Translate

Sunday, February 28, 2021

জীবনের প্রথম ইউটিউবের ভিডিওতে কমেন্ট করে এতো লাইক পাইলাম।

 ইউটিউবে যারা ভিডিও পাবলিশ করে তাদের  একটি চাওয়া থাকে যে : ভিডিওিগুলো সবাই দেখবে এবং সেখানে কমেন্ট ও করবে। কমেন্ট করার কারনে যে কেউ সেই কমেন্ট লাইক করতে পারে এবং রিপ্লাই ও করতে পারে বা ভালোবেসে হার্ট চিহ্ন ও প্রেস করতে পারে বা কমেন্টে ডিসলাইক ও করতে পারে। এর দ্বারা আসলে কমেন্ট পপুলার এরকম কিছু বুঝায় না। কারন কমেন্ট লাইক কিনতেও পাওয়া যায়। শুধূ সংখ্যার উপরে ভিত্তি করে আপনি কোন কিছুকে প্রাধান্য দিতে পারেন না কারন কারা কারা কমেন্ট লাইক করলো তা কিন্তু  প্রোফাইলে নোটিফিকেশন আকারে বোঝা যায় না। যেরকম বোঝা যায় না যে:  আপনার একটি ইউটিউব ভিডিও তে ঠিক কারা কারা ভিউজ করলো কারন সেটা ইউটিউব নোটিফিকেশন আকারে প্রোফাইল ধরে ধরে পাবলিশ করে না। তারা শুধু বলে দেয় যে: ভিডিওতে কতোগুলো ভিু্জ বা লাইক এসেচে। কারন লাইক বা ভিউজ নম্বর দিয়ে আপনি কোন কিছু বিচার করতে পারবেন না। যদি করেন তাহলে আপনি বড়ো সড়ো ভুল করলেন। 




আমার জীবনের প্রথম একটি ভিডিওতে কমেন্ট করে আমি প্রায় ৯২ টি লাইক পেয়েচি যা আমি কখনো পাই নাই। আপনি যদি উপরের ছবিতে ক্লিক করেন তাহলে আপনি সেই ভিডওতে যাইতে পারবেন।  যদিও ভিডিওটি একটি মেয়ের মারা যাবার কাহিণী আর এইখানে দু:খ ভারাক্রান্ত একজন পিতার আর্তনাদ দেখানো হয়েছে আর আমি তার সাথে সহমর্মিতা প্রকাশ করেছি। আমি ও এইখানে ন্যায়বিচার চেয়েছি একজন বাবার পক্ষ হয়ে। সেখানে লাইক এসেছে এবং অনেকেই রিপ্লাই ও করেছে। ব্যাপারটা আমাকে একটু সাহস দিয়েছে। প্রত্যেক বিল্ডিং এ বাড়ীওয়ালারা যদি তাদের ভাড়াটিয়ার সাথে চোট পাট দেখায় তাহলে এরকম অনেক অসংখ্য কাহিণী জন্ম হতে পারে। ইট বালু রড সিমেন্টের ফ্ল্যাট বা বাড়ী থেকে  মোনুসেল জীভনের দাম অনেক বেশী। বিল্ডিং এর যে আয়ুস্কাল তা কিন্তু মানুষ বসবাস করার কারন  কমে না: বিল্ডিং যতোদির টিকার ততোদিনই টিকবে। পেনডেমিক এর কারনে রাজধানী ঢাকা শহর থেকে অনেক লোককেই বাড়ী ছেড়ে চরে যাইতে হয়েছে। শুধূমাত্র গ্যাস পানি বিদ্যুৎ বিল পরিশোধ স্বাপেক্ষে প্রত্যেখ বাড়ীওয়ালার ই দরকার ছিলো ভাড়াটিয়া দের রেখে দেওয়া কারন ধীরে ধীরে পেনডেমিক শেষ হয়ে গেলে তারা তাদের বকেয়াটা পরিশোধ করতে পারতো আর বাড়ীওয়ারাদের সাথে ভাড়াটিয়াদের সম্পর্কটাও ভালো থাকতো। 



ভিডিও টি দেখে আপনাকেও কমেন্ট করে আপনার মতামত জানানোর জন্য অনুরোধ করা হলো। যে মেয়ে চলে গেছে সে নিশ্চয়ই আর ফেরত আসবে না কিন্তু এই ধরনের কাহিণী যেনো আর না হয় সেটা খেয়াল রাখঅ উচিত। পুলিশ ভাড়াটিয়া আইনের মাধ্যমে ঢাকা শহরের সমস্ত বাড়ীওয়ালা এবং ভাড়াটিয়া দের আইন মোতাবেক থাকা উচিত। 

নীচের ছবিতে দেখেণ : ইউটিউবের কমেন্ট লাইক কিনতেও পাওয়া যায়। সো ইউটিউবরে যে কোন ভিডিওতে কেউ কোন কমেন্ট করলো আর সেটা যদি হাজার হাজার লাইক জেনারেট করে তাহলে বুঝতে হবে যে: সেখানে কোন ডুপ্লিকেসিও থাকতে পারে। সেই ব্যাপারটা যেনো সমাজে প্রভাব বিস্তার না করে বা সেটা যেনো কোন মামলার রায় প্রকাশে প্রভাবান্বিত না করে : সেটা খেয়াল করা উচিত। 




হোয়াইট হ্যাট এসইও নিয়ে আমি নিয়মিত ইউটিউব ভিডিও বানাই। আপনার যদি ভালো লাগে বা সময় থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানিলটি ভিজিট করতে ভুলবেন না। যদি কোন ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করতেও ভুলবেন না। 














No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl