Translate

Friday, January 1, 2021

ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন আহবান।






আপনি যখন ইউটিউব মনিটাইজেশনের জন্য এপ্রুভাল পাবেন তখন আপনার জিমেইলে এরকম একটি আবেদন করার আহবানপত্র আসবে। আমাদের দেশে যারা ইউটিউব মনিটাইজার - অনেককেই দেখলাম এই আবেদন পত্র আহবানের জন্য তেমন কোন অপেক্ষা করে না। কিন্তু এইখানে গুগল পিক্সেল এর একটা বিষয় আছে যেটা হয়তো আপনার আবেদনের অনেক কিছুকে  বা মনিটাইজেশন পাওয়াকে সহজ করে তুলতে পারে। যেমন: ধরেন আমাকে কেউ দাওয়াত দিলো না একটি প্রোগা্মে জয়েণ করার জন্য। আমার যোগ্যতা আছে প্রোগ্রামে যাওয়ার- আমি ইনভাইটশেন ছাড়াই প্রোগ্রামে জয়েণ করে ফেলাইলাম -তখন হোষ্ট আমাকে কতোটুকু ভ্যালু দিবে?  আমি এখনো আবেদন করি নাই। কারন মাঝে মাঝে দেখলাম কিছু ঘন্টা বা ওয়াচ টাইম করে যায় আবার মাঝে মাঝে বাড়ে- সেজন্য একটু সিকিওরড হয়ে পরে আবেদন করার ইচ্ছা। 


                            


গুগলের ইউটিউব মনিটাইজেশনের জন্য আপনাকে যে পদ্বতিগুলো অনুসরন করতে হবে: 
  • একদম রিয়েল জিমেইল আইডি।
  • একদম রিয়েল ইউটিউব একাউন্ট। (খেয়াল লাখতে হবে সব তথ্য যেনো একুরেট থাকে কারন অরিজিনালিটির কোন বিকল্প নাই।)
  • একদম অরিজিনাল বা রিয়েল কন্টেন্ট তৈরী করা। 
  • কোন ডুপ্লিকেট কন্টেন্ট তৈরী না করা। 
  • রিয়েল সাবস্ক্রাইভার অর্জন করা। 
  • ইউটিউব এসইও এপ্লাই করা। 



একটা বিষয় জেনে রাখা দরকার: কোন প্রোগ্রাম যখন গ্রসলি এপরুভাল (Grossly Approval)  দেয়া হয় তখন বুঝতে হবে যে সেই প্রোগ্রামটা ষ্টার্টার লেভেলে আছে। যেমন: ধরেন লাইফবয় সাবান নতুন এসেছে : রাস্তাতে দাড়িয়ে রিপ্রেজেন্টেটিভরা যারে পাইতাছে তারেই দিতাছে তখন মানুষজন বলবে সাবানে মনে হয় ঝামেলা আছে। অথচ সাবানে কোন ঝামেলা নাই। প্রোডাক্ট প্রমোশনের জন্য যারে পাইতাছে তারেই  গিফট দিতাছে। তেমন ইউটিউব মনিটাইজেশণ প্রোগ্রাম টা এখনো ধরতে গেলে ষ্টার্টার লেভেলে আছে। যে কোন পন্য প্রমোশনের মতো  এখানেও গনহারে আবদেন নেয়া হইতাছে এবং এইটা একটা সুযোগ নিজের নামে চ্যাণেল কে মনিটাইজেশন করে নেয়া। এই প্রোগ্রামের নাম : গুগলের ইউটিউব মনিটাইজেশন প্রোগ্রাম। এইখানে আপনি যা উপার্জন করবেন তার ৫০% ইউটিউব নিয়ে যাবে। আর আপনি যদি ব্লগ বা এডসেন্স মনিটাইজার হোন তাহলে আপনি পুরো ১০০% পাবেন। 







ইউটিউব মনিটােইজেশনের ক্ষেত্রে যেখানে ইউটিউব আপনার উপার্জনের ৫০% নিয়ে যাবে সেখানে আরো একটি প্রোগ্রাম আছে যেখানে আপনি ৬০% উপার্জন পাবেন আর এডভার্টাইজার ও বেশী।  সেই প্রোগামটার নাম ফ্রিডম মনিটাইজেশন। ২০১৩ সালে শুরু হওয়া এই কোম্পানী অলরেডী বিশ্ব ব্যাপী মনিটাইজার দের আবেদন পত্র গ্রহন করতাছে এবং সেই অনুপাতে পেমেন্ট ও দিতাছে। 








 

No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl