Translate

Saturday, April 17, 2021

ইন্টারনেটে সমাজ প্রতিষ্টার চেষ্টা - একদলের বেওকুফ ধারনা

এক শ্রেনীর লোককে দেখলাম : খালি সমাজ সমাজ করে সারা দিন। তারা আবার কিছুক্ষন পরে তার ছেড়ার মতো ইন্টারনেটে আইসা বসে আর বলে যে: ইন্টারনেটে সমাজ প্রতিষ্টার চেষ্টায় (বাংলাদেশের সমাজে হয় না এমন কো খারাপ কাজ নাই)  আছে। ইন্টারনেটে আবার সমাজ কিভাবে প্রতিষ্টা হবে? বাংলাদেশের সমাজে যতো খারাপ কাজ আছে সব কি ইন্টারনেটে করবে? দেখা যাইতাচে তাই করতাছে। ইভেন গ্রাম বাংলাতে জুয়াও খেলা হইতাছে এখণ ইন্টারনেটে। প্রতিদিনকার ক্রিকেট খেলা নিয়ে জুয়া খেলে অনেক অনেক ছেলে রা টাকা পয়সা হারতাছে। যেহেতু ইন্টারনেটে জুয়া বা সফটওয়্রার বা এ্যাপের মাধ্যমে খেলা: সেহেতু পূর্ব নির্ধারিত উপায়ে তাকে হারাইয়া দেয়া যায়। দেখবেন টিভিতে যে সময়ে খেলা দেখাইতাছে তার থেকে একটু পরে সে দেখাবে এ্যাপ এর ভেতরে আর জুয়ার দান কালেক্ট করে বিশাল অংকের টাকা হাতাইয়া নেবে। একটি দেশের সমাজে যতো ধরনরে খারাপ কাজ আছে তার সাবই বলে তারা ইন্টারনেটে করবে। কিন্তু ইন্টারনেটে খুন খারাবি বা ধর্ষন কিভাবে করবে? সমাজে তো খুন কারাবি ধর্ষন হয় বা হয়ে তাকে প্রতিনিয়ত। তখন তারা চিন্তা করবে। এই ধরনের পিক্যুউলিয়ার সমাজ ব্যবস্থা।   ইন্টারনেটে সমাজ প্রতিষ্টার কাল্পনিক একটি ধ্যান ধারনা উপর ভিত্তি করে যারা ইন্টারনেট কে ব্যবহার করতাছে তাদেরকে  যারা এই দেশে সেল্টার দিতাছে তারা দিতাছে সবচেয়ে বড় কালপ্রিট। খোজ নিয়ে দেখবেন তাদের বৈধ জাতীয় পরিচয়পত্রও নাই। 




ইন্টারনেট যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসছে: সমাজ প্রতিষ্টা করতে আসে নাই। সমাজকে বদলে দিতে এসেছে। যেমন: থানা শাহবাগের গনজাগরন: ইন্টারনটে থেকে তেরী হওয়া গনজাগরন যেখানে রাজাকার (ফাসি) কনফারম হইছে আর  দালাল (ফাসি), রাজাকার (ফাসি) এবং দেশবিরোধী (ফাসি) মুক্ত এবং তাদের প্রজন্ম মুক্ত সমাজ গঠনের অংগীকার করেছে এবং তারা প্রতিজ্ঞাবদ্বও। 




বৈধ জাতীয় পরিচয়পত্র নম্বর ছাড়া এবং বৈদিশিক নাগরিক হলে বৈধ পাসপোর্ট ছাড়া ইন্টারনেট যেনো ব্যবহার  না করতে পারে সেই ব্যবস্থাটা কনফারম করতে হবে। নয়তো একসময় দেখা যাবে বাংলাদেশের ইন্টারনেট আর নাও থাকতে পারে কারন তারা যে চিন্তা করতাছে তা হইতাছে হয় ইন্টারনেট থাকবে নয়তো পিক্যুলিয়ার সমাজ ব্যবস্থা  থাকবে। 


No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl