যুক্তরাষ্ট্র সবসময়ই সারা বিশ্বের বন্ধু। যুক্তরাষ্ট্র সরকারের নেয়া উদ্যোগে এবং বিতরনে সারা বিশ্বের প্রান্তিক জনগোষ্টী ভোগ করলো এই মর্ডানা টিকা নেয়া পদ্বতি (বাংলাদেশে গ্রাম এলাকায় বসে ভোগ করলাম এই টিকা) । গবেষকদের গবেষনা অনুযায়ী প্রায় ৯২ শতাংশ কার্যকরী মর্ডানাট টিকার দুটো ডোজ নেয়া আমি আজকে সম্পন্ন করলাম। বাংলাদেশ সরকার ঘোষনা করেছিলো: কেউ যদি টিকা না নেয় তাহলে সে বাসা থেকে বের হতে পারবে না বা দেশ থেকে বের হতে পারবে না। দুটো টিকা নেবার পরেই দেয়া হয় কোভিড ১৯ ভ্যাকসিনেশন প্রোগ্রামে অংশগ্রহনকারীদের আইডি কার্ড এবং সার্টিফিকেট।
আমি প্রথমে সরকারের সুরক্ষা ওয়েবসেইটে নিবন্ধন করি। মোবাইলে এসএমএস আসতে দেরী হওয়াতে স্থানীয় পর্যায়ে শুরু হওয়া ওয়ার্ড পর্যায়ের নিবন্ধনে অংশগ্রহন করি এবং ভ্যাকসিনের টিকা নেই। প্রথম দিন একটু ভীড় থাকলে ও দ্বিতীয় ডোজের দিন আজকে তেমন ভীঢ় টের পেলাম না। প্রথম দিন শরীর একটু সামান্য জ্বর আসলেও আজকে তেমন কিছু হয় নাই।
আমি মনে করি সকলকেই এইটা নিয়ে রাখতে হবে কারন জাতীয় পরিচয়পত্র ভিত্তিক বাংলাদেশের সকল সুবিধা ভোগ করতে হলে বা দেশ থেকে বাহিরে যাবার প্রয়োজন হলে আপনাকে অতি অবশ্যই এই টিকার কার্ড দেখাতে হবে আর নয়তো দেখা যাবে সারা দেশের জন্য বরাদ্দকৃত কোন সুবিধা যেমন ভোগ করা যাবে না তেমনি মনে চাইলে ই ফ্লাই ও করা যাবে না। কারন বর্তমানে কোভিড সিচুয়েশনে বিশ্বের কোন দেশই পেনডেমিক ডিজিজ একসপোর্ট করতে চাইবে না। সবচেয়ে ভালো হয় : যারা কোভিড টিকা নিয়েছে তাদের ডাটাবেজ দেশের সকল বন্দরে কানেকটেড করে রাখলে যেনো যে কারো জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে ভেরিফাই করা যায় যে: সে টিকা নিয়েছে নাকি নেয় নাই। বলা তো যায় না কার শরীরে কিভাবে এইটা দানা বেধে থাকবে আর কোথায় এইটা ট্রান্সফার হবে। কোভিড ১৯ ভ্যাকসিনেশন টিকা নেয়া থাকলে একটা সুরক্ষা নেয়া থাকে।
খুবই ভালো লেগেছে জাতীয় পরিচয়পত্র ভিত্তিক এই কার্যক্রম। জাতীয় পরিচয়পত্র আইন কার্যকরে আরো একধাপ এগোলো বাংলাদেশ।
Vaccinated: #masudbcl #masudbclvaccinated #modernavaccinated
No comments:
Post a Comment
Thanks for your comment. After review it will be publish on our website.
#masudbcl