সহজ ভাষাতে ট্রাফিক বলতে বোঝানো হয় : রোড ঘাটে গাড়িদের ভীড়। ইউটিউবে ট্রাফিক বলতে গুগল বুঝে যে: একটি ইউটিউবের প্লেলিষ্ট থেকে একজন ভিজিটর যখন একটি ভিডিও তে প্রবেশ করে তখন সেটাকে একটি ট্রাফিক বলা হয়। কিন্তু ইন্টারনেটের এর ভাষাতে ট্রাফিকের সংজ্ঞা ভিন্ন।
এসইও এর ভাষাতে ট্রাফিক বলতে বোঝানো হয় : একটি সুনির্দিষ্ট আইপি এড্রস থেকে (Example: https://192.168.0.1 [IP location/IP Trace = Radius]) যে কোন একটি ওয়েবসাইটে ঢুকে কিছুক্ষন অবস্থান করা বা ভিজিট করাকে একটি আইপি ট্রাফিক হিসাবে কাউন্ট করা হয়।
বিভিন্ন ধরনের ট্রাফিক আছে ইন্টারনেটে:
- এসইও ট্রাফিক
- ইন্টারনেট ট্রাফিক
- ওয়েবসাইট ট্রাফিক
আপনি যদি অনেক অনেক দামী ভিপিএন কাকেটেড করে ক্রমাগত ইউটিউব ভিজিট করতে থাকেন তাহলে ইউটিউব এর ডাটাবেজ বা সারভার আপনার ম্যাক এড্রস কে আইন্টেফাই করবে এবং দেখবে পরীক্ষা করে যে: আপনি ইনটেনশনালি ভ্যাপারটা করতাছেন কিনা: এইটা শুধূ ইউটিউবরে বৈশিষ্ট্র না: এইটা যে কোন আমেরিকান কোম্পানীর বৈশিষ্ট্য: ডুপ্রিকেসির কোন দাম এইখানে নাই। কিন্তু বিভিন্ন প্রকারের দামী দামী ভিপিএন কানেকটেড করে যদি আলাদা আলাদা করে ইউটিউব চ্যাণেল ভিজিট করে থাকনে তাহলে ইউটিউব সেই আইপি এড্রস গুগলোকে কাউন্ট করবে বা আইপি ভিজিট হিসাবে কাউন্ট করবে। একজন মানুষ যদি ক্রমাগত এ্কটি ভিপিএন থেক ে১০/১২ টা ইউটিউব চ্যানেল ভিজিট করে থাকে তাহলে সেই ভিপিএন এর রেকর্ড টা ১০/১২ টা চ্যানেলে একই থাকবে। আবার আপনি যদি বিভিন্ন ইউটিউব ছ্যানেলে বিভিন্ন ভিপিএন সফটওয়্যারের বিভিন্ন আইপি বা একই ভিপিএন সফটওয়্যারের বিভিন্ন আইপি দ্বারা ভিজিট করেন তহারে সেটার ও রেকর্ড থাকবে। এক কতায় ইউটিউব আপনার আইপি এর সব কিছুই ট্রাক করে দেকবে কোথাও কোন সদ্হে জনক আছে কিনা: আর ইনটেনশনাল যে কোন কিছুই সন্দেহ জনক। যেমন : ধরেন ১০/১২ হাজার লোক পরিকল্পনা করে একটি ইউটিউব ছ্যানেল ভিপিএন দ্বার ভিজিট করলো তখন সেখান কার রেডিয়াস চেক করে দেখা হবে যে: ঠিক কতো দূরত্ব থেকে পরিকল্পনা করে হাজার হাজার লোক একটি ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখতাছে। তখন সেই চ্যানেলটাকে ব্যান্ড করতে দিব্ধাবোধ করবে না। এখন সেভারেল ভিপিএন সেভারেল মোবাইল ডিভাইস এবং সেভারেল আইপি কালেকশন কোথায় হয় বলতে পারেন: নিশ্চিত ভাবে সেটা সোশাল মিডিয়া এক্সচেন্জ (যেমন: লাইক ফর লাইক)। আপ িকি জানেন কেনো ইউটিউব আপনাকে ট্রাক করবে : কারন ভিপিএন দ্বারা ইউটিউব ব্যাবহার করার কোন দরকার নাই। ইউটিউব সবখানেই ওপেন। লাইক ফর লাইক ওয়েবসাইটে যদি আপনি সেভারেল ভিপিএন সেভারেল আইপি এবং সেভারেল মোবাইল ডিভাইস এবং সেভারেল লোকেশন থেকে ভিজট করেন তাহলে ইউটিউব সেগুলোকে ট্রাক করবে : রেডিয়াস চেক করে দেখবেেএবং যদি সাবস্ক্রাইভ করে আনসাবস্ক্রাইভ করে দেন তাহলে স্বভাবতই ইউটিউব সেটার গতিবিধি বুঝতে না পেরে সেই চ্যানেলটাকে স্পেশিয়াল ভ্যালু দেবে। কারন শুধূ ইউটিউব না যে কোন আমেরিাকন য়েভসাইট আপনি যখন ক্ষতি করতে যাইবনে তখন সেটার ভ্যালু বাড়িয়ে দেবে। কারন আমেরিকান রা বিশ্বাস করে: যীশূ খ্রীষ্টের দুনিয়ার নাম হইতাছে ইন্টারনেট।
Freelancer/Blogger/Youtuber: #masudbcl
No comments:
Post a Comment
Thanks for your comment. After review it will be publish on our website.
#masudbcl