আপনি যদি এপিআই প্যানেল থেকে ১ কোটি ভিউজ ও কিনে থাকেন আর আপনি যদি একজন ইউটিউব ভিডিও মনিটাইজার হয়ে থাকেন তাহলে আপনার ১ কোটি ভিউজ দিয়ে আপনার ১ সেন্ট ও উপার্জন হবে না কারন ইউটিউব এপিআই ফ্যাসিলিটজ এর কারনে এপিআই থেকে আসা অর্ডার গুলো এমনভাবে শো করে যে: সেখানে এডভারটাইজার রা কোন এড দেখায় না। ফলে ভিডিও ভিউজ যদি আপনি নিয়মিত কিনে থাকেন বা যদি আপনি চিন্তা করেন যে: ইউটিবের ভিউজ কিনে আপনি বড়লোক হয়ে যাবেন তাহলে আপনি ধোকার জগতে আছেন। আপনার চ্যানেলে ভিডিও এড দেখানো হতে পারে বা আপনার চ্যানেলে নিয়মিত মনিটািইজেশণ আছে। কিন্তু আপনি যখনি এপিআই থেকে ভিউজ কিনবেন সেটা ইউটিউব এক্টারনাল বা সাজেষ্টেড সেকসানে এড করে দেবে। সেখানে যারা ইন্টারেষ্টেড হয়ে ভিডিওটি দেখবে সেখানে ইউটিউব কোন এড দেখাবে না কারন এই ভিউজ গুলো অরিজিনাল এসইও থেকে আসে নাই: এই ভিউজ গুলো এপিআই ফ্যাসিলিটজ এর মাধ্যমে এসেছে। ইউটিউবে যারা এড দেখায় তারা শুধূ মাত্র এসইও ভিউজ এর কাছে এড দেখায়। ইভেন ভিপিএন ব্যভহার করে ও যদি আপনারা একজন আরেকজনের এড দেখে থাকেন তাহলে ও বোধ করি ইউটিউব সেগুলো আটকাইয়া দেবে বা তার পেমেন্ট টা অন হোল্ডে রেখে দেবে। আমার কাছে প্রমান আছে এপিআই থেকে কেনা ভিউজ এ কোন ডলার এড হয় না। আবার সেই ভিউজ গুলো যেহেতু ভিডিও এর ণীচে দেখানো হয় সেহতেু ভিউজ গুলো রিয়াল। আবার রিয়াল ভিউজ যদি এড দেখে থাকে তাহলে সেই ভিডিওতে সেন্টস বা ডলার আসার কথা। এই সব কিছু মিলে আপনি ডলার উপার্জন করার আশাতে ভিউজ কিনতে পারবেন না। তবে আপনার ভিডিওতে কোটি কোটি ভিউজ আছে এই কথা বলার জন্য বা আপনি একটি ভিডিও বানালেণ সেটা শখ করে সারা বিশ্বের মানুষকে দেখালেন সেজন্য এপিআই থেকে ভিউজ চাইলে কিনতেও পারেন। তেমনি আপনি যদি ভিীপএন ব্যবহার করে একজন আরেকজনের এড দেখে থাকনে তাহলেও আপনি সেই পেমেন্ট পাবনে না কারন শেষ পর্যন্ত ইউটিউব সেটা অনহোল্ডে নিয়া যাবে। #youtube কে আপনি যতো বোকা ভাববেন সে আপনাকে ততো বড় ধরা খাওয়াবে।
masudbcl is my popular username on internet. I am an affiliate of the world largest seo marketplace : seoclerks. I am a blogger, vlogger, youtuber and pigeon lover. Search Youtube: masudbcl. For my birds or pigeon channel, please search on Youtube: masudbcl pigeon loft or @whitepigeons.
Translate
Friday, April 30, 2021
Youtube Tips. API Panel Views.
Thursday, April 29, 2021
seoclerk tutorial | seoclerk boostservice | english tutorial|
বর্তমানে পেনডেমিকের একটি কারন হতে পারে বাইসেক্সুয়ালিটি।
আইনে #এরেষ্ট বলতে যা বোঝানো হয় : #বাইসেকসুয়াল রা এরেষ্ট বলতে তা বোঝায় না। এই পৃথিবীতে #স্ট্রেইট মানুষজনদের যতো ধরনের টারম আছে বাইসেক্সুয়াল রা তার প্রত্যেকটির আলাদা মিনিং করে থাকে। পৃথিবীতে যতো নবী-রাসূল-পয়গম্বর এসেছেন সবাই যার যার সংসারে স্ট্রেইট ছিলেন। নবী-রাসূল-পয়গম্বর দের মধ্যে কেউ ই কখনো তার স্ত্রী ছাড়া অন্য কারো সাথে মিলিত হন নাই। যতোদূর জানা যায় বা বোঝা যায়: যথাবিহীত সম্মানপূর্বক তা অতি অবশ্যই মিশনারী ষ্টা্ইল হবে। হযরত মোহাম্মদ মোস্তফা (আ:) চলে যাবার পর দুনিয়াতে এখনো অনেক #ধার্মিক মানুষ আছে। আমি অনেক অনেক আমেরিকান/ইউরোপিয়ান সৈন্যদের কথা শুনেছি যারা তার সারা জীবনে মাত্র একটি মেয়ের সাথেই মিলিত হয়েছে। স্কুলে যাকে ভালোবেসেছে: কলেজে তাকে প্রপোজ করেছে: সৈন্য হিসাবে জয়েন করে তাকে বিয়ে করেছে এবং ৫/৬টা সন্তান জন্ম দিয়ে সুখেই আছে। তো তারা কিন্তু পৃথিবীর সব #নবীজিরসুন্নত ঠিকই পালন করে যাইতাছে। আর আমাদের দেশে টুপি দাড়ি সুন্নত পড়েও মাদ্রাসাতে বলাৎকার বা ইদানিং নারী নির্যাতন তো ক্রমেই বেড়ে যাইতাছে। আর #সমাজেরদোহাই দিয়ে কি কি হয় তা না হয় একপ্রকার বাদই রাখলাম।
কোথায় যেনো পড়েছিলাম: আপনি যদি কোন ধর্মই পালন না করেন তাহলে আপনার এমন ডিজিজ হবে যার কোন নিরাময় নাই। যেমন: আগে আছে #এইচআইভিপজিটিভ। (এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৪ কোটি।) আর নতুন করে শুরু হয়েছে #পেনডেমিক বা করোনা ভাইরাস। আমি ব্যক্তিগতভাবে মনে করি: প্রাপ্ত বয়স্কে (বয়স ১৮ হবার পরে) যারা বাই সেক্সুয়াল তারাই এই ডিজিজের মূল কারন। এইখানে বাই সেক্সুয়াল বলতে ছেলে এবং মেয়ের প্রাপ্তবয়স্কে পায়ুপথে সম্পর্ক কে বোঝানো হয় যা পৃথিবীতে কখনো কোন ধার্মিক লোক করে থাকে নাই।
যে কাজ পৃথিবীতে কোন নবী রাসুল রা করে নাই সে কাজ যদি মানুষ করে থাকে তাহলে তো এতো বড় গ্যানজাম (বর্তমানে পেনডেমিকের কথা বলছি) লাগতেই পারে। মানুষ হিসাবে আপনি কিছু ভুল করে থাকতেই পারেন কিন্তুু সেটা অবাধে মেলামেশা পর্যন্ত যাইতে পারে কিন্তু সায়েন্স মোতাবেক না : এরকম হবে না। কারন সায়েন্স বা ধর্ম মেনেই আপনাকে জীবন বা পথ চলতে হবে।
যৌন জগতে পৃথিবীর সব নবী রাসূল পয়গম্বর রা ও একেকজন মিশনারী ছিলেন। নবী রাসূল পয়গম্বর রা শুধূমাত্র সৃষ্টিকর্তার নির্দেশে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে মেনশন করা নারীকেই গ্রহন করেছেণ আর শুধূ মিশনারী ষ্টাইলটিই গ্রহন করেছেন।
মানুষ ভুল করবেই : সে শয়তানের প্ররোচনায় বহু নারীর/পুরুষের সাথে মেলামেশা করবে সেই জন্যই কনডম বা প্রটেকশণ এই দুনিয়াতে। আর সবচেয়ে বড় কথা আপনি যদি মিশনারী ষ্টাইলটি গ্রহন না করেন তাহলে আপনার সন্তান হবে না এইটা নিশ্চিত থাকেন। চুপি চুপি চুরি করে টেষ্টটিউব চাইল্ড গ্রহন করাকে মা কিংবা বাবা বলে না। স্বয় সৃষ্টিকর্তার ভালোবাসায় পৃথিবীতে স্বামী তার স্ত্রী কে ভালোবেসে যে সন্তান গ্রহন করে বা পায় তাকে লাভ চাইল্ড বলে। এই দুনিয়াতে যার সন্তান লাভ চাইল্ড সে সবচেয়ে বড় ক্ষমতাবান।
Wednesday, April 28, 2021
SEOclerk Payment Proof Bangla Tutorial । এসইওক্লার্ক পেমেন্ট প্ররফ। #বাং...
Monday, April 26, 2021
#seotutorial Getpocket Social Media Bookmark Full Tutorial.
Saturday, April 24, 2021
ইউটিউব সাবস্ক্রাইভার নিয়ে ২/১টি কথা।
ধরেন, আপনার একটি ইউটিউব চ্যানেল আছে। সেখানে আপনি প্রতিনিয়ত কোয়ালিটি ভিডিও আপলোড করতাছেন। ইউটিউব আপনার ভিডিও কোয়ালিটি তে খুশী। ভিডিও তে আপনি এসইও টাইটেল এবং ডেসক্রিপশন করেছেন এবং ভিডিও এর সকল কন্ডিশনও ফিল আপ করেছেন। ডেসক্রিপশনে ২/১ টি চ্যানেল মেনশনও করে দিলেন। এখন ইউটিউব যখন আপনার ভিডিওটি টি তাদের সার্চ রেজাল্টে দেখাবে সেখানে আপনার সাবস্ক্রাইভার আসা শুরু হবে আপনার ভিডিও দেখে যদি তাদের ভালো লাগে তাহলে। ইউটিউব যতোগুলো পদ্বতিতে সাবস্ক্রাইভার এড করাকে পছন্দ করে তার মধ্যে সবচেয়ে প্রিয় এই পদ্বতিটি। এইটা তাদের রিকমেনডশন। আপনি ইউটিউব Studio প্রোগ্রামে গেলে দেখতে পারবেন যে: কোন ভিডিও থেকে আপনার কতো সাবস্ক্রাইবার আছে: এইটাকে বলা হয় ইন্টারেষ্ট বেজড সাবস্ক্রাইভার। এই ধরনের সাবস্ক্রাইভার গুলো আপনার ফিউচার টাইম Video গুলো দেখবে। কিন্তু যে সাবস্ক্রাইভার গুলো আপনি এক্সচেন্জ করে আনতাছেন বা সোশাল মিডিয়া প্যানেল থেকে কিনতাছেন বা সোশাল মিডিয়া এক্এসচন্জ থেকে নিতাছেন তারা কখনো আপনার ভিডিও দেখবে না কারন তাদের এতো সময় নাই। আর তারা তাদের আগ্রহের উপর ভিত্তি করে আপনার চ্যানেলে সাবস্ক্রাইভ করে নাই। সে বড়জোর নোটিফিকেশণ পাবে আপানর ভিডিও আপলোডের আর নয়তো শেয়ার করে দিতে পারে বা ইনটেনশনালি আপনার ভিীডও টি ১/২ মিনিট দেখে দিতে পারে।
প্রতি মূহুর্তে নতুন নতুন চ্যানেল আপডেট হইতাছে : নতুন নতুন ছ্যানেল ডিলেটও হইতাছে স্পামিং এর কারনে। আপনি যদি গনহারে ইউটিউব ভিডিও লিংক সোশাল মিডিয়া তে দিতে থাকেন তাহলে আপনার ভিডিওটি স্পামিং আকারে ধরা পড়বে এবং ভিীডও সমেত আপনার চ্যানেলটি ডিলেট হয়ে যাইতে পারে। আপনি কারো পোষ্টিং এর কখনো কমেন্ট করে ভিডিও লিংক দিবেন না। আপনি কখনো ভিপিএন ব্যবহার করে ইউটিউব ওপেন করবেন না। এতে ইউটিউব আপনাকে নিষিদ্ব করে দিতে পারে। কোন দেশে যখন ইউটিউব বন্ধ থাকে তখন সেই দেশে ইউটিউব ভিপিএন ব্যভহার করে ওপেন করা যায় বা যাবে। কিন্তু এখন ইউটিউব লিগ্যালি ওপেন আছে। এখন যদি আপনি সবসময় ভিপিএন দ্বারা ইউটিউব ব্যবহার করেন তাহলে সেটা আপনার বা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। [শুনেছি একসাথে যদি কোথাও অনেক ভিপিএন ওপেন থাকে তাহরে হ্যাকার রা সেখানে আক্রমনের চান্স পায়: এইটার কোন প্রমান নাই শুধূ শোনা বা আমার পারসোনাল সন্দেহ] ।
#englishtutorial . SEOClerk #Marketplace Website #Affiliate 5$ coupon fo...
Wednesday, April 21, 2021
#বাংলাটিউটোরিয়াল : SEOClerk Marketplace #BanglaTutorial . Full A to Z.
Monday, April 19, 2021
#বাংলাটিউটোরিয়াল : #ব্লগকমেন্টিং . Blog commenting #BanglaTutorial Full .
Sunday, April 18, 2021
ইউটিউবে সাবস্ক্রাইভার যে ভিডিও দেখবে তার কোন গ্যারান্টি নাই?
ইউটিউবে যদি আপনার সাবস্ক্রাইভার বেশী হয় তাহলেই যে আপনার ভিউজ বেশী হবে এরকম কোন গ্যারান্টি নাই। তাহলে তো আপনি প্রশ্ন করতে পারেন কোটি কোটি বা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইভার দিয়ে আমি কি করবো? এর উত্তর হইতাছে নোটিফিকেশন। আপনার যদি বেশী সাবস্ক্রাইভার থাকে আর আপনি যদি একটি ভিডিও আপলোড করেন তাহলে সেটা অনেক সাবস্ক্রাইভার জানতে পারবে কিন্তু তারা যে সেই ভিডিওটা দেখবে তার কোন গ্যারান্টি নাই। মনে করেন: ইন্টারনেটে আপনি ডলার উপার্জনের কাজ করেন পারহেপস সাবই ই চায় ইন্টারনেট থেকে ডলার উপার্জন করতে বাড়তি ইনকাম। এখন যে লোক ডলার উপার্জন করতে পছন্দ করে সে কিন্তু অনলাইন গেম দেখতে পছন্দ করবে না কখনোই্ কিন্তু সে আপনাকে সাবস্ক্রাইভ করতে পারে বা পারবে। এখণ আপনি যদি ফান লাভার হোন আর আপনার চ্যানলের সকল সাবস্কাইভার যদি ফান লাবার হয় তাহলে আপনি একটি ভিডিও আপলোড করলে সেটা অনেকেই দেখবে কারন সাবস্ক্রাইভার গুলো একই মেন্টালিটি সম্পন্ন। কিন্তু নানা দেশের নানা সাবস্কাইভার কে যদি আপনি আনেন আর তারা যদি নানা মনমানসিকতা সম্পন্ন হয় তাহলে আপনি ভিডিও আপলোড দিলেও তারা দেখবে না কারন ভিডিওটা বা ভিডিও গুলো তাদের পছন্দ না ও হতে পারে। তবে তারা নোটিফিকেশণ পাবে এবং দেখবে যে আপনি একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওটি যদি সে প্লে বাটনে ক্লিক করে এব ১ মিনিট দেখে তখন সে আপনার জন্য একজন ভিউয়ার হবে।
কোন চ্যানেলের কোন ভিডিও যদি র্যাংক করে তাহলে কিন্তু আপনাকে সাবস্ক্রাইভারের উপরে ডিপেন্ডস করতে হবে না। র্যাংক হবার পরে সেই ভিডিও নিজে নিজে সার্চ রেজাল্টে আসবে : সেখান থেকে সারিা বিশ্বের সকলে দেখবে এবং সেটা ভিউয়ার রেকর্ড করবে বা ভালো পরিমানে ভিউয়ার আনবে। তাহলে একটি ভিডিও র্যাংক করার জন্য কি কি করতে হবে:
- ভিডিওটি সুন্দর সাবলীল ভাবে মেক করতে হবে।
- ভিডিওটি সহজ সরল ভাবে মেক করতে হবে।
- ভিডিওতে খুব বেশী এডি করা যাবে না।
- আরেকজনের ভিডিও ক্লিপ এড করা যাবে না।
- আরেকজনের অডিও ব্যভহার করা যাবে না।
- খুব বেশী বার লাইক কমেন্ট সাবস্কাইভ এনিমেশন ব্যবহার করা যাবে না।
- ভিডিও এর প্রথমে বা শেষে লাইক কমেন্ট সাবস্কাইভ করার জন্য মৌখিক ভাবে অনুরোধ করা যাবে।
- ভালো করে কি ওয়ার্ড রিসার্চ করতে হবে।
- কিছু কি ওয়ার্ড এড করতে হবে।
- ইউটিউব এসইও করে ভিডিও এর র্যাংক বাড়াতে হবে।
ইন্টারনেটে ইমেইলে সোশাল মিডিয়াতে #হ্যাক না হবার ১০ টি উপায়। Do not get h...
#হ্যাকনাহবার১০টিউপায়
#ইন্টারনেটেহ্যাকনাহবার১০টিউপায়
#ইমেইলথেকেহ্যাকনাহওয়া
#সোশালমিডিয়াথেকেহ্যাকনাহওয়া
Saturday, April 17, 2021
ইন্টারনেটে সমাজ প্রতিষ্টার চেষ্টা - একদলের বেওকুফ ধারনা
Friday, April 16, 2021
আমার ইউটিউব চ্যানেলে ৫০০০ ভিউজ থেকে ৩২০০০ মিনিটস এক মাসে।
এক মাসে আমার চ্যানেলে ৩২০০০ মিনিটস। আমার নিজেরই বিশ্বাস হইতাছে না। ৫১০৫ ভিউজ থেকে আমি পেয়েছি ৩২০০০ মিনিটস। যদি ৬০ মিনিটস দিয়ে ভাগ করি ৫৩৩ ঘন্টা। বিষয়টা ইমপ্রেসিভ। আমার চ্যানেলে আমি নিয়মিত কিওয়ার্ড এসইও করি আর একটা কাজ করি তা হলো: প্রত্যেকটা ভিডিও আমি সোশাল মিডিয়াতে শেয়ার করি।
Freelancer & Freelancing. Beginner #BanglaMotivationalSpeaking ভিডিওট...
Thursday, April 15, 2021
Monday, April 12, 2021
#বাংলাটিউটোরিয়াল : Payoneer Registration Bangla Tutorial .
Saturday, April 10, 2021
#বাংলাটিউটোরিয়াল : Youtube Clip Bangla Tutorial Full. #ইউটিউবক্লিপ কি ?
Friday, April 9, 2021
Tuesday, April 6, 2021
#Banglavideo . Basic PTC (Paid To click ) & PPC (Pay Per Click) . Advert...
Monday, April 5, 2021
#Wptouch Plugin Installation English Tutorial. Make your wordpress site ...
Saturday, April 3, 2021
Bangla tutorial ইউটিউব চ্যানেল কিওয়ার্ডস, ইউজারনেম এবং ইউটিউব ভারবাল এ...
#banglatutorial
#youtubechannel
#youtubebanglatutorial
#youtubechannelkeywords
#youtubechannelcategories
#youtuberseo
#youtubermasudbcl
#masudbcl