Translate

Sunday, April 18, 2021

ইউটিউবে সাবস্ক্রাইভার যে ভিডিও দেখবে তার কোন গ্যারান্টি নাই?

ইউটিউবে যদি আপনার সাবস্ক্রাইভার বেশী হয় তাহলেই যে আপনার ভিউজ বেশী হবে এরকম কোন গ্যারান্টি নাই। তাহলে তো আপনি প্রশ্ন করতে পারেন কোটি কোটি বা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইভার দিয়ে আমি কি করবো? এর উত্তর হইতাছে নোটিফিকেশন। আপনার যদি বেশী সাবস্ক্রাইভার থাকে আর আপনি যদি একটি ভিডিও আপলোড করেন তাহলে সেটা অনেক সাবস্ক্রাইভার জানতে পারবে কিন্তু তারা যে সেই ভিডিওটা দেখবে তার কোন গ্যারান্টি নাই। মনে করেন: ইন্টারনেটে আপনি ডলার উপার্জনের কাজ করেন পারহেপস সাবই ই চায় ইন্টারনেট থেকে ডলার উপার্জন করতে বাড়তি ইনকাম। এখন যে লোক ডলার উপার্জন করতে পছন্দ করে সে কিন্তু অনলাইন গেম দেখতে পছন্দ করবে না কখনোই্ কিন্তু সে আপনাকে সাবস্ক্রাইভ করতে পারে বা পারবে। এখণ আপনি যদি ফান লাভার হোন আর আপনার চ্যানলের সকল সাবস্কাইভার যদি ফান লাবার হয় তাহলে আপনি একটি ভিডিও আপলোড করলে সেটা অনেকেই দেখবে কারন সাবস্ক্রাইভার গুলো একই মেন্টালিটি সম্পন্ন। কিন্তু নানা দেশের নানা সাবস্কাইভার কে যদি আপনি আনেন আর তারা যদি নানা মনমানসিকতা সম্পন্ন হয় তাহলে আপনি ভিডিও আপলোড দিলেও তারা দেখবে না কারন ভিডিওটা বা ভিডিও গুলো তাদের পছন্দ না ও হতে পারে। তবে তারা নোটিফিকেশণ পাবে এবং দেখবে যে আপনি একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওটি যদি সে প্লে বাটনে ক্লিক করে এব ১ মিনিট দেখে তখন সে আপনার জন্য একজন ভিউয়ার হবে।




কোন চ্যানেলের কোন ভিডিও যদি র‌্যাংক করে তাহলে কিন্তু আপনাকে সাবস্ক্রাইভারের উপরে ডিপেন্ডস করতে হবে না। র‌্যাংক হবার পরে সেই ভিডিও নিজে নিজে সার্চ রেজাল্টে আসবে : সেখান থেকে সারিা বিশ্বের সকলে দেখবে এবং সেটা ভিউয়ার রেকর্ড করবে বা ভালো পরিমানে ভিউয়ার আনবে। তাহলে একটি ভিডিও র‌্যাংক করার জন্য কি কি করতে হবে:


  • ভিডিওটি সুন্দর সাবলীল ভাবে মেক করতে হবে।
  • ভিডিওটি সহজ সরল ভাবে মেক করতে হবে।
  • ভিডিওতে খুব বেশী এডি করা যাবে না।
  • আরেকজনের ভিডিও ক্লিপ এড করা যাবে না।
  • আরেকজনের অডিও ব্যভহার করা যাবে না।
  • খুব বেশী বার লাইক কমেন্ট সাবস্কাইভ এনিমেশন ব্যবহার করা যাবে না।
  • ভিডিও এর প্রথমে বা শেষে লাইক কমেন্ট সাবস্কাইভ করার জন্য মৌখিক ভাবে অনুরোধ করা যাবে। 
  • ভালো করে কি ওয়ার্ড রিসার্চ করতে হবে।
  • কিছু কি ওয়ার্ড এড করতে হবে। 
  • ইউটিউব এসইও করে ভিডিও এর র‌্যাংক বাড়াতে হবে। 

No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl