youtube.com/verify এইখান থেকে ভেরিফাই করে যদি আপনি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইভ করেন তাহলে আপনি একজন পারমানেন্ট ইউটিউব সাবস্ক্রাইভার হিসাবে থাকতে পারবেন যে কোন চ্যানেলে। আর যদি আপনি ইউটিউব থেকে মোবাইল ভেরিফিকেশণ না করেন তাহলে আপনি যে কোন সময়ে আনসাবস্ক্রাইভার হয়ে যাইতে পারেন যে কোন ইউটিউব চ্যানেল থেকে কারন ইউটিউব বাংলাদেশের জন্য বা যে সকল জায়গায় ইউটিউব খুব বেশী ব্যবহৃত হয় সেখানে এই নিয়ম তারা চালূ করেছে। আর এর কারনে বাংলাদেশে অনেক বিভ্রান্তিও তৈরী হইতাছে। বাংলাদেশের লোকজন ইউটিউব একাউন্ট তৈরী না করেই ইউটিউব ব্যবহার করা শুরু করে কারন এ্যাপে এইটা অটোমেটিক দেয়া থাকে যাতে লগইন না করেও ভিডিও দেখা যায়।
এডসেন্স পেমেন্ট রিসিভ করার পরে এইরকম একটা ম্যাসেজ আসবে প্রত্যেকের মোবাইলে। আপনি যদি ইউটিউব থেকেও ডলার উপার্জন করেন সেটা এডসেন্স থেকে যখন ক্যাশ হবে তখন সেটা আপনার ব্যাংক একাউন্টে আইসা এড হবে এবং মোবাইলে ম্যাসেজ আকারে দেখা যাবে।
পেমেন্ট যখন এডসেন্স থেকে ইস্যু হবে আর বাংলাদেশের প্রাইভেট ব্যাংকের একাউন্টের দিকে রওনা হবে তখন এডসেন্স থেকে আপনাকে এরকম একটি লেটার বা চিঠি আপনার ইমেইলে ইস্যু করা হবে যেখানে আপনি কনফারম হতে পারবেন যে আপনার পেমেন্ট টি পারমানেন্টলি ইস্যু করা হয়েছে।
সেই সাথে আপনার এডসেন্সের পেমেন্ট সেকসানে এইরকম একটা ষ্ট্যাটস দেখাবে যে আপনি ইমেইলে কতো ডলার বা টাকা রিসিভ করেছেন বিগত এক মাসের জন্য বা আপনি কতো উপার্জন করেছেন।
সেখান থেকে ভিউ ট্রানজেকসন সেকসানে যাবার পরে আপনি এরইরকম একটি রিসিপট ও পাবেন যেটা এডসেন্স আপনার নামে ইস্যু হবে। সেখানে আপনি দেখতে পারবেন যে: আপনি কতো ডলারের পেমেন্ট পাইতে যাইতাছেন।
সবার শেষে যখন ব্যাংকে ১-৫ বিজনেস ডে এর মধ্যে ব্যালান্স এড হবে তখন আপনি এইরকম একটি ম্যাসেজ পাবেন আপনার মোবাইলে ব্যালান্স আপনার ব্যাংক একাউন্টে এড হবার পরে।
এখন নীচে দেখাইতাছি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের ষ্ট্রাটিটিকস:
চ্যানেল ওপেন: জানুয়ারী ২০১৭
প্রথম ভিডিও আপলোড: জুন ২০১৭
নিয়মিত ভিডিও আপলোড: জানুয়ারী ২০২০
মনিটাইজেশণ এপরুভাল: জানুয়ারী ২০২১
মনিটাইজেশণ পাবার পরে টোটাল ভিউজ: ৪৭০০০
বিভিন্ন মাধ্যম থেকে পেইড ভিউজ: ১০০০০
ইউটিউব পেইড ভিউজ এর সাথে কোন ভিডিও এড দেখায় না ।
সেই জন্য আপনি বলতে পারেন : ৩৭০০০ ভিউজ: ১২২ ডলার।
এডসেন্সের পেমেন্ট সাইকেল হলো প্রতি মাসের ৩ তারিখ।
সেই দিন আমার এডসেন্স এড হয় ৮৭ ডলার: ৩০০০০ ভিউজ এর জন্য
বাকী আগে থেকে (masudbcl.xyz) এডসেন্স (এই ব্লগ বা ওয়েবসাইট থেকে পাওয়া) ছিলো ২১ ডলার ।
৮৭ + ২১ ডলার= ১০৮ ডলার
১০৫.৫ পেমেন্ট আসে ক্যাশ হিসাবে আর বাকীটা ইউএসএ সরকার কাটে ট্যাক্স হিসাবে।
সবশেষে অনুরোধ আমার চ্যানেলটি ইউটিউব সারচ দিয়ে সাবস্ক্রাইভ করার জন্য: masudbcl
আশা করি বাংলাদেশের সকলে ইউটিউব একাউন্ট তৈরী করে ইউটিউব ব্যবহার করবেন।
কারন আপনি যদি ইউটিউবে সাইন ইন না করেন বা লগইন না করেন তাহলে আপনি ইউটিউবে যে সময় টা দিতাছেন তার জন্য ইউটিউব অনেকটা লাভবান হবে। আর আপনি যদি সাইন ইন করে বা লগইন করে ইউটিউব ব্যভহার করেন তাহরে আপনার সময়টুকু আপনার নামে রেকর্ড হবে। সারা বিম্বে ইউটিউবরে ডাইরেক্টরিতে আপনার নাম ও উঠবে। ইউটিউব কখনো আপনার জিমেইল কে হ্যাক করবে না। সেই সাথে মোবাইল ভেরিফাই করে নিবেন এবং দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইভ করে আমার চ্যানেলটার গ্রোথে সাহায্য করবেন। আমার পেমেন্ট পাওয়া নিয়ে একটি ডিটেইলস ভিডিও নিয়ে আসবো আমার ইউটিউব চ্যানেলে: আশা করি চোখ রাখবেন।
No comments:
Post a Comment
Thanks for your comment. After review it will be publish on our website.
#masudbcl