masudbcl is my popular username on internet. I am an affiliate of the world largest seo marketplace : seoclerks. I am a blogger, vlogger, youtuber and pigeon lover. Search Youtube: masudbcl. For my birds or pigeon channel, please search on Youtube: masudbcl pigeon loft or @whitepigeons.
Translate
Saturday, January 30, 2021
Friday, January 29, 2021
Thursday, January 28, 2021
ইউটিউবের ৩টি জিনিস : যা বাহিরে থেকে জানা যায় না।
- চ্যানেলটা কে কে সাবস্ক্রাইভ করতাছে বা করেছে।
- চ্যানেলে এর ভিডিওতে কে কে লাইক করেছে বা করতাছে।
- চ্যানেলের কোন ভিডিও যদি আপনি অন্য কোথাও শেয়ার করেন।
Wednesday, January 27, 2021
ইউটিউব মনিটাইজেশন নিয়ে কিছু কথা।
Monday, January 25, 2021
Saturday, January 23, 2021
Sellfastads classified post .Join Free. Post your ad or products. Select...
এডসেন্স এখন থেকে আর ইউটিউবের মেট্রিক্স দেখাবে না।
এডসেন্স এখন থেকে আর ইউটিউবের মেট্রিক্স দেখাবে না। ইউটিউবের মেট্রিক্স দেখতে হলে আপনাকে এখন তেকে ব্যবহার করতে হবে ইউটিউব এনালাইটিকস। বিস্তারিত আসতাছে।
Thursday, January 21, 2021
Wednesday, January 20, 2021
My youtube channel impressions are 500K nearly.
Tuesday, January 19, 2021
Monday, January 18, 2021
Compliments about my youtube channel. Search me on youtube: masudbcl.
সদ্য পাওয়া ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের উপর ভিত্তি করে একটি ফোরামে ডিসকাসন করে ২টি কমপ্লিমেন্টস পাইলাম। আমার এখনো কোন পারসোনাল ক্যামেরা নাই। বলতে পারেন কখনো শখই উঠে নাই যে একটি ক্যামেরা কিনবো আর সেখানে ভিডিও মেক করবো। একসময় নাটক বা খন্ড নাটক বা ট্রাভেল কাহিণী বানানোর জন্য বা রেকর্ড করার জন্য ভিডিও ক্যামেরা কেনার কথা ভেবেছিলাম পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত আর কেনা হয় নাই। তাছাড়া আমি যখন মুভি ক্যামরো কেনার চেষ্টা করেছি তখন একেকটি ক্যামেরার দাম ছিল প্রায় লাখ দুয়েক টাকা। আর এখন সেটা চলে এসেছে সাধ ও সাধ্যের ভেতরে। তবে চায়না মালের কোন ক্যামেরা আমি কিনবো না কখনোই। সে কথাই আলোচনা করতেছিলাম একটি ফোরামে: তখন ২/১ জন উত্তর দিলো যে: আপাতত আর ক্যামেরা কেনার দরকার নাই। তুমি তোমার এডসেন্সের উপার্জন দিয়ে ক্যামেরা কিনো। তো আমি বললাম যে: আমার তো ভিডিও সব স্ক্রিন রেকর্ডার দিয়ে করা। তো বললো যে কোন সমস্যা নাই: যেভাবে আছে করে যাও। পরে ক্যামেরা কিনতে পারবে। তো এইটা একটি কমপ্লিমেন্টস হয়ে গেলো আমার জন্য।
কোন কমপ্লিমেন্টস পাবো সেই লক্ষ্যে তো আর চ্যানেল তৈরী করি নাই তবে চ্যানেল বানানোর পরে কমপ্লিমেন্টস পাইলে অবশ্যই ভালো লাগবে। তো আমিও সেই রকম ই ফিল করলাম। তাছাড়া যার কাছ থেকে কমপ্লিমেন্টস পাইলাম তিনি একজন ইউরোপিয়ান ভদ্রলোক। আমার চ্যানেলে ভিজিট করে প্রায় অনেকেই বলেছে কি কি ডেভেলপ করা লাগবে। যখন বলেছি যে আমার পারসোনাল ক্যামেরা নাই তখন আর কিছু বলতাছে না: চুপ করে গেছে। এখন আপনি বলতে পারেন যে: আমি আমার চ্যানেলে ধারনা কোথা থেকে পাইলাম? তার ডিটেইলস বলতাছি নীচে।
আমি যখন এসইও রিলেটেড কাজ করি বায়ার বা ক্লায়েন্ট দের জন্য তখন আমাকে যে কোন কাজের জন্য ইন্টারনেটে সার্চ দিতে হয়। ইন্টারনেটে সার্চ দেবার জন্য প্রথম মাধ্যম হলো গুগল সার্চ ইন্জিন। গুগল সার্চ ইন্জিনে সার্চ দেবার পরে যে রেজাল্ট টা বের হয় সেটাকে গুগল সার্চ ইন্জিনের রেজাল্ট পেজের রেজাল্ট লিষ্ট বলা হয়। তো সেখানে কিছু ইউটিউব ভিডিও ও দেয়া থাকতো। ইউটিউব ভিডিও গুলো অডিও এবং ফেস দেখানো ছাড়া হতো। সেখানে শুধূ মিউজিক দেয়া থাকতো এবং নেক্সট এবং ইয়েস মেথডে যে কাজটা সার্চ দেয়া হতো সেই কাজটা দেয়া থাকতো বা এখনো দেয়া আছে। এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইভ করে রাখতাম আর মনের মধ্যে এমন একটা আশা কাজ করতো যে : একসময় আমারও এরকম একটা চ্যানেল হবে যেখানে শুধূ কাজ দেয়া থাকবে আর সেগুলো গুগল সার্চ করে কাজগুলো পাবে এবং সেগুলো তারা ভিজিট করবে এবং একসময় আমারো ভিডিগুলো র্যাংকে আসবে আর আমি মনিটাইজেশন পাবো। এখন আমি মনিটাইজেশন পেয়ে গেছি কিন্তু এখনো গুগলের র্যাংকে আসতে পারি নাই। তবে ইচ্ছা এবং চেষ্টা চলছে ।
Sunday, January 17, 2021
Friday, January 15, 2021
ইউটিউব মনিটাইজেশনের প্রথম ৭ দিন। ৩.৮৩ ডলার। ২২৬৯ ভিউজ।
Wednesday, January 13, 2021
Tuesday, January 12, 2021
একদম স্পেসিফিক্যালি জানেন কোন ভিডিও থেকে কতো উপার্জন করতাছেন ইউটিউবে?
শাহবাগ গনজাগরনের যেমন ইন্টারনেট গনজাগরন হিসাবে বিবেচিত আর সব ধরনের মানুষ একসাথে হয়ে সমস্বরে জয় বাংলা বলে রাজাকারদের ফাসি দিয়ে দিছে- সেরকম একটি ইউটিউব চ্যানেল আপনি যদি আপনার কম্যুনিটি থেকে তৈরী করেন আর সেখানে যদি সকল মানুষেল ভিডিও আপলোড থাকে বা কন্ট্রিবিউশন থাকে এবং সেখানে যদি ১০০ জনের ১০০ ধরনের ভিডিও আপলোড করা যায় আর আপনি যদি সেটা ডিষ্ট্রিবিউশন করেন তাহলে আপনার চ্যানলের ভিডিও গুলো পপুলার হবে। তাছাড়া আলাদা আলাদা ভিডিও লিংকের মাধ্যমে আপনি চাইলে সারা দেশে সে সকল ভিডিও পপুলার করতে পারবেন। উপরের প্রথম ছবিতে দেখলে বুঝতে পারবেন যে: একদিনের ৫ টি ভিডিও তে আমার উপার্জন দেখাইতাছে তেমনি একদিনে যদি আপনি ৫ জনের ভিডিও আপলোড করে দেন তাহলে ৫ জনের যে কম্যুনিটি সে বা তারা আপনার চ্যানেলে ঢু মারবে, আপনার চ্যানেল কে সাবস্ক্রাইভ করবে এবং সেই সাথে রিলেটেড আরো অন্যান্য ভিডিও গুলো দেখবে। ফলে আপনার চ্যানেলে ভিডিও ভিউজ বাড়বে এবং আপনার উপার্জনের হারও বেড়ে যাবে। তবে হ্যা যেহেতু ইন্টারনেটে লেনাদেনার বিয়ষ আর বাংলাদেশে তথ্য প্রযুক্তি আইন আছে সে ক্ষেত্রে আপনাকে অতি অবশ্যই যা করতে হবে বিড বা ডিড সেটা আইন মোতাবেক করতে হবে। তাছাড়া ইন্টারনেটে লেনাদেনার ক্ষেত্রে বাংলাদেশে ইকমার্স পেমেন্ট বা মার্চেন্ট পেমেন্ট সার্ভিস আছে সেটা ব্যবহার করতে হবে।
তাহলে আপনি যদি সকলের জন্য উদার হোন তাহলে বর্তমান বাংলাদেশে যারা মনিটাইজেশন দেবার কথা বলে সমানে বা দেদারসে হাজার হাজার কোটি টাকা হাতাইয়া নিতাছে তাদের ব্যবসা বা চিটিংবাজি বন্ধ হবে। হয়তো তারা এমন কোথাও অর্থ ইনভেস্ট করতোছে যা রাষ্ট্রের সাথে যাইতাছে না। বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে ব্যবহ্রত হইতাছে। মনিটােইজেশন দেবার কথা বলে ইউটিউব ইউজার কম্যুনিটি তৈরী করে আপনি ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির গুগল বা ইউটিউব কে ধোকা দিতে পারেন কিন্তু আপনি আপনরা কেয়ারিটির চেয়ে বেশী কখনো উপার্জন করতে পারবেন না। কারন তারা ঠিকই জানে যে আপনি ইন্টারনেটে কি কি শ্যাসেজ লেনাদেনা করতাছেণ। হয়তো উইজার পলিসির কথা বলে তারা বলে থাকতে পারে যে তারা কোন কিছু দেখে না বা দেখতাছে না। কিন্তু যেখানে সিকিউরিটি বা রিস্ক থ্রেড জেনারেট হইতাছে সেথানে তো আর তারা বলবে না যে কি করতাচে বা কি দেখতাছে? কি কি ভাবে বাংলাদেশে ইউটিউব মনিটাইজেশন আনার চেষ্টা চলতাচে বা হইতাছে:
- ফেসবুকে পেজ বা গ্ররপ তৈরী করে অর্থের বিনিময়ে ৪০০০ ঘন্টা এবং ১০০০ সাবস্ক্রাইভার এড করা হইতাছে যা মোটামুটি নীতিবরুদ্ব যদি ইউটিউব টের পায় তাহলে একসাথে সগুলো একাউন্ট ও ডিলেট করে দিতে পারে।
- একসাতে অপিরিচত দের নিয়ে কম্যুনিটি তৈরী করা হইতাছে এবং সেখানে ইউটিউব এর ভিডিও গুলো একজেন আরেকজনের টা দেখতাছে ফলে রিয়াল ইন্টারেষ্ট কাজ করতাছে না এবং ইউজার যথাযথ এড শো করাতে পারতাছে না বা রো ভ্যালুড এড শো করতাছে। এইখানে ভারবাল মার্কেটিং টা ওকে আছে কারন একজন আরেকজন কে দেখা হলে বলতে পারে যার যার চ্যানেলে ভিডিও গুলো দেখার কথা। কিন্তু কম্যুনিটি তৈরী করে ইনটেনশানলি এপুরভাল আনার ফরে সেই চ্যানেলগুলোর ব্যাপারে ফেসবুকে বা যে কোন সোশাল মিডিয়া র ডাটাবেজে রেকর্ড থেকে যাইতাছে।
- বাংলাদেশের ই কমার্স ওয়েবসাইট গুলোতে সরাকরি এড দিয়ে ৪০০০ ঘন্টা বিক্রি করার বিজ্ঞাপন দিয়ে রাখতাছে এবং সেখানে তারা টাকা পয়সা লেনাদেনা করতাছে যা একসময় ইউটিউবের নজরে যাবে আর প্রতি মূহুর্তের কুকিজ বিবেচনা বা এনালািইসিস করে সেগুলো একসময় ধরা খাবে এবং চ্যানেল গুলো ডিজাবলড হয়ে যাইতে পারে। এক কথায় সেগুলো অরিজিনাল রুলস না।
- অনেকগুলো চ্যানেরে দেখা যাইতাছে চ্যানেলে ইউজার এক দেশে লোকেশন আরেক দেম্ েপ্রত্যেখটা কম্পিউটারের ভিডিও রেকর্ডিং লোকেশন বা ডিভাইস লোকেশন আছে। আপনি যে দেশে আছেন আপনি যদি সব ক্ষেত্রে সেই দেশের লোকশেণ ব্যবহার না করেন বা আপনার যদি কোন ধরনের বিড বা ডিডে না থাকে বা আপনার যদি মার্কেটপ্লেস থেকে কোন ইউটিউব শ্যানেজারকে হায়ারিং নোটিফিকেশন না থাকে তাহরে সেগুলোও ডিলেট বা ডিজাবলড হয়ে যাবার সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে আপনি একটি অপার সম্বাবনা হারালেন।