Translate

Sunday, February 28, 2021

ফরেন বডি দিয়ে নির্যাতন করা হয়েছিলো আনুশকাকে ! | CID | Somoy TV. বন্ধ হোক এই ধরনের বিকৃত যৌনাচার।

জীবনের প্রথম ইউটিউবের ভিডিওতে কমেন্ট করে এতো লাইক পাইলাম।

 ইউটিউবে যারা ভিডিও পাবলিশ করে তাদের  একটি চাওয়া থাকে যে : ভিডিওিগুলো সবাই দেখবে এবং সেখানে কমেন্ট ও করবে। কমেন্ট করার কারনে যে কেউ সেই কমেন্ট লাইক করতে পারে এবং রিপ্লাই ও করতে পারে বা ভালোবেসে হার্ট চিহ্ন ও প্রেস করতে পারে বা কমেন্টে ডিসলাইক ও করতে পারে। এর দ্বারা আসলে কমেন্ট পপুলার এরকম কিছু বুঝায় না। কারন কমেন্ট লাইক কিনতেও পাওয়া যায়। শুধূ সংখ্যার উপরে ভিত্তি করে আপনি কোন কিছুকে প্রাধান্য দিতে পারেন না কারন কারা কারা কমেন্ট লাইক করলো তা কিন্তু  প্রোফাইলে নোটিফিকেশন আকারে বোঝা যায় না। যেরকম বোঝা যায় না যে:  আপনার একটি ইউটিউব ভিডিও তে ঠিক কারা কারা ভিউজ করলো কারন সেটা ইউটিউব নোটিফিকেশন আকারে প্রোফাইল ধরে ধরে পাবলিশ করে না। তারা শুধু বলে দেয় যে: ভিডিওতে কতোগুলো ভিু্জ বা লাইক এসেচে। কারন লাইক বা ভিউজ নম্বর দিয়ে আপনি কোন কিছু বিচার করতে পারবেন না। যদি করেন তাহলে আপনি বড়ো সড়ো ভুল করলেন। 




আমার জীবনের প্রথম একটি ভিডিওতে কমেন্ট করে আমি প্রায় ৯২ টি লাইক পেয়েচি যা আমি কখনো পাই নাই। আপনি যদি উপরের ছবিতে ক্লিক করেন তাহলে আপনি সেই ভিডওতে যাইতে পারবেন।  যদিও ভিডিওটি একটি মেয়ের মারা যাবার কাহিণী আর এইখানে দু:খ ভারাক্রান্ত একজন পিতার আর্তনাদ দেখানো হয়েছে আর আমি তার সাথে সহমর্মিতা প্রকাশ করেছি। আমি ও এইখানে ন্যায়বিচার চেয়েছি একজন বাবার পক্ষ হয়ে। সেখানে লাইক এসেছে এবং অনেকেই রিপ্লাই ও করেছে। ব্যাপারটা আমাকে একটু সাহস দিয়েছে। প্রত্যেক বিল্ডিং এ বাড়ীওয়ালারা যদি তাদের ভাড়াটিয়ার সাথে চোট পাট দেখায় তাহলে এরকম অনেক অসংখ্য কাহিণী জন্ম হতে পারে। ইট বালু রড সিমেন্টের ফ্ল্যাট বা বাড়ী থেকে  মোনুসেল জীভনের দাম অনেক বেশী। বিল্ডিং এর যে আয়ুস্কাল তা কিন্তু মানুষ বসবাস করার কারন  কমে না: বিল্ডিং যতোদির টিকার ততোদিনই টিকবে। পেনডেমিক এর কারনে রাজধানী ঢাকা শহর থেকে অনেক লোককেই বাড়ী ছেড়ে চরে যাইতে হয়েছে। শুধূমাত্র গ্যাস পানি বিদ্যুৎ বিল পরিশোধ স্বাপেক্ষে প্রত্যেখ বাড়ীওয়ালার ই দরকার ছিলো ভাড়াটিয়া দের রেখে দেওয়া কারন ধীরে ধীরে পেনডেমিক শেষ হয়ে গেলে তারা তাদের বকেয়াটা পরিশোধ করতে পারতো আর বাড়ীওয়ারাদের সাথে ভাড়াটিয়াদের সম্পর্কটাও ভালো থাকতো। 



ভিডিও টি দেখে আপনাকেও কমেন্ট করে আপনার মতামত জানানোর জন্য অনুরোধ করা হলো। যে মেয়ে চলে গেছে সে নিশ্চয়ই আর ফেরত আসবে না কিন্তু এই ধরনের কাহিণী যেনো আর না হয় সেটা খেয়াল রাখঅ উচিত। পুলিশ ভাড়াটিয়া আইনের মাধ্যমে ঢাকা শহরের সমস্ত বাড়ীওয়ালা এবং ভাড়াটিয়া দের আইন মোতাবেক থাকা উচিত। 

নীচের ছবিতে দেখেণ : ইউটিউবের কমেন্ট লাইক কিনতেও পাওয়া যায়। সো ইউটিউবরে যে কোন ভিডিওতে কেউ কোন কমেন্ট করলো আর সেটা যদি হাজার হাজার লাইক জেনারেট করে তাহলে বুঝতে হবে যে: সেখানে কোন ডুপ্লিকেসিও থাকতে পারে। সেই ব্যাপারটা যেনো সমাজে প্রভাব বিস্তার না করে বা সেটা যেনো কোন মামলার রায় প্রকাশে প্রভাবান্বিত না করে : সেটা খেয়াল করা উচিত। 




হোয়াইট হ্যাট এসইও নিয়ে আমি নিয়মিত ইউটিউব ভিডিও বানাই। আপনার যদি ভালো লাগে বা সময় থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানিলটি ভিজিট করতে ভুলবেন না। যদি কোন ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করতেও ভুলবেন না। 














Saturday, February 27, 2021

#ওয়ার্ডপ্রেস ব্লগ বাংলা টিউটোরিয়াল: #wordpress blog #BanglaTutorial. মেথ...


#ওয়ার্ডপ্রেস
#ব্লগ
#ওয়ার্ডপ্রেসসাবডোমেইন
#ওয়ার্ডপ্রেসডোমেইন
#ওয়ার্ডপ্রেসহোষ্টিং
#ওয়ার্ডপ্রেসডিটেইলস

Friday, February 26, 2021

ইউটিউব: Every Views Take Care.

 আমি যখণ প্রথম ইউটিউব ব্যবহার করি ২০১১ সালে : তখণ আমার যে একাউন্ট টি ছিলো সেটা হ্যাক হয়ে গিয়েছিলো : masudbcl@gmail.com . এখণ আর সেই জিমেইল বা ইউটিউব একাউন্ট টি নাই। সেখানে প্রথম দিকে ইউটিউব  থেকে রিক্যুয়েষ্ট করতো একণকার সময়ের শর্টস বানানেরা জন্য এবং আপলোড দেবার জন্য। তখন সারা বিশ্বের ইউটিউবারদের সাথে কথা হতো। তারা অনেক কিছু বলে দিতো। তার মধ্যে একটি কথা তারা বলতো যা আমার মনে আজো গেথে আছে: Every Views Take Care. এখন আসেন দেখি Every Views Take Care বলতে আমরা সাধারনত কি বুঝি : 


  • আপনার চ্যানেল টি অবশ্যই ইনফরমেটিভ হবে যাতে যে কারনে ভিউয়ার রা আপনার চ্যানেলে আসবে সে যেনো আপনার চ্যানিল টি সাবস্ক্রাইভ করে। 
  • চ্যানেলের লোগো এবং প্রোফাইল ব্যানার ১০০% ইউনিক হতে হবে : সেটা আর কোথাও ব্যবেহার করতে পারবেন না। 
  • চ্যানেলের ভিডিওএর টাইঠের এ ফুল বিষয়টা শো করাতে হবে। ভিডিও এর সাথে যদি চ্যানেলের টাইটেলের মিল  না থাকে তাহলে আপনি মিসলিডিং খাইতে পারেন। 
  • চ্যানেলের ভিডিও তে যা যা আছে হুবুহু তা আপনি যতোটা পারেন ডেসক্রিপশনে উল্লেখ করবেন যেনো একজন মানুষ ভিডিও না দেখে বা ১/২ মিনিট দেখে বুঝতে পারে যে: আপনি ভিডিও টি কি নিয়ে বানিয়েছিন। কারন সব মানুষের সব সময় ভিডিও দেখার মতো এম বি থাকে না। 
  • আপনি যকো কম রেজ্যুলশন ব্যবহার করবেন আপনার চ্যানেলে মানুষ ততোবেশী সময় কাটাবে কারন একজন মানুষের এমবি খরচের দিকে আপনি যতো মনোযোগ দিবেন আপনার চ্যানেলে মানুষ ততো বেশী সময় কাটাবে। 
  • একজন ভিউয়ারকে একটি ভিডিও থেকে আরেকটি ভিডিও তে নিয়ে যাবার জন্য ভিডিও এর উপরে আই বাটন এবং শেষে কার্ড এ একদম রিলেটেড আরকেটি ভিডিও লিংক বা ছবি দিবেন তাতে আপনার ভিউয়ার পরবর্তী  ভিডিও দেখতে  ইন্টারেষ্টেড হবে। 
  • আপনার টোটাল ডিটেইলস দিবেন ভিডিও ডেসক্রিপশনে যাতে ভিউয়ার রা আপনার সাথে যোগাযোগ করতে পারে। মিনিমাম সোশাল মিডিয়া ইনফরমেশন দিবেন। 
  • রিলেটেড আরো ভিডিও থাকলে সেগুলো ডেসক্রিপশনে দিবেন বা দিয়ে রাখবেন। 
  • ভিডিওগুলো প্লেলিষ্ট আকারে রাখবেন। অনেকেই প্লেলিষ্ট আকারে ভিডিও দেখতে পছন্দ করে। আপনার চ্যানেলে যেই আসবে সেই আপনার প্লেলিষ্ট গুলো দেখবে। 
  • ভিডিও গুলোর চ্যানেল টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ গুলো অতি অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করবেন। 
  • ভিডিওগুলো সোশাল মিডিয়া তে শেয়ার করবেন। 
  • ভিডিওগুলো থাম্বনেইলে যেনো ইউনিক হয়। 
  • ভিডিওগুলো যেনো হ্যারাজমেন্ট বা বুলিং টা্ইপের না হয়। 
  • ভিডিওতে অতিরিক্ত এড ব্যবহার করবেন না (যেমন: এড ব্রেক)। প্রচুর পরিমান এড ব্রেক থাকলে আপনার ভিউয়ার রা আপনার উপরে বিরক্ত হবে। 
  • আপনার চ্যানেল সাবস্ক্রাইভ না করলেও আপনার ভিডিও গুলো যেনো দেখে সেই রকম করেই ভিডিও বানাতে হবে। 
  • চকচক করিলেই সোনা হয় না এরকম মেথডের ব্যবহার রাখতে হবে আপনার ভিডিওতে। 
  • চকচক থাম্বনেইল টাই মেইন না। সবচেয়ে মেইন হইতাছে টাইটেল এবং ডেসক্রিপশণ। পৃথিবীতে ইমেজ এইসও আছে শুধূ গুটি কয়েক কিন্তু পৃথিবীতে টক্সেট এসওি আছে প্রায় কোটির উপরে। যতো টেক্সট মেশিণ আছে সবই কিন্তু আপনার ইউটিউব ভিডিও এর টাইটটেল কে রিড করবে আপনার থাম্বনেইল বা ইমেজ কে না। 




Saturday, February 20, 2021

Youtube Channel Domain বলতে কি বোঝেন?

ইউটিউব চ্যানেল যে লিংকের মাধ্যমে খুজে পাওয়া যায় তাকে ইউটিউব চ্যানেল ডোমেইন বলে। এই লিংকটাকে অনেক সময় কাষ্টমাইজ করা যায়। যেমন : আমার চ্যানেল টি আমি আমার নিজের নাম দিয়ে কাষ্টমাইজ করে নিয়েছি : লিংকটি এরকম



এইখানে সবুজ রংয়ের যে দাগ সেটাকে আমি কাষ্টমাইজ করে রেখেছি। এরকম আরো একটি কোড অটোমেটিক আপনার চ্যানেল তৈরী করার সময় পাবেন। যেমন: 



তবে সবচেয়ে বেষ্ট যে উপায় তা হইতাছে: চ্যানেলে ইউজার নেম লিখে ইউটিউবের সার্চ
বাটনে সারচ দেয়া। এইখানে দেয়া আছে আমার চ্যানেল ইউজারনেম: masudbcl তো আপনি যদি সারচ দেন masudbcl লিখে তাহলে আপনি দেখতে পারবেন আমার চ্যানেল টা আপনার সামনে শো করতাছে। 






তো আশা করি বোঝা গেলো কোনটা ইউটিউবের চ্যানেল ডোমেইন লিংক। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে সব বাংলা ভিডিও যদি একসাতে দেখতে চান তাহলে নীচের প্লেলিষ্টে ক্লিক করে িএকটা একটা করে দেখতে হবে সবগুলো। 


















Wednesday, February 17, 2021

Which are the methods to increase youtube views?

 What are the methods to increase youtube views? 


Now a day youtubers use a term named: viral. But by my observation: there have no word by the name of viral on youtube dictionary. Youtube says that is popular. If you want to generate huge views to become popular than you have to follow 5 common things and some SEO factors. At first lets see the 5 factors : 

  • Intro : First minute or minutes of youtube video.                                   
  • Outro: Last minute or minutes of youtube video.                           
  • i button:  There have some button option to show the related and relevant videos on top within youtube videos.                                       
  • Thumbnail: first impression is the best impression.                                            
  • Card: Last impression or last 15 seconds on youtube video where you can add playlist, recent uploads and subscribe button   or link. 

I am new on youtube. I did joined with youtube monetization at 06th January 2021. Today is 17th February. Here is the custom  views of my channel up to today. 



Lets see the total views of my channel. The first video I have uploaded at January 2017. But now I am doing you tubing for the last 13 months.







Some SEO Factors which can change youtube video by my observation: 
  • Do not use duplicate content or copy paste content or edit content because every search engine likes the raw content.                     
  • Do not use the content which had used by another one on another videos.                                                                                                     
  • Do not spam your videos. Use the share button under the video.         
  • Use SEO keyword based title and description.                                 
  • Use important keywords or tags.                                                                     
  • Use accurate or exact location or keep it blank if you want to use hashtags under the video and top of the title.                                                           
  • Use sub title for different language peoples.

Search me on youtube: masudbcl






একটি #ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে কি কি জানা থাকা দরকার? #Wordpress Bas...


#ডোমেইন​ 

#domainbanglatutorial​

#domainseobanglatutorial

#hostingbanglatutorial​  

#ডোমেইননেইমসারভার​আলোচনা 

#domainnameserverbanglatutorial​

#ওয়ার্ডপ্রেসপ্লাগইন​ 

#wordpresspluginbanglatutorial  

#ওয়ার্ডপ্রেসথিম​ডাইরেক্টরি 

#Wordpressthemedirectorybanglatutorial

#ওয়ার্ডপ্রেসফ্রি​থিমস 

#wordpressfreethemesbanglatutorial

 #এসএসএল

#sslbanglatutorial

Monday, February 15, 2021

ইউটিউব কাষ্টম কমেন্টস বলতে কি বোঝেন?

 ইউটিউবে যারা ভিডিও তৈরী করে তারা প্রত্যেকেই জানে ইউটিউব ভিডিও কমেন্টস কি? আমাদের দেশের প্রচলিত সমাজে যখন কোন মেয়ে মানুষ একটু তার নিজের মতো করে কাপড় চোপড় পড়ে চলাফেরা করে তখন বাকা চোখে তাকানো বা তীর্যক মন্তব্য বা কমেন্টস করা লোকের অভাব পাবেন না। কারন সেটা তাদের দৃষ্টিভংগির বিষয়। ব্যাপারটা তারা সহজভাবে নিতে পারে না। তারা মনে করে পোশাকই সব কিছু। নারীকে নগ্ন দেখলে তাদের মাথা ঠিক থাকে না। নারীর নগ্নতার মাঝে যে সৌন্দর্য তা বোধ করা বা উপলব্দি করা : এইটা তাদের দ্বারা কখনো হবে না। এখণ আমি যদি পরিকিল্পত ভাবে একটি মেয়েকে সকলের সামনে একটু উগ্র (শরীরের বিভিন্ন অংশ খোলামেলা করে) পোশাকে উপস্থাপন করি তখন সকলের একই ধরনের কমেন্টস করবে। এই ব্যাপারটাকে কাষ্টম কমেন্টস বলে কারন এই ধরনের কমেন্টস আনার জন্যই আমি মেয়েটাকে আমার নিজস্ব টেকনিকে নগ্ন বা উগ্র আকারে শো করেছি। 



ইউটিউবে কাষ্টম কমেন্টস বলতে বোঝানো হয়: পরিকল্পিতভাবে যে কমেন্টস করা হয় সেটাকে। যেমন ধরেন বাংলাদেশের নাটক সিনেমা এবং টিভি চ্যানেলগুলোর ইউটিউবে গেলে দেখতে পারবেন যে: সেখানে একদল লোক ছদ্মবেশ ধারন করে নামে বা বেনামে সমানে কমন্টেস করে যাইতাছে যা অপ্রাসংগিক যা যেটা তাদের সাথে যায় না। আর এই ক্ষেত্রে সে তার অরিজিনাল নাম ঠিকানা ব্যবহার করতাছে না যাতে করে সেই ইউটিউব চ্যানেল সংশ্লিষ্ট কলা কৌশলিদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফালানো হয়। আর যারা এই ধরনের কাজ কারবার করতাছে তারা সেই কমেন্টস গুলোকে ডিলেট ও করতাছে না। ফলে নাটক সিনেমা বা সাংবাদিক বা সাংবাদিকতার সাথে জড়িত বা তাদের শুভানূধ্যায়ীদের মনে একটা সন্দেহ কাজ করতে পারে বা বিরাজ করতে পারে যে: তোদের চ্যানেলের অপ্রাসংগিক কমেন্টস গুলোকে ডিলেট করতাছস না কেনো? সেখানকার অপ্রাসংগিক কমেন্টসগুলোর সাথে কি তোদরে যোগাযোগ আছে? এইটা তো ভিডিও মেকার বা চ্যানেল অনারদের দ্বায়িত্ব অপ্রাসংগিক কমেন্টস গুলোকে ডিলেট করে দেয়া যাকে করে অডিয়েন্স নষ্ট না হয়। মনে করেন: কানাডার একটি ছেলে যে বাংলার ব্যাপারে জানতে ইন্টারনেষ্টেড বা তার বাবা মা বাংলাদেশী বা তার দাদা বা নানার বাড়ী বাংলাদেশ । এখন সে সবকিছু দেখে যে কোন একটা মিস  থিংকিং করতে পারে যার কারনে  পুরো কলা কৌশলি সবার একটা লস হয়ে গেলো। সেই ছেলেটা নিশ্চিত সেটা তার লোকাল কম্যুনিটি তে শেয়ার করবে আর তার লোকাল কম্যুনিটি বলবে যে দয়া করে সেই সকল বাংলা  ইউটিউব ভিডিও আর দেখবি না। সেই ছেলে আর বাংলা ভিডিও দেখতে আসবে না। ফলে ডাইরেক্টর তার অডিয়েন্স হারালো আর নাটকের কলা কৌশলি রা তার ইউটিউব মানি রিলেটেড ব্যবসা হারাইয়া ফেলাইলো। তাহলে দেখা যাইতাচে এইটা চ্যানেল মালিকের একটা গাফিলতি। এছাড়া আর কিছু না। 








উপরের এই ছবিটা দেখেন যেখানে থেকে আপনি কমেন্টস মেক করতে পারবেন - এইখানে যদি আপনি ইউজার দিয়ে পয়েন্টস আরন করে সেখানে ইউটিউব ভিডিও লিংক দেন কমেন্টস আনার জন্য তাহলে আপনি দেখবেন সেখানে অনেক অযাচিত কমেন্টস আসবে। আমি এইখানে প্রসংগত নাটক সিনেমার কথাই উল্লেখ করতে পারি। নাটক সিনেমাকে বাংলাদেশে র একটি সমাজ ব্যবস্থা খুব ভয়াবহ ঘৃনা করে থাকে। তাই সেই রকম একটি লোক যদি সোশাল মিডিয়া এক্সচেন্জ প্লাটফরমে বসে থাকে আর আপনি তাকে নিয়মিত ইউটিউব ভিডিও কমেন্টস করে পয়েন্ট উপার্জন করতে বলেন তাহলে সে নাটকটা না দেখেই গতানুগতিক ধারা অনুযায়ী একটি কমেন্স করে বসবে যা নাটকের সাথে একেবারেই বেমানান। উপরের এই সিষ্টেমটার নাম হইতাছে : এপ্লিকেশন  প্রোগ্রামিং ইন্টারফেস সোশাল মিডিয়া এক্সচেন্জ। উপরে একটি ওয়েবসাইট দেখানো হয়েছে। এরকম হাজারো ওয়েবসাইট আছে যারা এই ধররে কাজ করে থাকে। এই সংক্রান্ত আমার ইউটিউব ভিডিও আছে যা নীচে দেখানো হলো। 





পুরো ইউটিউব ভিডিও গুলো যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে: সোশাল মিডিয়ায় কতো ধরনের কাজ সম্বব আর বাংলাদেশে কতো ধরনের ধাপ্পাবাজি চলতাছে। 





এখণ যদি আপনি ণীচের ছবিতে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে: এপিআই প্যানেলের মাধ্যমে কতোকিছু করা সম্ভব। এখিানে কাষ্টম কমেন্টস বলতে বোঝানো হয় যে: যেটা এপিআই প্যানেলের মাধ্যমে আপনি একটি কমেনস্ট লিষ্ট তৈরী করে ইউটিউবরে ভিডিও গুলোতে এড করতে পারবেন। আবার র‌্যানডম কমেন্টস বলতে বোঝানো হয় : টুবি  িকন্টিনিউ ওয়েতে একের পর এক যে কোন ধরনের সংখ্যা বা ক্যারেক্টার দিয়ে কমেন্টস করে যাওয়া যার কোন মিনিং নাই। এছাড়াও রয়েছে: বট কমেন্টস, আর্টি ফিসিয়াল কমেন্টস, প্রি প্ল্যানড কমেনস্ট। সেগুলো নি েয়পরে আরকেদিন আলোচনা হবে। 





আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইভ এবং ভিডিগুঅেল শেয়ার করতে ভুলবেন না। 


Saturday, February 13, 2021

masudbcl pigeon loft.



#petpigeon #whitepigeon #busketpigeon #kaghujipigeon
First video where I touch my nose.
Do you love pigeon? 
Please Subscribe with my new channel.

Monday, February 8, 2021

ভিপিএন বা ভিডিও শেয়ারিং গ্ররপে র মাধ্যমে ইউটিউব মনিটাইজারদের কি ক্ষতি হয়?



প্রথমেই অনুরোধ করবো আমার ফেসবুক পোষ্ট টি উপরের ছবিতে ক্লিক করে পড়ে আসার জন্য। তাহরে আপনি কিছুটা বুঝতে পারবেন যে কি হইতাছে বা কি ধরনের ক্ষত হইতাছে। প্রথমেই জেনে নেই যে: একটি এন্ড্রয়েড এ্যাপ বা আইফোন এ্যাপ বা একটি ট্যাব বা একটি উইন্ডোজ ফোন কিভাবে ইউটিউব এ্যাপের মাধ্যমে একটি ভিউজ কালেক্ট করে: 


  • প্রথমে আপনার মোবাইল টি বা ডিভাইস টি এরর ফ্রি হতে হবে। কারন এরর থাকলে ভিউজ আসবে না বা টিকবে না।
  • তারপরে আপনার ডিভাইসে কোন ধরনের ভিপিএন রাখা যাবে না : কারন ভিপিএন ওপেন করে যদি আপনি ইউটিউব ভিীডও দেখেন তাহলে সাধঅরন নিয়মে ৩০ সেকেন্ডস দেখার পরে আপনি ভিডিও এর জন্য এবং চ্যানেলের জন্য একজন ভিউয়ার হবেন কিন্তু ভিপিনে দিয়ে দেখনে সেটা কিছুক্ষন পরে গায়েবে হয়ে যাবে কারন ভিপিএন এর ভিউজ বেশীক্ষন থাকে না। 
  • আপনার মোবাইলের সফটওয়্যার ডুপ্লিকেট বা ক্রাক হতে পারবে না কারন ক্রাক সফটওয়্যারর অথেনটিকেশন ইউটিউব ডাটাবেজ খুজে পাবে না এবং আপনাকে এরর ভিউজ দিতে পারে। 
  • এরপরে আপনি যদি বট ভিউজ কিনে থাকেন সেটা আপনার ভিডিওতে বেশী ক্ষন থাকবে না। কারন বট ভিউজ কোন অরিজিনাল ভিউজ না  এইটা শূধূ কিছুক্ষনের জন্য ইউটিউবকে ধোকা দিতে পারে। 
  • এপিআই ভিউজ আপনি কিনতে পারেন কিন্তু এপিআই ভিউজ সাজেস্টেড সেকসানে চলে যায় বলে সেখানে আপনার ভিডিও এড নাও দেখাতে পারে যেটা মনিটাইজার এড সেটা। 
  • আই ক্যাচিং  একটা ব্যাপার রয়ে যায় সবসময় কারন ইউটিউব  আই দিয়ে দেখার বিষয়। 



এখন আসেন দেখি কিভাবে আমাদের দেশের ছেলে রা হাজার হাজার ভিউজ নষ্ট করতাছে। ইন্টারনেটের কল্যানে স্বভাবতই একজন মানুষ ইন্টারনেটে সারচ দিবে বা তার সামনে থাকা সাজেষ্টেড সেকসান থেকে ইউটিউব ভিডিও দেখবে: এইটা স্বাভাবিক। এখন আপনি ইউজারদেরকে বলেন যে: আপনার একটা ফেসবুক গুরপ আছে সেখানে আপনি ইউটিউব ভিডিও দেখান তাহলে সেই ইউজার যদি আপনরা দ্বারা বায়াষ্ট হয় বা কনভার্ট হয় তাহলে সে নিজে ইউটিউব ভিডিও টা সারচ না করে সে আপনার সাথে ভিডিও শেয়ারিং এ্যাপে ঢুকে আপনার মেসেনজারের মাধ্যমে ইউটিউব ভিডিও টা দেখবে : তাতে করে আপনি যেখান থেকে ভিডিওটা দেখেছেন সেখান খেকে একটা ভিউজ কাউন্ট হবে কিন্তু যাকে আপনি মেসেন্জারে ভিডিও শেয়ারিং এ্যাপে টেনে এনে ইউটটিউব ভিডিও টা দেখালেন সেখান থেকে আর ভিউজ কাউন্ট হবে না। তো এখন যদি আপনার কাছে ১০০/১০০০/১০০০০ জন মেম্বার থাকে সেখানে আপনি যদি তাদের সবাইকে আপনার মেসেন্জারে ভিডিও শেয়ারিং এ্যাপে দেখানে তাহলে যার ভিডিও সে এই ১০০/১০০০/১০,০০০ ভিউজ মিস করলো কারন ইউটিউব একটা ডিভাইসকেই মার্ক  করবে। ১০০/০০০/১০,০০০ মানুষের চোখ কে না। ১০০/১০০০/১০,০০০  মানুষের চোখ কে মারক করতে হলে ১০০/১০০০/১০,০০০ লোকের ১০০/১০০০/১০০০০ ডিভাইস থেকে ১০০০০ জনের আংগুলের চাপে  বা  কি বোর্ডের চাপে ১০,০০০ বার ভিডিওটা ওপেন হতে হবে : তাহলে ইউটিউব সেখানে এড দেখাবে আর যার ভিডিও সে উপকারী হবে বা সে কিছু ডলার পাবে+ সে ভিডিওটা দেখাতে পারবে+ তার কিছু মিনিট বা ঘন্টা ও এড হবে। 







সো ১০,০০০ ভিউয়ার যদি এড দেখতো তাহলে ১০,০০০ এড ভিউয়ার হতো। ১০,০০০ এড ভিঊযার প্রতিটাতে যদি ১ সেন্টস করে ও আসতো তাহলে ১০,০০০ সেন্টস আসতো যা প্রায় ১০০ ডলার। তো আমাদের দেশে যারা যারা এই ধরনের কাজ করতাছেন তারা দয়া করে আর কখনো ফেসবুকের মেস্জোরে বা গ্ররপে ভিডিও শেয়ারিং করে ইউটিউব ভিডিও দেখাবেন না: তাতে করে ইউটিউবার বা মনিটাইজার দের ব্যাপক ক্ষতি হয়। একই দেশে বসবাস করি আমরা: একই বিশ্বে আমাদের অবস্থান। কেনো ই বা শূধু শুধূ একজন আরেকজনে কে  ক্ষতি করা। এই দেশে/ বাংলাদেশে ক্ষতি তো করেছিলো: ৭১ এর দেশবিরোধী (ফাসি), দালাল (ফাসি), রাজাকার (ফাসি) এবং তাদের প্রজন্মের লোকজন যারা এই দেশে ৭১ এ গনধর্ষন করেছে: সারা দেশে হত্যা , গনহত্যা লুটপাট করেছে - আর আজো যারা সেই ধরনের ক্ষতিকর কাজই করতাছে বা করে যাইতাছে বা চিন্তা করতাছে যে ভিউজ দেবো না বা ভিউজ আনতে দেবো না : তারা তো সেই ৭১ এর দেশবিরোধী (ফাসি), দালাল (ফাসি), রাজাকার (ফাসি) দেরই বংশধর। তাদের তো ইন্টারনেট ই ব্যবহার করার দরকার নাই কারন তারা তো  বাংলাদেশ বিরোধী। যুক্তরাষ্ট্র যে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের  সবখানে ইন্টারনেট সাপ্লাই করে সেটা তো বাংলোদেশের নামে বরাদ্দ করা; সেটা তো আর তথা কথিত পু পা র নামে বরাদ্দ না। তাদের কে বলতে হবে তাদরে বাপ দাদাদের দেশে যাইয়া ইন্টারনেট ব্যবহার করতে। বাংলালী কাধে কাধ মিলিয়ে যুদ্ব করেই যুদ্বে জয় লাভ করেছে। এই বছরই স্বাধীনতার ৫০ বছর পূর্তি। বাংগালী সাধারনত বাংগালীর ক্ষতি করে না: ক্ষতি যারা করে তারা দেশবিরোধী (ফাসি), দালাল (ফাসি), রাজাকার (ফাসি) প্রজন্ম। তাদেরও ফাসির আইন আনা দরকার। 

Blogger + Vlogger + Youtuber :  masudbcl
Search on Youtube: masudbcl 

আমার সর্বশেষ ভিডিও টি দেখার আমন্ত্রন রইলো। ইউটিউবে ঢুকলে দয়া করে সাবস্ক্রাইভ করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেযার আপনার ভালো লাগাতে। 





 

বাংলা টিউটোরিয়াল ওয়ার্ডক্লার্ক : Wordclerk Marketplace Bangla Tutorial. ...