Translate

Monday, February 15, 2021

ইউটিউব কাষ্টম কমেন্টস বলতে কি বোঝেন?

 ইউটিউবে যারা ভিডিও তৈরী করে তারা প্রত্যেকেই জানে ইউটিউব ভিডিও কমেন্টস কি? আমাদের দেশের প্রচলিত সমাজে যখন কোন মেয়ে মানুষ একটু তার নিজের মতো করে কাপড় চোপড় পড়ে চলাফেরা করে তখন বাকা চোখে তাকানো বা তীর্যক মন্তব্য বা কমেন্টস করা লোকের অভাব পাবেন না। কারন সেটা তাদের দৃষ্টিভংগির বিষয়। ব্যাপারটা তারা সহজভাবে নিতে পারে না। তারা মনে করে পোশাকই সব কিছু। নারীকে নগ্ন দেখলে তাদের মাথা ঠিক থাকে না। নারীর নগ্নতার মাঝে যে সৌন্দর্য তা বোধ করা বা উপলব্দি করা : এইটা তাদের দ্বারা কখনো হবে না। এখণ আমি যদি পরিকিল্পত ভাবে একটি মেয়েকে সকলের সামনে একটু উগ্র (শরীরের বিভিন্ন অংশ খোলামেলা করে) পোশাকে উপস্থাপন করি তখন সকলের একই ধরনের কমেন্টস করবে। এই ব্যাপারটাকে কাষ্টম কমেন্টস বলে কারন এই ধরনের কমেন্টস আনার জন্যই আমি মেয়েটাকে আমার নিজস্ব টেকনিকে নগ্ন বা উগ্র আকারে শো করেছি। 



ইউটিউবে কাষ্টম কমেন্টস বলতে বোঝানো হয়: পরিকল্পিতভাবে যে কমেন্টস করা হয় সেটাকে। যেমন ধরেন বাংলাদেশের নাটক সিনেমা এবং টিভি চ্যানেলগুলোর ইউটিউবে গেলে দেখতে পারবেন যে: সেখানে একদল লোক ছদ্মবেশ ধারন করে নামে বা বেনামে সমানে কমন্টেস করে যাইতাছে যা অপ্রাসংগিক যা যেটা তাদের সাথে যায় না। আর এই ক্ষেত্রে সে তার অরিজিনাল নাম ঠিকানা ব্যবহার করতাছে না যাতে করে সেই ইউটিউব চ্যানেল সংশ্লিষ্ট কলা কৌশলিদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফালানো হয়। আর যারা এই ধরনের কাজ কারবার করতাছে তারা সেই কমেন্টস গুলোকে ডিলেট ও করতাছে না। ফলে নাটক সিনেমা বা সাংবাদিক বা সাংবাদিকতার সাথে জড়িত বা তাদের শুভানূধ্যায়ীদের মনে একটা সন্দেহ কাজ করতে পারে বা বিরাজ করতে পারে যে: তোদের চ্যানেলের অপ্রাসংগিক কমেন্টস গুলোকে ডিলেট করতাছস না কেনো? সেখানকার অপ্রাসংগিক কমেন্টসগুলোর সাথে কি তোদরে যোগাযোগ আছে? এইটা তো ভিডিও মেকার বা চ্যানেল অনারদের দ্বায়িত্ব অপ্রাসংগিক কমেন্টস গুলোকে ডিলেট করে দেয়া যাকে করে অডিয়েন্স নষ্ট না হয়। মনে করেন: কানাডার একটি ছেলে যে বাংলার ব্যাপারে জানতে ইন্টারনেষ্টেড বা তার বাবা মা বাংলাদেশী বা তার দাদা বা নানার বাড়ী বাংলাদেশ । এখন সে সবকিছু দেখে যে কোন একটা মিস  থিংকিং করতে পারে যার কারনে  পুরো কলা কৌশলি সবার একটা লস হয়ে গেলো। সেই ছেলেটা নিশ্চিত সেটা তার লোকাল কম্যুনিটি তে শেয়ার করবে আর তার লোকাল কম্যুনিটি বলবে যে দয়া করে সেই সকল বাংলা  ইউটিউব ভিডিও আর দেখবি না। সেই ছেলে আর বাংলা ভিডিও দেখতে আসবে না। ফলে ডাইরেক্টর তার অডিয়েন্স হারালো আর নাটকের কলা কৌশলি রা তার ইউটিউব মানি রিলেটেড ব্যবসা হারাইয়া ফেলাইলো। তাহলে দেখা যাইতাচে এইটা চ্যানেল মালিকের একটা গাফিলতি। এছাড়া আর কিছু না। 








উপরের এই ছবিটা দেখেন যেখানে থেকে আপনি কমেন্টস মেক করতে পারবেন - এইখানে যদি আপনি ইউজার দিয়ে পয়েন্টস আরন করে সেখানে ইউটিউব ভিডিও লিংক দেন কমেন্টস আনার জন্য তাহলে আপনি দেখবেন সেখানে অনেক অযাচিত কমেন্টস আসবে। আমি এইখানে প্রসংগত নাটক সিনেমার কথাই উল্লেখ করতে পারি। নাটক সিনেমাকে বাংলাদেশে র একটি সমাজ ব্যবস্থা খুব ভয়াবহ ঘৃনা করে থাকে। তাই সেই রকম একটি লোক যদি সোশাল মিডিয়া এক্সচেন্জ প্লাটফরমে বসে থাকে আর আপনি তাকে নিয়মিত ইউটিউব ভিডিও কমেন্টস করে পয়েন্ট উপার্জন করতে বলেন তাহলে সে নাটকটা না দেখেই গতানুগতিক ধারা অনুযায়ী একটি কমেন্স করে বসবে যা নাটকের সাথে একেবারেই বেমানান। উপরের এই সিষ্টেমটার নাম হইতাছে : এপ্লিকেশন  প্রোগ্রামিং ইন্টারফেস সোশাল মিডিয়া এক্সচেন্জ। উপরে একটি ওয়েবসাইট দেখানো হয়েছে। এরকম হাজারো ওয়েবসাইট আছে যারা এই ধররে কাজ করে থাকে। এই সংক্রান্ত আমার ইউটিউব ভিডিও আছে যা নীচে দেখানো হলো। 





পুরো ইউটিউব ভিডিও গুলো যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে: সোশাল মিডিয়ায় কতো ধরনের কাজ সম্বব আর বাংলাদেশে কতো ধরনের ধাপ্পাবাজি চলতাছে। 





এখণ যদি আপনি ণীচের ছবিতে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে: এপিআই প্যানেলের মাধ্যমে কতোকিছু করা সম্ভব। এখিানে কাষ্টম কমেন্টস বলতে বোঝানো হয় যে: যেটা এপিআই প্যানেলের মাধ্যমে আপনি একটি কমেনস্ট লিষ্ট তৈরী করে ইউটিউবরে ভিডিও গুলোতে এড করতে পারবেন। আবার র‌্যানডম কমেন্টস বলতে বোঝানো হয় : টুবি  িকন্টিনিউ ওয়েতে একের পর এক যে কোন ধরনের সংখ্যা বা ক্যারেক্টার দিয়ে কমেন্টস করে যাওয়া যার কোন মিনিং নাই। এছাড়াও রয়েছে: বট কমেন্টস, আর্টি ফিসিয়াল কমেন্টস, প্রি প্ল্যানড কমেনস্ট। সেগুলো নি েয়পরে আরকেদিন আলোচনা হবে। 





আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইভ এবং ভিডিগুঅেল শেয়ার করতে ভুলবেন না। 


No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl