সদ্য পাওয়া ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের উপর ভিত্তি করে একটি ফোরামে ডিসকাসন করে ২টি কমপ্লিমেন্টস পাইলাম। আমার এখনো কোন পারসোনাল ক্যামেরা নাই। বলতে পারেন কখনো শখই উঠে নাই যে একটি ক্যামেরা কিনবো আর সেখানে ভিডিও মেক করবো। একসময় নাটক বা খন্ড নাটক বা ট্রাভেল কাহিণী বানানোর জন্য বা রেকর্ড করার জন্য ভিডিও ক্যামেরা কেনার কথা ভেবেছিলাম পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত আর কেনা হয় নাই। তাছাড়া আমি যখন মুভি ক্যামরো কেনার চেষ্টা করেছি তখন একেকটি ক্যামেরার দাম ছিল প্রায় লাখ দুয়েক টাকা। আর এখন সেটা চলে এসেছে সাধ ও সাধ্যের ভেতরে। তবে চায়না মালের কোন ক্যামেরা আমি কিনবো না কখনোই। সে কথাই আলোচনা করতেছিলাম একটি ফোরামে: তখন ২/১ জন উত্তর দিলো যে: আপাতত আর ক্যামেরা কেনার দরকার নাই। তুমি তোমার এডসেন্সের উপার্জন দিয়ে ক্যামেরা কিনো। তো আমি বললাম যে: আমার তো ভিডিও সব স্ক্রিন রেকর্ডার দিয়ে করা। তো বললো যে কোন সমস্যা নাই: যেভাবে আছে করে যাও। পরে ক্যামেরা কিনতে পারবে। তো এইটা একটি কমপ্লিমেন্টস হয়ে গেলো আমার জন্য।
কোন কমপ্লিমেন্টস পাবো সেই লক্ষ্যে তো আর চ্যানেল তৈরী করি নাই তবে চ্যানেল বানানোর পরে কমপ্লিমেন্টস পাইলে অবশ্যই ভালো লাগবে। তো আমিও সেই রকম ই ফিল করলাম। তাছাড়া যার কাছ থেকে কমপ্লিমেন্টস পাইলাম তিনি একজন ইউরোপিয়ান ভদ্রলোক। আমার চ্যানেলে ভিজিট করে প্রায় অনেকেই বলেছে কি কি ডেভেলপ করা লাগবে। যখন বলেছি যে আমার পারসোনাল ক্যামেরা নাই তখন আর কিছু বলতাছে না: চুপ করে গেছে। এখন আপনি বলতে পারেন যে: আমি আমার চ্যানেলে ধারনা কোথা থেকে পাইলাম? তার ডিটেইলস বলতাছি নীচে।
আমি যখন এসইও রিলেটেড কাজ করি বায়ার বা ক্লায়েন্ট দের জন্য তখন আমাকে যে কোন কাজের জন্য ইন্টারনেটে সার্চ দিতে হয়। ইন্টারনেটে সার্চ দেবার জন্য প্রথম মাধ্যম হলো গুগল সার্চ ইন্জিন। গুগল সার্চ ইন্জিনে সার্চ দেবার পরে যে রেজাল্ট টা বের হয় সেটাকে গুগল সার্চ ইন্জিনের রেজাল্ট পেজের রেজাল্ট লিষ্ট বলা হয়। তো সেখানে কিছু ইউটিউব ভিডিও ও দেয়া থাকতো। ইউটিউব ভিডিও গুলো অডিও এবং ফেস দেখানো ছাড়া হতো। সেখানে শুধূ মিউজিক দেয়া থাকতো এবং নেক্সট এবং ইয়েস মেথডে যে কাজটা সার্চ দেয়া হতো সেই কাজটা দেয়া থাকতো বা এখনো দেয়া আছে। এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইভ করে রাখতাম আর মনের মধ্যে এমন একটা আশা কাজ করতো যে : একসময় আমারও এরকম একটা চ্যানেল হবে যেখানে শুধূ কাজ দেয়া থাকবে আর সেগুলো গুগল সার্চ করে কাজগুলো পাবে এবং সেগুলো তারা ভিজিট করবে এবং একসময় আমারো ভিডিগুলো র্যাংকে আসবে আর আমি মনিটাইজেশন পাবো। এখন আমি মনিটাইজেশন পেয়ে গেছি কিন্তু এখনো গুগলের র্যাংকে আসতে পারি নাই। তবে ইচ্ছা এবং চেষ্টা চলছে ।
No comments:
Post a Comment
Thanks for your comment. After review it will be publish on our website.
#masudbcl