ইচ্ছা আছে যদি ইউটিউব মনিটাইজেশণ প্রোগ্রামে ভালো করতে পারি : তাহলে ট্রাভেলার এবং ব্লগার হবো। আমার খুব শখ সারা দুনিয়ার অনেকখানে ঘুরে বেড়ানো। সেই হিসাবে আমার ইন্টারনেট ব্যভহার ও কমিয়ে দিবো ইচ্চা আছে: দৈনিক ১ থেকে ২ ঘন্টা। শুধূ সোশাল মিডিয়া তে চোখ বুলানো এবং মাঝে মাঝে ইউটিউবে ভিডিও আপরোড করা। আমি প্রায় ধরতে গেলে 25+ বছর ধরে কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করতাছি। এখন ইচ্চা আছে সৃষ্টিকর্তা বাচাইয়া রাখলে আগামী ২০বছর শুধূ ঘুরে বেড়াবো (বৌ কে নিয়ে সাথে) বা ট্রাভেল করবো। ট্রাভেল রিলেটেড ব্লগ করার কোন ইচ্ছা তেমন নাই তবে ট্রাভেল করতে খুব ইচ্ছা আছে। আমার ইউটিউবের জার্নি এখন প্রায় ২২ মাস। প্রথম ১২ মাস তো মনিটাজেশন ৪০০০ ঘন্টার জন্য কেটে গেছে। এখণ অপটিমাইজেশন এর কাজ চলতাছে। এখন দৈনিক 2-3 ডলার আসতাছে যার স্ক্রিনশট উপরে দিছি: ৪৭.৭ হাজার ভিউজ এ আমার এসেছে: ২১৯ ডলার। তেমন কোন সাবস্ক্রাইভার ও নাই : ২৫০০+। আর এলাকার কিছু পরিচিত জন এবং সারা দেশে আমার পরিচিত কিচু এসইও ছোট বাই ও বোনেরা সাবস্ক্রাইভ করে পাশে আছে। আশা করি সামনের দিনুগলোতেও পাশে পাবো। চাইলে সাবস্ক্রাইভার কিনতেও পারি কিন্তু আগে দেখি কারা রিয়ালি সাহায্য করে বা করতাছে।
আমার ফ্রিল্যান্সার বা আউটসোর্সিং জগতের একটি ডলারের পেমেন্টর জন্য আমি অপেক্ষাতে আছি: তারপরেই শুরু করবো ওয়ার্কআউট। তার আগে নিজের জানা সব কাজ ইউটিউবে শেয়ার করতাছি। আমি সাধারনত এসইও, হোয়াইট হ্যাট এসইও এবং এসইও মার্কেটপ্লেস নিয়ে কাজ করি। আপনি চাইলে সাবস্ক্রাইভ করে আমার পাশে বা আমার চ্যানেল কে সামনে এগিয়ে নিয়ে যাইতে সাহায্য করতে পারেণ।
No comments:
Post a Comment
Thanks for your comment. After review it will be publish on our website.
#masudbcl