Translate

Friday, May 21, 2021

ইউটিউবের নতুন আপডেট। এড ডিটেইলস।

 ইউটিউবের একটি নতুন আপডেট আসতাছে যেখানে দেখলাম : যাদের এড #মনিটাইজেশণ প্রোগ্রাম নাই তাদের ইউটিউব চ্যানেলেও এড দেখাবে এডভারটাইজার রা কিন্তু মনিটাইজেশণ এপরুভাল না হবার কারনে মে বি তারা কোন পেমেন্ট পাবে না। তো এই ব্যাপারে যারা ইউটিউব এ এড সেট আপ করে তারা দেখলাম: একটা ভিডিওতে তে ১০/১২ টা এড দিয়ে রাখে: এড ব্রেক সেট আপ করার মাধ্যমে। এই ভাবে এতো পরিমান যদি এড ব্রেকআপ কেউ সেট আপ করে তাহলে তো পরবর্তীতে সেই চ্যানেলের ভিডিও আর কেউ দেখবে না। কারন কিছু কিছু লোক আছে যারা ইউটিউব ভিডিও এর মধ্যে নতুন নতুন এড দেখতে পছন্দ করে। কিন্তু কিছু কিছু লোক আছে যারা ভিডিও এর মধ্যে কোন ধরনরে এড দেখতে পছন্দ করে না একেবারে- তাদের জন্যই ইউটিউব অটোমেটিক এড সেট আপ। ৫ ধরনের এড ই আপনি ব্যবহার করবেন কিন্তু আপনি নিজে কোন এড ব্রেক আপ সেট আপ করবেন না্ তাতে ইউটিউব তার ভিউয়ার দের মেজাজ মরজি (ইউজার ইউজ্যাবিলিটি) বুঝে এবং তার ব্রাউজিং এনালাইজ করে এবং তার ইউটিউব হিষ্টোরি এর উপরে ডিপেন্ডস করে এমন ধরনের এড দেখাবে যা ভিউয়ার ভিডিও এর মধ্যে দেখতে পছন্দ করবে আর ভিডিওটি টিও পুরোপুরি দেখে থাকবে এবং আপনারও  কম বেশী রেভিনিউ আসবে। তাদের জন্যই অনেকে এড ব্রেক সেট আপ পারসোনালি ব্যবহার করে না। সেটা ইউটিউবরে উপরে ছেড়ে দেয়। আমি ও একজন ইউটিউব মনিটাইজার হিসাবে সেই ভাবেই এড সেট আপ করি বা ব্যবহার করি। 





যারা টেকনোলজী কে ভালোবাসে তাদের মধ্যে বেশীর ভাগ লোকজনই ইউটিউবের  এড কে দেখতে ভালোবাসে কারন একেকটি এড এতো সুন্দর করে সেট আপ করা যে : সেটা দেখলে যে কেউ নতুন নতুন টেকনোলজী সম্পর্কে অনেক কিছু খুব সহজে জানতে পারে এবং সেই ব্যাপারে মেধা সে কাজে লাগাতে পারে। কিন্তু আমাদের দেশে এক শ্রেনীর ইন্টারনেট ব্যভহার কারী আছে যারা মনে করে এডসেন্স এড ক্লিক কররে বা ইউটিউব এর এড ক্লিক করলে আপনার ইন্টারনটে ব্রাউজার সংক্রান্ত একাউন্ট হ্যাক হয়ে যাবে: এইটা একটা সম্পূর্ন ভুল আইডিয়া। ইউটিউব পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভিডিও ষ্ট্রিমিং সাইট। তারা নিশ্চয়ই কোন ধরনের স্পাম ছড়াবে না এই বিশ্বের মধ্যে। সো তাদের এড দেখলে আপনার কোন কিছু কখনোই হ্যাক হবে না।  












No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl