাংকের সাথে কানেকশন খুজতেছিলো এবং পেপাল সেই চমকটা দেখালো। যেখানে পেপাল ক্রিপ্টোকারেন্সী কে এক্সপ্ট করেছে বা ফেসবুকও লিরা ক্রিপ্টোকারেন্সী আনার ঘোষনা দিয়েছে সেখানে সবাই অনেক অনেক খুশী- যারা ক্রিপ্টোকরেন্সাী নিয়ে কাজ করে। বাংলাদেশে ট্রান্সফারওয়াইজ, আডহোল্ড এবং আরো কিছু মেথডে ক্রিপ্টোকারেন্সী কে ডলারে এবং ডলার থেকে ক্যাশ করা যায়। অনেকেই করতাছে। আমি কখনো করি নাই ক্রিপ্টোকারেন্সী এর লেনাদেনা বা ব্যবসা। একটি এপিআই প্যানেলে ক্রিপ্টোকারেন্সী ডলার আপলোড করে দিয়েছিলো একবার এক ছোট ভাই। ৫০ ডলার= ৪০০০ টাকা। এমনিতেই পেপাল পারসোনাল সেকসানে এখনো বাংলাদেশ কে এপুরভ করে নাই এখনো বা পারসোনাল পার হেড আইপি না থাকার কারনে হয়তো দখো যায় না বা পেপালেল এপিআই বা বাংলাদেশের এপিআই যদি হ্যাক হয়ে থাকে তাহরে তাদের কান্ট্রি লিষ্টে বাংলাদেশ দেখাবে না বাংলাদেশের ভেতরে। কিন্তু যারা বাংলাদেশী দেশের বাহিরে থাকে বা বিভিন্ন দেশের নাগরিক সেই সকল দেশে দেখতে পারার কথা। এমনিতে পেপালের বিজনেস সেকসানে বাংলাদেশ কে এপুরভাল দেখায়। এখন যদি বাংলাদেশ ব্যাংক শূনে পেপালের সাথে ক্রিপ্টোকারেন্সী সম্পর্ক আছে তাহলে কি আমাদের ফ্রি ল্যান্সার দের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের সকল ব্যাংকের সাথে পেপালের সম্পর্ক কি ইষ্টাবলিশ হবে। বিটকয়েনরে দাম বা দর উঠানামা করে বিধায় বাংলাদেশ ব্যাংক বিটকয়েন কে এভয়েড করে কিন্তু প্রাইভেট ব্যাংকগুলোতে অনেক অনেক প্রকারের বিটকেয়নের ডলার লেনাদেনা করা যাইতাছে শুনেছি এমন কি বিকাশে বা মোবাইল ব্যাংকেরও আনা যাইতাছে।
(চলবে)
No comments:
Post a Comment
Thanks for your comment. After review it will be publish on our website.
#masudbcl