Translate

Monday, September 20, 2021

বাংলাদেশে ইন্টারনেটে নেগেটিভ ইউজার দের একটি চক্রান্ত।

আমরা সকলেই জানি ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেটে একটি গ্ররপ ছিলো যারা ইন্টারনেটে ধর্মবিরোধী লিখা লিখতো এবং তা নিয়ে অনেক মজা করতো। তাদের অনেকে নিজেদেরকে ব্লগার বলে আখ্যায়িত করতো। আর সারা দেশের অনেকে ধর্মীয় ভাবাবেগে তাদেরকে নাস্তিক ব্লগার বলে আখ্যায়িত করতো। এখনো অনেক খানে যারা ইন্টারনেটে বাংলা লিখে তাদেরকে নাস্তিক ব্লগার বা নাস্তিক বলতে দ্বিধাবোধ করে না। ইন্টারনেট যদিও ইংরেজী ভাষাতে চলে আর সেখানে বাংলা লেখা একটি দূরুহ বিষয় কিন্তু ইন্টারনেটে বাংলা লেখা মানেই কোন ধরনের নাস্তিকতা না। ইন্টারনেটে যদি কেউ ধর্মবিরোধী কোন কথা লিখে থাকে তাহলে তাকে নাস্তিক রাইটার বরে আখ্যায়িত করতে পারেন আপনি। মূলত ব্লগার  শব্দটা  একটি ইংরেজী শব্দ যা ইন্টারনেটে ডট কম নামে চলে যেমন: blogger.com 


তো এই ধরনের নাস্তিক রাইটার রা ইন্টারনেট থেকে শুরু হওয়া গনজাগরন ২০১৩ সালের মধ্যে পরিকল্পনা মাফিক একটি নাস্তিক ব্লগ চালান করে দেয় যেখানে গনজাগরনরে সৌন্দর্য নষ্ট হয় অনেক- অনেকে বলে গনজাগরন সেখানে থেমে যায় বা গনজাগরনের সকলেই কষ্ট পায়। অনেক বাংলার মানুষ জন কষ্ট পায়। শেষে রহস্য উদঘাটন হয় থানা শাহবাগের সার্কেল থেকে কেউ এটা লিখে নাই। একদল বিরোধী যারা দালাল (ফাসি), রাজাকার (ফাসি), দেশবিরোধী (ফাসি) প্রজন্ম এইটা পরিকল্পনা করে সেট আপ করে যার কিছু প্রমানাদিও তখন জনসম্মুখে ওপেন করা হয়। যাই হোক: সারা জীবন ও যদি কেউ নাস্তিক থাকে তাহলে সে মৃত্যুকালে কালেমা বলতে পারে বা মনে করতে পারে। আর সারা জীবনও যদি কেউ ধর্ম পালন করে বিধাতের সহিত: তাহলে মৃত্যুকালে তার কালেমা নাও আসতে পারে। তাই সৃষ্টিকর্তার নির্দেশ : মানুষের দোষ গোপন করা। কারন কেউ নাস্তিক না আস্তিক সেটা বিবেচনা করার দ্বায়িত্ব সৃষ্টিকর্তার। সেটা সৃষ্টিকর্তা বিবেচনা করবে কাল হাশরের দিন। মানুষ ধর্মের মালিক না: মানুষ ধর্ম  পালন করে। সেই প্রেক্ষিতে থানা শাহবাগের গনজাগরন বলেছিলো: ” নাস্তিক না আস্তিক জানে মোর খোদা: তুই বলার কে ”? 



গনজাগরন চলাকালীন সময়ে আমি হঠাৎ করে একম একটি নাস্তিক গ্ররপের চ্যালেন্জের মুখোমুখি হই ইণ্টারনেটে। আমি তখন দেখি তারা আদতে মানুষ না : টেস্টটিউব। তাই ভাবলাম ১০০ কোটি টেষ্টটিউব আসলেও কোন সমস্যা নাই কারন তারা আমাকে মারতে পারবে না। আমাকে বানিয়েছে সৃষ্টিকর্তা : সো আমাকে মারার মতো ক্ষমতাবান শুধূ উনিই বা উনার নির্দেশে হয়তো বা আজরাইল (আ:)। তাই ভয় না পেয়ে তাদের চ্যালেন্জ টাকে মোকাবেলা করলাম। যেদিন প্রথম ফাসি কার্যকর হয় দেশবিরোধী কসাই কাদেরের : সেদিন আমি শাহবাগে দন্ডায়মান: প্রোগ্রাম ছিলো: ফাসির উৎসবে জমবো সবাই। তার কিছুদিন পরেই  সেই গ্ররপের সাথে যোগাযোগ হয়: পরিকল্পনা মোতাবেক তাদের সাথে দেখাও করি এবং তারা তাদের সাথে থাকার জন্য অনুরোধ করি। আমি কিছু না বলে বলি: দেখা যাক কি হয়। একটা বড় সড় ক্ষতি হয়ে গেলো: তা হলো আমি যখন ঘুমের মধ্যে ছিলাম তখন তারা আমার গলায় বা ঘাড়ে চাপাতি রেখে ছবি তুলে তা দিয়ে সারা বিশ্বে ইন্টারনেটে আমার যারা পরিচিত তাদের কাছে পাঠানো শুরু করে এবং তাদের ব্লাকমেইল বা হ্যাক করার চেষ্টা শুরু করে। শুনেছি এখনো তারা সেই ছবিগুলো সব সময় মানুষজন দের কে মেইল করে পাঠায় আর থ্রেড দেবার চেষ্টা করে যাতে ফরেনার (যেহেতু আমি ফ্রি ল্যান্সার সেহেতু আমার হাজারো ক্লায়েন্ট) রা ভয় পেয়ে তাদের কে কাজ দেয় বা অর্থ দেয়। তো আমি কিছুটা বিপদে পড়ে গেলাম। আদতে তারা আমাকে মারতে পারবে না কারন তারা মানুষ  না (এক ধরনের টেষ্টটিউব)  : কিন্তু তাদের কে এই বুদ্বি কারা দিলো তা বুঝতাছি না? 



তারপরে আজ পর্যন্ত প্রায় 7/8 বছর কেটে গেছে: কিন্তু এখনো মনে হয় যে: ইন্টারনেটে বাংলাদেশের অনেক ব্যাপারে তারা এই ধরনের ঝামেলা করতাছে যেনো আন্তর্জাতিক বিশ্ব তাদেরকে মূল্যায়ণ করে কিন্তু বাস্তবে সকলেই তারা একটা বোঝা হয়ে দাড়িয়েছে ইন্টারনেটে। আর এখণ আমি তাদরে কাছ থেকে মিনিমাম 100 মাইল দূরে আছে আর বাংলাদেশে ১০০ মাইল দূরে মানে ঢাকা : গাজীপুর: ময়মনসিংহ  প্রায় ৩-৫ কোটি মানুষের বসবাস। আদতে তারা আমাকে কিছু করতে পারবে না: কিন্তু বাস্তবে তারা যেনো ইণ্টারনেট থেকে কোন সুবিধা না পায় সেটা কিভাবে সেট আপ করা যায় তা আর বুঝতে পারতাছি না। ইন্টারনেটে এই গ্ররপটাকে খতরনাক গ্ররপ বলে চিনে সবাই্ এদের জাতীয় পরিচয়পত্র নাই। সো আশা করি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এদেরকে ইন্টারনেট থেকে বহিস্কৃত করবে। 



In this world: we are Jesus Christ follower runs our life by vision. SO we do not dare any thing. I have vision about the next 20 years: So I do not dare any thing. Jesus loves every one.


Freelancer/Blogger/Youtuber: #masudbcl





No comments:

Post a Comment

Thanks for your comment. After review it will be publish on our website.

#masudbcl